- Bengali Word বিবি Bengali definition [বিবি] (বিশেষ্য) ১ মুসলমান মহিলার সাধারণ পদবি। ২ স্ত্রী; বধূ; পত্নী (অমুকের বিবি)। ৩ ইউরোপীয় রমণী (সাহেব-বিবি)। ৪ কর্ত্রী। ৫ রমণীমূর্তি চিহ্নিত তাসবিশেষ। □ (বিশেষণ) সাজসজ্জা ও আরামপ্রিয়; বিলাসিনী (বিবি সাজা)। বিবিজান (বিশেষ্য) বধূর প্রতি প্রিয় সম্ভাষণ; প্রেয়সী নারী (বিবিজান চলে যান লবেজান করে-ঈশ্বর গুপ্ত)। বিবিয়ানা (বিশেষ্য) বিলাসিতা বা সাজসজ্জা। {(ফারসি) বীৱী}
- Bengali Word বিবিক্ত Bengali definition [বিবিক্তো] (বিশেষণ) ১ জনহীন; গোপন; নিভৃত। ২ স্বতন্ত্র; আলাদা; পৃথক। ৩ একাকী; অসম্পৃক্ত; একা; নিঃসঙ্গ। ৪ একাগ্র; তন্ময়; একনিষ্ঠ। ৫ বিশুদ্ধ; অবিমিশ্র;খাঁটি। বিবিক্তসেবী(-বিন্) (বিশেষণ) বিজনে বা নির্জনে বাস করেন এমন; নির্জন স্থানে বাসকারী। {(তৎসম বা সংস্কৃত) বি+√বিচ্+ত(ক্ত)}
- Bengali Word বিবিক্ষা Bengali definition [বিবিক্খা] (বিশেষ্য) প্রবেশ করার ইচ্ছা। বিবিক্ষু (বিশেষণ) প্রবেশ করতে ইচ্ছুক; প্রবেশেচ্ছু (জয়ের নেশায় রক্তগোলাপ দেখে তুমি বিবিক্ষু একেল বিসংবাদে-শামসুর রাহমান)। {(তৎসম বা সংস্কৃত) √বিশ্+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word বিবিধ Bengali definition [বিবিধো] (বিশেষণ) নানা প্রকার; বহুবিধ; হরেক রকম। {(তৎসম বা সংস্কৃত) বি+বিধ; বহুব্রীহি সমাস}
- Bengali Word ওলাইচণ্ডী , ওলাবিবি , ওলা Bengali definition [ওলাইচোন্ডি, ওলাবিবি, ওলা] (বিশেষ্য) হিন্দু সমাজে পূজ্য বিসূচিকা রোগের দেবী (হৈমবতী উমার অর্ঘ্য কাড়বে ওলাই-চণ্ডী কি হায়?-সত্যেন্দ্রনাথ দত্ত; ওলাবিবির পোলারা সহজে রাহি হবে না ইনজেকশানে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ওলা+ই+চণ্ডী; বাংলা ওলা+(তুর্কি) বীবী}
- Bengali Word ওলাবিবি Bengali definition ⇒ ওলাইচণ্ডী
- Bengali Word শাশবিবি Bengali definition [শাশ্বিবি] (বিশেষ্য) শাশুড়ি (শাশবিবি কন, আহা আসে নাই কতদিন হলো মেজ্লা জামাই-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শ্বশ্রূ>শাশ+বিবি (আঞ্চলিক) বিবি অর্থ সম্ভ্রান্ত মহিলা}
Closing this window will clear all results and return you back to the search section