- Bengali Word বিমা, বীমা Bengali definition [বিমা] (বিশেষ্য) ক্ষতিপূরণার্থ চুক্তি; ভবিষ্যতে টাকা প্রাপ্তির আশায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে টাকা জমা রাখা;insurance। বিমাপত্র (বিশেষ্য) বিমাবিষয়ক অঙ্গীকারপত্র; policy। {(ফারসি) বীমাহ্}
- Bengali Word বিমাতা Bengali definition [বিমাতা] (বিশেষ্য) মায়ের সপত্নী; গর্ভধারিণী ছাড়া পিতার অন্য স্ত্রী; সৎমা। {(তৎসম বা সংস্কৃত) বি+মাতা(বিরুদ্ধ)+মাতৃ}
- Bengali Word বিমান Bengali definition [বিমান্] (বিশেষ্য) ১ উড়োজাহাজ; হাওয়াই জাহাজ; আকাশগামী যান; ব্যোমযান; aeroplane; air-ship। ২ আকাশ। বিমানঘাঁটি (বিশেষ্য) বিমানাঙ্গন; বিমানবন্দর; aero-drome। বিমানপথ (বিশেষ্য) যে পথে নিয়মিতভাবে উড়োজাহাজ চলাচল করে; airway। বিমান পরিবহন (বিশেষ্য) উড়োজাহাজে করে এক স্থান থেকে অন্যস্থানে যাত্রী ও মালপত্র নিয়ে যাওয়া; air-transport। বিমানবালা (বিশেষ্য) উড়োজাহাজের মহিলা কর্মচারী যিনি আরোহীগণের খাদ্য ও পানীয় পরিবেশন ও অন্যান্য সুখ-সুবিধার দিকে লক্ষ্য রাখেন; air-hostess। বিমানবাহিনী (বিশেষ্য) বিমানবল; বিমানশক্তি; যে সামরিক বাহিনী উড়োহাজাজের সাহায্যে যুদ্ধ করে; airforce। {(তৎসম বা সংস্কৃত) বি+মান; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিমাননা Bengali definition [বিমানোনা] অপমান; তিরস্কার। বিমানিত অপমানিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√মানি+অন(যুচ্)+অ(টাপ্)}
- Bengali Word বিমার, বেমার Bengali definition [বিমার, ব্যামার] (বিশেষ্য) পীড়া; রোগ; ব্যাধি (বেমার রোজ জেয়াদা মালুম হচ্ছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। □ (বিশেষণ) পীড়িত। বিমারি, বিমারী (বিশেষ্য) পীড়া; রোগ (শরীরে কোন বিমারি ঢুকছে-ওহিদুল আলম)। বিমারিস্তান (বিশেষ্য) হাসপাতাল (বিমারিস্তানে রোগীর পাশে পাশে অবস্থান করে তাদের শুশ্রূষা করার-আবদুল মওদুদ)। {(ফারসি) বীমার}
Closing this window will clear all results and return you back to the search section