- Bengali Word বালিকা Bengali definition [বালিকা] (বিশেষ্য) ১ শিশুকন্যা; ছোট মেয়ে; অনধিক ষোলো বৎসরের নারী; কিশোরী। ২ অনভিজ্ঞা; অল্পবয়স্কা তরুণী (তুমি এখনও বালিকা, বুঝলে না)। {(তৎসম বা সংস্কৃত) বাল+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word অম্বা , অম্বালিকা , অম্বিকা Bengali definition [অম্বা, অম্বালিকা, ওম্বিকা] (বিশেষ্য) ১ পুরাণোক্ত তিন ভগিনী : কাশীরাজের জ্যেষ্ঠা কন্যার নাম ‘অম্বা’ দ্বিতীয়ার নাম ‘অম্বিকা’, -ইনি ধৃতরাষ্ট্রের জননী; কনিষ্ঠার নাম ‘অম্বালিকা’ –ইনি পাণ্ডুর জননী। ২ মাতা। ৩ হিন্দুদেবী বিশেষ; দুর্গা। {(তৎসম বা সংস্কৃত) Öঅম্ব্+ আ(টাপ্),+ লা+ ক(কন্)+ আ(টাপ্), +ক(কন্)+ আ(টাপ্)}
- Bengali Word দিগ্বালা, দিগ্বালিকা, দিগ্বালিকা Bengali definition [দিগ্বালা, দিগ্বালিকা, দিগ্বালিকা] (বিশেষ্য) দিগঙ্গনা; দিকরূপ বালিকা; আকাশ সুন্দরী; দিকসমূহের অধিষ্ঠাত্রী দিব্য নারীগণ (দিগ্ববালারা আজ জাগল না-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) দিক্+বালা; (কর্মধারয় সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section