Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বুনিয়াদ, বুনিয়াদি, বুনিয়াদী Bengali definition ⇒ বনিয়াদ
  • Bengali Word বনিয়াদ, বুনিয়াদ, বনেদ Bengali definition [বোনিয়াদ্‌, বুনিয়াদ্‌, বোনদ্‌] (বিশেষ্য) ১ ভিত্তি; মূল (তার বনেদ খুব পাকা হয়-প্রথম চৌধুরী)। ২ উৎপত্তি (যে না জানে বনেদ তোর-ঘনরাম চক্রবর্তী; এর বুনিয়াদ স্থাপিত হবে অতীত কৃষ্টি ও ঐতিহ্যের উপর-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। বনিয়াদি, বুনিয়াদি, বনেদি (বিশেষণ) ১ সুপ্রতিষ্ঠিত; স্থায়ী ভাবে স্থাপিত; বহুকাল যাবৎ প্রতিষ্ঠিত (বুনিয়াদি আদি মিস্তিরি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রাচীন ও সম্ভ্রান্ত; প্রাচীন ঐতিহ্যবাহী (বিখ্যাত বনিয়াদী ধনীর বংশে-রবীন্দ্রনাথ ঠাকুর; বংশ যে বনেদী তাতে সন্দেহ নেই-মবিনউদ্দীন আহমদ)। ৩ ভিত্তিরূপ (বুনিয়াদি গণতন্ত্র)। বনেদিআনা (বিশেষ্য) ভদ্রতা; সম্ভ্রান্ত লোকের আচরণ (বনেদিআনা নয়-মনোজ বসু)। বনেদিপনা (বিশেষ্য) বংশগৌরব বা বড়লোকি দেখানো (কেউ কেউ নিজেদের বনেদিপনা জাহির করে-আবু ইসহাক)। {(ফারসি) বুনিয়াদ}
Closing this window will clear all results and return you back to the search section