Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বুত Bengali definition [বুত্‌] (বিশেষ্য) মূর্তি। বুতপরস্ত (বিশেষণ) মূর্তি উপাসক (বুত পরস্ত আরব ইসলাম বরণ করল-আহমদ শরীফ)। {(ফারসি) বুত}
  • Bengali Word বুতাম Bengali definition ⇒ বোতাম
  • Bengali Word অমজবুত Bengali definition [অমোজ্‌বুত্] (বিশেষণ) অদৃঢ়; অপোক্ত; দুর্বল (বনেদ হয়েছে অমজবুত-সত্যেন্দ্রনাথ দত্ত)। {অ(নঞ্)+ মদ্‌বূত্ আ.}
  • Bengali Word সাবুদ, সাবুত Bengali definition [শাবুদ্‌, শাবুত্‌] (বিশেষণ) ১ দৃঢ় (হানিফা বলেন তেরা ঈমান সাবুদ। লড়িবার কাম...থাকিবে মৌজুদ-সৈয়দ হামজা)। ২ প্রমাণীকৃত; প্রমাণ করা হয়েছে এমন (সাবুদ করা)। □ (বিশেষ্য) প্রমাণ। {(আরবি) ছবুত}
  • Bengali Word কবুতর Bengali definition [কোবুতর্‌] (বিশেষ্য) পায়রা; কপোত; পারাবত। {(ফারসি) কবুতর }
  • Bengali Word চবুতর, চবুতরা, চবুতারা Bengali definition [চোবুতর্‌, চবুতরা, চবুতারা] (বিশেষ্য) ১ চাতাল; চত্বর। ২ দাওয়া; প্রাঙ্গণ; উঠান। ৩ খানা বা আস্তানা (চকের মাঝে কোতোয়ালী চবুতরা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) চত্বর; (ফারসি) চবতরহ্‌}
  • Bengali Word তাবুত, তাবূত Bengali definition [তাবুত্‌] (বিশেষ্য) ১ শবাধার; কফিন (মৃতদেহের সদ্‌গতি-উপাসনা [জানাজা] করাইতে তাবুতশায়ী করাইয়া সাধারণের সম্মুখে আনয়ন করিলেন-মীর মশাররফ হোসেন)। ২ তাজিয়া বা কবরের প্রতীক। ৩ নিশানা। {(আরবি)তাবূত }
  • Bengali Word মজবুত, মজবুদ Bengali definition [মোজ্‌বুত্‌, মোজ্‌বুদ্‌] (বিশেষণ) ১ শক্ত; কঠিন (মজবুত কাঠ)। ২ নিপুণ; দক্ষ; পারদর্শী (আড্ডা দিতে মজবুত)। ৩ দীর্ঘস্থায়ী; টেকসই (জুতা জোড়া বেশ মজবুত)। ৪ পাকা; পটু (কাজকর্মে মজবুত ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ দায়িত্বভার গ্রহণ ও বহনের পক্ষে উপযুক্ত (খুড়র ঘাড় বড় মজবুদ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। মজবুতি (বিশেষ্য) শক্তি; দৃঢ়তা (মজবুতিতে আপন মুলুকে কর্তৃত্ব করিব-রামরাম বসু)। {(আরবি) মাদবুত}
  • Bengali Word বোত, বুত Bengali definition [বোত্‌, বুত্‌] (বিশেষ্য) প্রতিমা; মূর্তি। বোতখানা (বিশেষ্য) প্রতিমাগার; যেখানে বহু মূর্তি আছে (বোতখানা যত ছিল তামাম তুড়িয়া দিল-সৈয়দ হামজা)। বোতপরস্ত (বিশেষ্য), (বিশেষণ) মূর্তি-পূজক। বোতপরস্তি (বিশেষ্য) মূর্তিপূজা। {(ফারসি) বুত}
  • Bengali Word বোতাম, বুতাম Bengali definition [বোতাম্‌, বুতাম্‌] (বিশেষ্য) জামা প্রভৃতির খোলা অংশ আটকাবার এক প্রকার গুটিকা (বোতাম আঁটা জামার নিচে শান্তিতে শয়ান-রবীন্দ্রনাথ ঠাকুর))। {(পর্তুগিজ) botao, (ইংরেজি) button}
Closing this window will clear all results and return you back to the search section