- Bengali Word বিহা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বিহা] বিয়ে; বিবাহ (বিহা করিতে না জুআও-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বিবাহ>}
- Bengali Word বিহাই Bengali definition ⇒ বেহাই
- Bengali Word বিহান ১, বেহান, বিয়ান, বেয়ান ১ Bengali definition [বিহান্, বেহান্, বিয়ান্, বেয়ান্] (বিশেষ্য) প্রভাত; সকাল; প্রাতঃকাল (কখন যে গেছ বিহানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিহানবেলা (বিশেষ্য) সকালবেলা; প্রভাতকাল। {(তৎসম বা সংস্কৃত) বিভাত>}
- Bengali Word বিহান ২, বেয়ান ২ Bengali definition [বিহান্, বেয়ান্] (বিশেষ্য) বৈবাহিক সম্পর্কসূত্রে বর ও কনের পিতা ও মাতা কিংবা ভাই ও বোনের পারস্পরিক সম্বোধন ও আত্মীয়তা। {(তৎসম বা সংস্কৃত) বৈবাহিক>}
- Bengali Word বিহার ১ Bengali definition [বিহার্] (বিশেষ্য) ভারতের প্রদেশবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বি+√হৃ+অ(ঘঞ্)}
- Bengali Word বিহার ২ Bengali definition [বিহার্] (বিশেষ্য) ১ ক্রীড়ার জন্য বিচরণ (কোন দূরনদী সৈকত বিহার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ক্রীড়া। ৩ রতিক্রীড়া। ৪ বৌদ্ধমঠ। {(তৎসম বা সংস্কৃত) বি+√হৃ+ অ(ঘঞ্)}
- Bengali Word বিহারি, বিহারী ১ Bengali definition [বিহারি] (বিশেষণ), (বিশেষ্য) ১ ভারতের বিহার প্রদেশের অধিবাসী। ২ বিহার প্রদেশ সম্পর্কিত। ৩ বিহারে জাত। □ (বিশেষ্য) ১৯৪৭ সালের দেশবিভাগের পর ভারতের বিহার থেকে পাকিস্তানে অভিবাসিত শরণার্থী। {(তৎসম বা সংস্কৃত) বিহার+ (বাংলা) ই, ঈ}
- Bengali Word বিহারী ২(-রিন্) Bengali definition [বিহারি] (বিশেষণ) বিহারকারী; বিচরণশীল। বিহারিণী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√হৃ+অ(ঘঞ্)+ইন(ণিনি)}
- Bengali Word জেহাদ, জিহাদ, জ্বিহাদ, জ্বেহাদ Bengali definition [জেহাদ্, জিহাদ্, জিহাদ্, জেহাদ্] (বিশেষ্য) ১ ধর্মরক্ষার জন্য লড়াই। ২ বিধর্মীদের বিরুদ্ধে মুসলমানদের ধর্মযুদ্ধ। ৩ ধর্মযুদ্ধ। ৪ অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম; সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য ধনপ্রাণ দিয়ে সর্বপ্রকার সংগ্রাম (এজিদের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করিয়া-মীর মশাররফ হোসেন)। জেহাদি, জিহাদি, জ্বিহাদি, জ্বেহাদি (বিশেষণ) ধর্মযুদ্ধ সম্পর্কীয়; অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কীয়; অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধবিষয়ক (জেহাদি আন্দোলন, মুক্ত মানুষের জ্বেহাদী কুঅতে-ফররুখ আহমদ)। {(আরবি) জিহাদ}
- Bengali Word বেহাই, বিহাই, বেয়াই, বিয়াই Bengali definition [বেহাই, বিহাই, বেয়াই, বিয়াই] (বিশেষ্য) বৈবাহিক; পুত্র বা কন্যার শ্বশুর। বেহান, বেয়ান (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) বৈবাহিক>}
Closing this window will clear all results and return you back to the search section