Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বেটা, ব্যাটা Bengali definition [ব্যাটা] (বিশেষ্য) পুত্র; ছেলে; ‍পুরুষ। বেটাছেলে (বিশেষ্য) ১ পুরুষ জাতীয় ছেলে; পুত্রসন্তান। ২ পুরুষ মানুষ। বেটাচ্ছেলে, বেটার ছেলে (বিশেষ্য) অবজ্ঞাসূচক গালি (পশ্চিম বঙ্গের আঞ্চলিক ভাষায়)। বাপের বেটা (বিশেষ্য) পিতার যোগ্য বা উপযুক্ত পুত্র। (স্ত্রীলিঙ্গ)বেটি বি। {(তৎসম বা সংস্কৃত) বটু>; (তুলনীয়) (হিন্দি) বেটা/বিটি}
Closing this window will clear all results and return you back to the search section