- Bengali Word বুবু Bengali definition [বুবু] (বিশেষ্য) (বাঙালি মুসলমান সমাজে কথ্যভাষায়) বড় বোন। {(হিন্দি) বুবু}
- Bengali Word জাম্বুবান, জাম্ববান Bengali definition [জাম্বুবান্, জাম্বোবান্] (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত ভল্লুকরাজ; বানররাজ সুগ্রীবের মন্ত্রী। জাম্ববতী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। জাম্ববানের কন্যা; শ্রীকৃষ্ণের (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জম্বু+অ(অণ্)+বৎ(বতুপ্)}
Closing this window will clear all results and return you back to the search section