- Bengali Word বীজ Bengali definition [বিজ্] (বিশেষ্য) ১ নতুন ফসল উৎপাদনের উদ্দেশ্যে সংরক্ষিত শস্য (গমবীজ)। ২ শস্যাদির আঁটি; অঙ্কুর। ৩ মূল কারণ (কলহের বীজ)। ৪ জীবাণু (রোগের বীজ)। ৫ বীর্য; শুক্র। বীজকোষ, বীজকোশ (বিশেষ্য) পুষ্পের যে অংশে বীজ থাকে; পুষ্পবীজের আধার। বীজঘ্ন (বিশেষণ) বীজাণু ধ্বংসকারী; জীবাণুনাশক; disinfectant। বীজবারক (বিশেষণ) জীবাণুর উৎপত্তি নিবারণকারী; antiseptic। {(তৎসম বা সংস্কৃত) বী+√জন্+অ(ড)}
- Bengali Word বীজগণিত Bengali definition [বিজ্গোণিত্] (বিশেষ্য) গণিতশাস্ত্রের একটি শাখা। {(তৎসম বা সংস্কৃত) বীজ+গণিত}
- Bengali Word বীজঘ্ন Bengali definition ⇒ বীজ
- Bengali Word বীজন Bengali definition [বিজন্] (বিশেষ্য) ১ চামর; পাখা (ঝর্ঝর পল্লবদল করিয়া বীজন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাতাস করার কাজ; ব্যজন। ৩ চক্রবাক। বীজিত (বিশেষণ) বাতাস দেওয়া হয়েছে এমন; কৃতব্যজন। বীজিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বীজ+ই(ণিচ্) (=বীজি)+অন(ল্যুট্)}
- Bengali Word বীজবারক Bengali definition ⇒ বীজ
- Bengali Word বীজাণু Bengali definition [বিজানু] (বিশেষ্য) জীবাণু; অতি ক্ষুদ্র ও সূক্ষ্ম মূল বীজ; আদিবীজ; germ। {বীজ+অণু; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বীজীপুরুষ Bengali definition [বিজিপুরুশ্] (বিশেষ্য) আদি পুরুষ। ২ যা থেকে বংশবিশেষের সূত্রপাত। {(তৎসম বা সংস্কৃত) বীজ+ইন্(ইনি)+পুরুষ}
- Bengali Word নির্বীজ Bengali definition [নির্বিজ্] (বিশেষণ) ১ বীজহীন; বীজরহিত। ২ জীবাণুমুক্ত; পচে না এমন। ৩ কারণহীন। ৪ পুরুষত্বশূন্য। নির্বীজন (বিশেষ্য) জীবাণুশূন্যকরন; disinfection; sterilization। নির্বীজ সমাধি (বিশেষ্য) সমাধিবিশেষ। নির্বীজিত (বিশেষণ) জীবাণুশূন্য করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বীজ}
- Bengali Word সবীজ Bengali definition [শবিজ্] (বিশেষণ) বীজ আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) স+বীজ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word ভাবীজান, ভাবিজি, ভাবিজী Bengali definition [ভাবিজান্, ভাবিজি, ভাবিজি] (বিশেষ্য) সম্মানিতা ভ্রাতৃবধূ (সময় কাটবে বলে ভাবিজীর কাছ হতে দু’চারটে বই আর মাসিকপত্র এনেছি-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) ভাবীজী}
Closing this window will clear all results and return you back to the search section