Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বিশেষ্য Bengali definition [বিশেশ্‌শো] (বিশেষ্য) (ব্যাকরণ) ব্যক্তি প্রাণী বস্তু দ্রব্য জাতি ক্রিয়া গুণ বা ভাবের সংজ্ঞাবাচক শব্দ। □ (বিশেষণ) গুণাদি দ্বারা পৃথক করে নির্দিষ্ট করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√শিষ্‌+য(ণ্যৎ)}
  • Bengali Word রেকা (বিশেষ্য), রেকাবী, রেকাব ২ Bengali definition [রেকা (বিশেষ্য), রেকা (বিশেষ্য), রেকাব্‌] (বিশেষ্য) ছোট থালা; ডিস(বেহেস্‌ত হইতে আনীত সোনার রেকাবী-মাওলানা মুহম্মদ আকরম খাঁ; এক রেকাবী কাবাব সাথে এক পেয়ালি সিরাজী লাল-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) রকাবি}
  • Bengali Word মুলত(বিশেষ্য), মুলতবী, মুলতুবি Bengali definition [মুল্‌তো(বিশেষ্য), মুল্‌তবী, মুল্‌তুবি] (বিশেষ্য) একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত; অন্য সময়ের জন্য রেখে দেওয়া (কিছুদিনের জন্য আড়াআড়ি মুলতবি রাখিব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(আরবি) মুলতৱী}
  • Bengali Word মুলতু(বিশেষ্য), মুলতুবী Bengali definition ⇒ মুলতবি
Closing this window will clear all results and return you back to the search section