Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বে ১ Bengali definition ⇒ বিয়ে
  • Bengali Word বে ২ Bengali definition [বে] (অব্যয়) ১ বিহীন; বিনা; ব্যতীত; ছাড়া। ২ অভাব; বিরোধ; নিন্দা; বৈপরীত্য ভাব প্রকাশক শব্দ। বেআইন, বেআইনি (বিশেষণ) ১ আইনের বাইরে; আইনের বিরুদ্ধে। ২ অবৈধ। বেআক্কেল (বিশেষণ) জ্ঞানহীন; বির্বোধ; কাণ্ডজ্ঞাহীন। বেআদব, বেয়াদব (বিশেষ্য) অভদ্র; শিষ্টাচারহীন; অশিষ্ট। বেআদবি, বেয়াদবি (বিশেষ্য) অভদ্রতা; অশিষ্টচার(আবদুল্লা তাহার সহিত বেআদবী করে-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। বেআন্দাজ (বিশেষ্য) বেহিসাব; পরিমাণ সম্বন্ধে যার জ্ঞান নেই। বেআবরু (বিশেষণ) ১ বেপর্দা। ২ শ্লীলতাহীন; সম্ভ্রম বা সম্মানহীন। □ (বিশেষ্য) অপমান; অসম্মান। বেইজ্জত (বিশেষণ) ১ অসম্মানিত। ২ অপমানিত। বেইজ্জতি (বিশেষ্য) মানহানি; অপমান। বেইমান, বেঈমান (বিশেষণ) ১ বিশ্বাসঘাতক; নিমকহারাম। ২ ধর্ম-বিশ্বাসহীন। বেইমানি, বেঈমানি (বিশেষ্য) বিশ্বাসঘাতকতা। বেএক্তিয়ার (বিশেষণ) ১ এলাকার বাইরে এমন; এলাকা-বহির্ভূত। ২ ক্ষমতাহীন। ৩ উপায়হীন। ৪ বেসামাল (গোলাপী নেশায় একটুখানি বে-এক্তিয়ার হয়ে-সৈয়দ মুজতবা আলী)। ৫ অধিকার-বহির্ভূত। বেওজর (বিশেষণ) অজুহাত নেই এমন; আপত্তিহীন। বেওফা (বিশেষণ) অকৃতজ্ঞ; নিমকহারাম; প্রতিজ্ঞা ভাঙ্গকারী (বওফা বদ্‌জাত এরা খারাবি করিল তেরা-সৈয়দ হামজা)। বেওয়ারিশ, বেওয়ারিশি (বিশেষণ) ১ অভিভাবকহীন। ২ স্বত্বাধিকারশূন্য; দাবিদার নেই এমন। বেকবুল (বিশেষণ) অস্বীকৃত; অসম্মত। বেকসুর (বিশেষণ) দোষশূন্য; অপরাধহীন; নিরপরাধ; নির্দোষ (বেকসুর খালাস)। বেকসুর খালাস (বিশেষ্য) নির্দোষ বলে মুক্তিলাভ। বেকায়দা (বিশেষণ) অসুবিধা; উপায়হীন; নিরুপায়; অনায়ত্ত (বড় বেকায়দায় পড়িয়াছিলেন-মাওলানা মুস্তাফিজুর রহমান)। বেকার (বিশেষণ) ১ অযথা; অকারণ। ২ কর্মহীন; জীবিকাশূন্য। বেকুব=বেয়াকুব। বেকুবি (বিশেষ্য) বোকামি; নির্বুদ্ধিতা; মূর্খতা। বে-খরচ, বে-খরচা (ক্রিয়াবিশেষণ) বিনা খরচে; ব্যয় ব্যতিরেকে। বেখাপ, বেখাপ্‌পা (বিশেষণ) মিল হয় না বা মানায় না এমন; বেমানান। বেগতিক (বিশেষণ) নিরুপায়; উপায়হীন; অসহায়; প্রতিকারহীন। বেগোছ (বিশেষণ) অগোছালো; এলোমেলো। বেচাল (বিশেষণ) ১ আচার-ব্যবহার শোভনীয় নয় এমন। ২ চরিত্রহীন। বেজুত, বিজুত (বিশেষ্য) ১ অসুবিধা। ২ মনের মতো না হওয়া অবস্থা; অবাঞ্ছিত। বেটাইম (বিশেষ্য) অসময়। □ (বিশেষণ) নির্দিষ্ট সময়ের আগে বা পরে। বেঠিক (বিশেষণ) অসত্য; ভ্রমপূর্ণ; ঠিক নয় এমন (তৌহিদের বাণী ভুল হয়ে গেছি বিমনা বেঠিক-আজহারুল ইসলাম)। বেঢক, বেঢপ (বিশেষণ) বেমানান; ছাঁচের সাথে মেলে না এমন; কদাকার; কুশ্রী। বেতদবির (বিশেষ্য) তদবিরের বা তত্ত্বাবধানের অভাব। বেতমিজ (বিশেষণ) ১ অশিষ্ট। ২ বেআদব; শিষ্টাচারজ্ঞানবর্জিত। ৩ অনভিজ্ঞ। বেতর (বিশেষণ) ১ অসুস্থ; অপ্রকৃতিস্থ; পাগল। ২ বিসদৃশ; বিপরীত; বিরুদ্ধ। বেতরিবত (বিশেষণ) অশিক্ষিত; শিক্ষার বা শিষ্টাচারের অভাব আছে এমন। বেতার (বিশেষণ) ১ বিস্বাদ। ২ তারবিহীন। বেতার বার্তা (বিশেষ্য) যে তারবিহীন যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্থানের সংবাদ প্রদান করা হয়; রেডিও। বেতার যন্ত্র (বিশেষ্য) বিনা তারে বিদ্যুৎ-প্রবাহের সাহায্যে শব্দ প্রেরিত ও গৃহীত হয় যে যন্ত্রে; রেডিও। বেতাল, বেতালা (বিশেষণ) ১ তালহীন; তালভঙ্গ। ২ কোনো তালজ্ঞান নেই এমন। ৩ অনুপযুক্ত। বেদখল (বিশেষণ) ১ অধিকারহীন; অধিকারচ্যুত। ২ নিজস্ব জিনিস অপরের হাতে চলে যাওয়া। বেদখিল (বিশেষণ) অন্যায়ভাবে অধিকার করা হয়েছে এমন। বেদম (বিশেষণ) ১ দম ফুরিয়ে গেছে এমন। ২ শ্বাসরোধকর। ৩ নিঃশ্বাস ফেলারও অবসর পাওয়া যায় না এমন; নিরবকাশ। ৪ শ্বাস ও প্রাণবায়ু বের করে দেয় এমন মারাত্মক। ৫ নিঃশ্বাস নেওয়ার জন্যও থামে না এমন। বেদল (বিশেষ্য) বিপক্ষ। □ (বিশেষণ) দলছাড়া। বেদলীয় (বিশেষণ) ১ অন্যদলভুক্ত। ২ শত্রুপক্ষের। বেদস্তুর (বিশেষণ) ১ রীতি-বিরুদ্ধ। ২ নিয়মকানুনবহির্ভূত। বেদাগ (বিশেষণ) ১ দাগবিহীন। ২ চিহ্নিত করা হয়নি এমন। ৩ নিষ্কলঙ্ক; কালিমাহীন। বেদীন (বিশেষণ) ১ ধর্মহীন (আসিতে পারে না হেতা বেদীন-কাজী নজরুল ইসলাম)। ২ সত্যধর্মে অবিশ্বাসী। বেদেরেগ (বিশেষণ) নির্মম; করুণাহীন। বেধড়ক (বিশেষণ) অপরিমিত; বেজায়। বেনাম (বিশেষণ) নামহীন; অপরিচিত। □ (বিশেষ্য) ১ প্রকৃত মালিকের বদলে অন্য লোকের নাম। ২ নাম গোপন করা। বেনামি, বেনামা (বিশেষণ) লেখকের নাম গোপন করা হয় এমন; নামহীন (বেনাম চিঠি)। বেপর্দা (বিশেষণ) ১ পর্দা সম্পর্কে সচেতন নয় এমন। ২ উন্মুক্ত। ৩ ঘোমটাহীন; বেআবরু। ৪ লজ্জাহীন। বেপরোয়া (বিশেষণ) নির্ভীক; ভয়হীন; কোনো কিছুই গ্রাহ্য করে না এবং বাধা-নিষেধ মানে না এমন। বেফজুল (বিশেষণ) মিছামিছি; শুধু শুধু (খামাখা বেফজুল খরচ গেল-শওকত ওসমান)। বেফাঁস (বিশেষণ) ১ অসংযত। ২ বন্ধনহীন। ৩ অশ্লীল; নগ্ন। □ (বিশেষ্য) গোপন তথ্যাদি প্রকাশ। বেফায়দা (বিশেষণ) ১ লাভ নেই এমন। ২ বৃথা; নিষ্ফল। বে-বন্দেজ (বিশেষণ) ব্যবস্থাহীন; শৃঙ্খলাশূন্য। বেবন্দোবস্ত (বিশেষণ) ১ ব্যবস্থাশূন্য; ঠিক হয়নি এমন। ২ শৃঙ্খলাশূন্য; বিশৃঙ্খল। বেবাক (বিশেষণ) সবগুলো; সমস্ত; নিঃশেষ। বেমক্কা, বেমওকা (বিশেষণ) ১ অসঙ্গত। ২ অসংযত। ৩ অশোভন (এমন বেমক্কাভাবে হরতাল শুরু করতো না-ওয়ালীউল্লাহ)। বেমতলব (বিশেষ্য) অনিচ্ছা। বেমনাসিব (বিশেষণ) উচিত নয় এমন; অনুচিত। বেমানান (বিশেষণ) ১ মানায় না এমন; বেখাপ্পা। ২ অশোভন। বেমালুম (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) জানার মধ্যে নয় এমন; অজ্ঞাতে; অগোচরে। বেমেরামত (বিশেষ্য) ১ মেরামত করা হয়নি বা হয় না এমন অবস্থা। ২ মেরামত করা হয়নি এমন। বেআরাম, ব্যারাম (বিশেষ্য) রোগ ব্যাধি শারীরিক বা মানসিক অবস্থা খারাপ হওয়া (মাটিতে শুলে ব্যায়ারাম হবে বিবি, খাটে উঠে আয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। বেয়াকুফ, বেয়াকুব (বিশেষণ) বোকা; নির্বোধ; জ্ঞানহীন (বেঅকূফের শিরোমণি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বেরসিক (বিশেষণ) রস বোঝে না এবং রস করে না এমন; অরসিক। বেশক (ক্রিয়াবিশেষণ) অবশ্যই; নিশ্চয়ই; সত্যই; নিঃসন্দেহে। বেশম (বিশেষণ) বেশ; যথেষ্ট (তোমার বাড়ি; আমার বাড়ি, মধ্যে বেশম দূর-জসীমউদ্‌দীন)। বেশরম (বিশেষণ) ১ লজ্জা নেই এমন; নির্লজ্জ। ২ বেহায়া। ৩ বেয়াদব। বেশরা (বিশেষণ) ১ শরিয়ত বা ইসলামের বিধান বহির্ভূত কাজ করে এমন; বিধান মানে না এমন (বেশরা ফকির)। বেশুমার (বিশেষণ) অংসখ্য; প্রচুর (বেসুমার বাতি আসমানের অত বড় ছাতি ছাইয়া আছে-আ-হা)। বেসরকারি (বিশেষণ) সরকারের আওতার বাইরে এমন; সরকারের নয় এমন। বেসামাল (বিশেষণ) ১ সাজিয়ে গুছিয়ে থাকতে পারে না এমন। ২ অসাবধান; অসংলগ্ন। বেসুর, বেসুরো (বিশেষণ) ১ ভুল সুর। ২ শ্রুতিকটু। বেহদ, বেহদ্দ (বিশেষণ) ১ অত্যন্ত; খুব। ২ অসীম। বেহাত (বিশেষণ) অন্যের হাতে চলে যাওয়া; হাতছাড়া; নিজের অধিকারের বাইরে যাওয়া; অধিকার-বহির্ভূত। বেহায়া (বিশেষণ) লজ্জাশরম নেই এমন; নির্লজ্জ। বেহায়াপনা (বিশেষ্য) নির্লজ্জ ব্যবহার; লজ্জাহীন আচরণ। বেহিসাব (বিশেষণ) ১ হিসাবশূন্য। ২ অবাধ; নির্বাধ; মুক্তহস্ত। ৩ অসতর্ক; অসাবধান। ৪ সংখ্যাতীত; অসংখ্য; সুপ্রচুর। বেহিসাবি (বিশেষণ) ১ হিসাব করে চলে না এমন। ২ অপরিণামদর্শী। বেহুঁশ, বেহোশ (বিশেষণ) ১ অচৈতন্য; বেখেয়াল। ২ অজ্ঞান; জ্ঞান হারানো। ৩ মূর্ছিত। বেহুদা (বিশেষণ) ১ বে-আদব; বেহায়া; ব্যবহার খারাপ এমন। ২ অনর্থক; বাজে। বেহেড (বিশেষণ) মতিভ্রষ্ট; বিচার-বিবেচনাহীন; উন্মত্ত; কাণ্ডজ্ঞানশূন্য (বেহেড মাতাল)। {(ফারসি) বে}
  • Bengali Word বেঅ, বে Bengali definition [বেঅ, বে] (প্রাচীন বাংলা) (বিশেষ্য) বেদ (বেএঁ-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) বেদ>}
  • Bengali Word বেআকুল Bengali definition [বেয়াকুল] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) ব্যাকুল (আকুল পরাণ মোর, বেআকুল মন, বাঁশীর শবদে মোর আউলাইলো বাঁধন-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ব্যাকুল>}
  • Bengali Word বেআলি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বেয়ালি] (বিশেষ্য) অমিল; গরমিল; ঝগড়া (পোয়ে ঝিয়ে হয় বেআলি-ডাকের বচন)। {(ফারসি) বে+ (বাংলা) আলি(মিল)}
  • Bengali Word বেউড় বাঁশ Bengali definition [বেউড়্‌ বাঁশ্‌] (বিশেষ্য) কাঁটাযুক্ত বাঁশ; বেড়া দেওয়ার জন্য জন্য ব্যবহৃত বাঁশ (বেউড় বাঁশের বাঁশী যে আমার যেতে নারে ততদূর-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) বেষ্ট>বেউড়+ (বাংলা) বাঁশ}
  • Bengali Word বেউফা, বেওফা Bengali definition [বেওফা] (বিশেষণ) অকৃতজ্ঞ; নিমকহারাম; প্রতিজ্ঞা ভঙ্গকারী (বেওফা বদজাত এরা খারাবি করিল তেরা-সৈয়দ হামজা)। {(ফারসি) বে +(আরবি) রফা}
  • Bengali Word বেউল Bengali definition [বেউল] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) ব্যাকুল (বেউল হইনু অতি-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ব্যাকুল>}
  • Bengali Word বেওয়া, ব্যাওয়া Bengali definition [ব্যাওয়া] (বিশেষ্য) বিধবা নারী; পতিহীনা (বেওয়ারিশ বেওয়া মলে এঁরা তার উত্তরাধিকারী হয়ে বসেন-কালীপ্রসন্ন সিংহ)। {(ফারসি) বেরহ্‌}
  • Bengali Word বেওয়ারিশ Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেকাঁ Bengali definition ⇒ বাঁকা
  • Bengali Word বেঁজি, বেঁজী Bengali definition ⇒ বেজি
  • Bengali Word বেঁটে ১, বাইটা Bengali definition [বেঁটে, বাইটা] (বিশেষণ) ১ খাটো; ছোট; খর্বকায় (জনতার পুরোভাগে একটি বাইটা লোক আমলাদের সাথে তর্ক করিতেছে-আবুল মনসুর আহমদ)। ২ বামন। বেঁটে-খাটো (বিশেষণ) খর্বকায় (বেঁটেখাটো মানুষটা)। {(তৎসম বা সংস্কৃত) বণ্ঠ>}
  • Bengali Word বেঁটে ২ Bengali definition [বেঁটে] (অসমাপিকা ক্রিয়া) ১ বেঁটে; পিষে; পেষণ করে। ২ ভাগবাঁটোয়ারা করে; বণ্টন করে। {(তৎসম বা সংস্কৃত) বণ্ঠ>+ (বাংলা) ইয়া>}
  • Bengali Word বেঁড়ে Bengali definition [বেঁড়ে] (বিশেষণ) ১ লেজশূন্য; লেজকাটা। ২ বেঁটে; খাটো; ছোট; খর্বকায়। {(তৎসম বা সংস্কৃত) বণ্ড>}
  • Bengali Word বেঁধা Bengali definition ⇒ বিঁধা
  • Bengali Word বেঁয়ে Bengali definition [বেঁয়ে] (বিশেষণ) ন্যাটা; বাঁ হাতে কাজ করে এমন (লোকটা বেঁয়ে-বাঁ হাতে বল করে)। {(তৎসম বা সংস্কৃত) বাম>বাঁ+ (বাংলা) ইয়া>}
  • Bengali Word বেকত (ব্রজবুলি) Bengali definition [বেকতো] (বিশেষণ) ব্যক্ত; প্রকাশিত; খোলা; অনাবৃত (বেকত অষ্ট-বিদ্যাপতি)। বেকতয় (ব্রজবুলি) (ক্রিয়া) ব্যক্ত বা প্রকাশ করে (বেকতায় হৃদয় লুকাওয়ে লাজে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ব্যক্ত}
  • Bengali Word বেকল Bengali definition ⇒ বিকল
  • Bengali Word বেকসুর, বেকায়দা, বেকার, বেকুব, বেকুবি Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেখরচা Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেখাপ, বেখাপ্পা Bengali definition ⇒ বে২
  • Bengali Word বেগ ১ Bengali definition [বেগ্‌] (বিশেষ্য) ১ দ্রুতগতি; গতির পরিমাণ (ঘন্টায় তিরিশ মাইল)। ২ স্রোত। ৩ মূত্রাদি ত্যাগের ইচ্ছা (প্রস্রাবের বেগ)। ৪ কষ্ট (বেগ দেওয়া)। ৫ প্রকোপ; প্রাবল্য; আধিক্য। বেগবান (বিশেষণ) ১ শীঘ্রগামী; দ্রুতগতিযুক্ত। ২ খরস্রোত; অত্যন্ত প্রবাহযুক্ত। ৩ দমন করা কঠিন এমন; দুর্দমনীয়। বেগবতী (স্ত্রীলিঙ্গ)। বেগার্ত (বিশেষণ) অতিশয় বেগপূর্ণ (বেগার্ত নদীর বাঁক-বিষ্ণু দে)। বেগিত, বেগী(-গিন্‌) (বিশেষণ) বেগে চালিত; বেগযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √বিজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বেগ ২ Bengali definition [বেগ্‌] (বিশেষ্য) ১ সম্ভ্রান্ত মুসলমানদের উপাধি। ২ মোগল জমিদার। বেগম (স্ত্রীলিঙ্গ)। {(তুর্কি) বেগ (<বক); (তুলনীয়) আইবক; বারবক; উজবক}
  • Bengali Word বেগতিক Bengali definition [বেগোতিক্‌] (বিশেষ্য) (বিশেষণ) নিরুপায়; বেকায়দা; বিপজ্জনক অবস্থা (আমি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে ছুটলুম-রাজশেকর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) বি+গতিক>; (ফারসি) বে+ (তৎসম বা সংস্কৃত) গতিক}
Closing this window will clear all results and return you back to the search section