Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বেগ ১ Bengali definition [বেগ্‌] (বিশেষ্য) ১ দ্রুতগতি; গতির পরিমাণ (ঘন্টায় তিরিশ মাইল)। ২ স্রোত। ৩ মূত্রাদি ত্যাগের ইচ্ছা (প্রস্রাবের বেগ)। ৪ কষ্ট (বেগ দেওয়া)। ৫ প্রকোপ; প্রাবল্য; আধিক্য। বেগবান (বিশেষণ) ১ শীঘ্রগামী; দ্রুতগতিযুক্ত। ২ খরস্রোত; অত্যন্ত প্রবাহযুক্ত। ৩ দমন করা কঠিন এমন; দুর্দমনীয়। বেগবতী (স্ত্রীলিঙ্গ)। বেগার্ত (বিশেষণ) অতিশয় বেগপূর্ণ (বেগার্ত নদীর বাঁক-বিষ্ণু দে)। বেগিত, বেগী(-গিন্‌) (বিশেষণ) বেগে চালিত; বেগযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √বিজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বেগ ২ Bengali definition [বেগ্‌] (বিশেষ্য) ১ সম্ভ্রান্ত মুসলমানদের উপাধি। ২ মোগল জমিদার। বেগম (স্ত্রীলিঙ্গ)। {(তুর্কি) বেগ (<বক); (তুলনীয়) আইবক; বারবক; উজবক}
  • Bengali Word বেগতিক Bengali definition [বেগোতিক্‌] (বিশেষ্য) (বিশেষণ) নিরুপায়; বেকায়দা; বিপজ্জনক অবস্থা (আমি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে ছুটলুম-রাজশেকর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) বি+গতিক>; (ফারসি) বে+ (তৎসম বা সংস্কৃত) গতিক}
  • Bengali Word বেগনি Bengali definition ⇒ বেগুনি
  • Bengali Word বেগম Bengali definition [বেগম্‌] (বিশেষ্য) ১ বিবাহিত মুসলিম মহিলা; মুসলিম নারীর নামের শেষাংশ। ২ মুসলমান রানী বা সম্রাজ্ঞী বা সুলতানা। বেগ (পুংলিঙ্গ)। {(তুর্কি) বেগ (<বক); (স্ত্রীলিঙ্গ)বেগম}
  • Bengali Word বেগর Bengali definition [বেগর্‌] (অব্যয়) বিনা; ব্যতীত; ছাড়া (বেগর মেহনতে রুজি দিল এতকাল-সৈয়দ হামজা)। {(আরবি) বেগম}
  • Bengali Word বেগানা Bengali definition [বেগানা] (বিশেষ্য) অনাত্মীয়; নিকট সম্পর্কহীন (বেগানা স্ত্রীলোকে হয়ত এই নিশুতি রাতে হঠাৎ বিপদে পড়েছে)। {(ফারসি) বেগানাহ্‌}
  • Bengali Word বেগার, ব্যাগার Bengali definition [ব্যাগার্‌] (বিশেষ্য) পারিশ্রমিকবিহীন কাজ; কম বেতন বা অনিয়মিত বেতনে বাধ্যতামূলক পরিশ্রম (বেগার সময় চলে ক্ষয়ে ক্ষয়ে-হাবীবুর রহমান)। বেগার ঠেলা, বেগার খাটা (ক্রিয়া) অনিচ্ছাকৃতভাবে কাজ করা। □ (বিশেষণ) অনিচ্ছাকৃতভাবে করত এমন। ভূতের বেগার (বিশেষ্য) বৃথা পরিশ্রম। ভূতের বেগার খাটা ⇒ ভূত। বেগারি (বিশেষণ) শ্রমিক; মজুর (বেগারী বেতন পায়-ঘনরাম চক্রবর্তী)। {(ফারসি) বেগার}
  • Bengali Word বেগার্ত, বেগিত, বেগী Bengali definition ⇒ বেগ১
  • Bengali Word বেগুন Bengali definition [বেগুন্‌] (বিশেষ্য) এক প্রকার তরকারি; বার্তাকু। তেলে-বেগুনে জ্বলে ওঠা (ক্রিয়া) অত্যন্ত ক্রুদ্ধ হওয়া। {(তৎসম বা সংস্কৃত) বাতিঙ্গন>বাইগন>বেগন>}
  • Bengali Word বেগুনি, বেগুনী, বেগনি Bengali definition [বেগুনি, বেগুনী, বেগোনি] (বিশেষণ) বেগুনে রঙের মতো লালচে আভাযুক্ত গাঢ় নীল রংবিশিষ্ট (লজ্জা এসে আমার আকর্ণ বেগুনী করে দিলে-রাজশেকর বসু (পরশু))। □ (বিশেষ্য) বেসম মেখে তেলে ভাজা বেগুনের ফালি; খাদ্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বাতিঙ্গন> (বাংলা) বেগুন+ই, ঈ}
  • Bengali Word বেগোছ Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেগোড় Bengali definition [বেগোর্‌] (বিশেষণ) গোড়া নেই এমন; ভিত্তিহীন (বেগোড় মাটিতে প্রাসাদ দেউল দেব গড়ি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) বে+ (বাংলা) গোড়া; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনুদ্বেগ Bengali definition [অনুদ্‌বেগ্‌] (বিশেষ্য) নিশ্চন্ততা; উদ্বেগশূন্যতা। অনুদ্বিগ্ন (বিশেষণ) নিশ্চিন্ত। {(তৎসম বা সংস্কৃত)অন্‌(নঞ্‌)+উদ্বেগ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word আবেগ Bengali definition [আবেগ্] (বিশেষ্য) ১ অনুভূতির প্রাবল্য (ভাবাবেগ) ২ উৎকণ্ঠা; ব্যাকুলতা; চিত্তচাঞ্চল্য (শোকবেগ)। ৩ ব্যগ্রতা; ত্বরা (মনের আবেগ)। {(তৎসম বা সংস্কৃত) আ+বেগ}
  • Bengali Word উদ্বেগ Bengali definition [উদ্‌বেগ্‌] (বিশেষ্য) ১ সন্দেহজনিত ব্যাকুলতা; উৎকণ্ঠা; দুশ্চিন্তা। ২ ভয়মিশ্রিত ভাবনা। ৩ অস্থিরতা; চাঞ্চল্য। {(তৎসম বা সংস্কৃত) উদ্‌+√বিজ্+অ(ঘঞ্)}
  • Bengali Word নিরুদ্বেগ Bengali definition [নিরুদ্‌বেগ্‌] (বিশেষণ) ১ উদ্বেগশূন্য; শান্ত; স্থির; অচঞ্চল। □ (বিশেষ্য) উদ্বেগহীনতা; শান্তি। নিরুদ্বেগে (ক্রিয়াবিশেষণ) উদ্বেগহীনভাবে; অচঞ্চলভাবে (নিরুদ্বেগে অখণ্ড ভূমণ্ডলে একাধিপত্য করিতে পারিবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+উদ্বেগ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word সংবেগ Bengali definition [শঙ্‌বেগ্‌] (বিশেষ্য) ১ উদ্বেগ; ত্রস্তভাব। ২ আবেগ (হৃদয়ের সংবেগ)। ৩ ভয়জনিত ত্বরা বা শীঘ্রতা (ব্যাঘ্র দর্শনে হরিণ শাবকের সংবেগ)। সংবিগ্ন (বিশেষণ) আবেগপ্রবণ; উদ্বেলিত (সংবিগ্ন হৃদয়ানুভূতি)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বিজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word মহাবেগ Bengali definition [মহাবেগ্‌] (বিশেষ্য) অতি দ্রুত বেগ বা গতি (মহা বেগে চলা)। মহাবেগবান (বিশেষণ) অত্যন্ত বেগযুক্ত। মহাবেগবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+বেগ}
  • Bengali Word সোদ্বেগ্‌ Bengali definition [শোদ্‌বেগ্‌] (বিশেষণ) উদ্বেগ উৎকন্ঠা বা দুশ্চিন্তা যুক্ত। সোদ্বেগে (ক্রিয়াবিশেষণ) উদ্‌বিগ্ন বা উৎকন্ঠিত হয়ে। {(তৎসম বা সংস্কৃত) স+উদ্বেগ; (বহুব্রীহি সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section