Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বহা ১ Bengali definition বওয়া
  • Bengali Word বহা ২ Bengali definition [বহা] (বিশেষ্য) বাহক; বহনকারী (দুলিচ বহা চলে শতে শতে)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+(বাংলা) আ}
  • Bengali Word বহানো, বহান Bengali definition [বহানো] (ক্রিয়া) ১ প্রবাহিত করা। ২ বহন করানো। {(তৎসম বা সংস্কৃত) বহ্‌+(বাংলা) আনো, আন}
  • Bengali Word বহাল, বাহাল Bengali definition [বহাল্‌, বাহাল্‌] (বিশেষ্য) ১ সুস্থ; অটুট। ২ নিযুক্ত (নতুন লোক বহাল করা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ স্বায়ী (চাকুরিতে বহাল থাকিবে-রামরাম বসু)। ৪ বজায় (সূবর্ণবাবু শ্রভ্রার প্রসঙ্গ বাহাল রেখে বললেন-কেদারনাথ মজুমদার)। ৫ বলবৎ; প্রবর্তন; জারী (নতুন আইন বহাল করা)। বহাল-তবিয়ত (বিশেষ্য) ১ সুস্থ শরীর; অটুট স্বাস্থ্য (বহালতরিয়তে শুয়ে শুয়ে তারা আরাম করুন গে-মনোজ বসু)। ২ নির্বিঘ্ন জীবন যাপন (বহাল-তবিয়তে থাকা)। বহালি, বহলি (বিশেষ্য) কর্মে নিয়োগ সম্বন্ধীয় (রাজত্বের বহালি ফরমান রাজা প্রতাপাদিত্যের নামে হইল-রামরাম বসু)। □ (বিশেষণ) স্থায়ী। {(ফারসি) ব + (আরবি) হ্ণাল}
  • Bengali Word অপব্যবহার Bengali definition [অপোব্‌ব্যাবোহার্] (বিশেষ্য) ১ অনুচিত আচরণ। ২ অন্যায্য প্রয়োগ; অপপ্রয়োগ(আজকাল ‘ফলশ্রুতি’ শব্দের অপব্যবহার খুব বেশি দেখা যায়)। {(তৎসম বা সংস্কৃত)অপ+ব্যবহার}
  • Bengali Word অবহার ১ Bengali definition [অবোহার্] (বিশেষ্য) ১ যুদ্ধ বিরতি; armistice। ২ সৈন্যগণকে যুদ্ধক্ষেত্র থেকে শিবিরে আনয়ন। ৩ ধর্মান্তর গ্রহণ। অবহার্য বিণ। {(তৎসম বা সংস্কৃত)অব+√হৃ+অ(ঘঞ্)}
  • Bengali Word অবহার ২ Bengali definition [অবোহার্] (বিশেষ্য) বাটা; ন্যায্য মূল্য থেকে বাদ দেওয়া অংশ; discount (ব্যবসায়ে ‘অবহার’ একটা স্বীকৃত নীতি)। {( তৎসম বা সংস্কৃত)অব+√হৃ+অ(ঘঞ্)}
  • Bengali Word অবহাস Bengali definition (অবোহাশ্‌) (বিশেষ্য) পরিহাস; উপহাস। অবহসিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অব+√হস্+অ(ঘঞ্)}
  • Bengali Word অব্যবহার Bengali definition [অব্‌ব্যাবোহার্] (বিশেষ্য) ১ ব্যবহারের অভাব। ২ কদাচরণ; কুব্যবহার। অব্যবহার্য (বিশেষণ) ব্যবহারের অযোগ্য; অকেজো। অব্যবহৃত (বিশেষণ) ১ ব্যবহার করা হয়নি এমন। ২ অনাচরিত; অপ্রচলিত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যবহার; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অভ্যবহার Bengali definition [ওব্‌ভোবহার্] (বিশেষ্য) ভোজন, ভক্ষণ; আহার (অর্কপত্র অভ্যবহার করাতে চক্ষুর দোষ জন্মিয়া অন্ধ হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) {(তৎসম বা সংস্কৃত) অভি+অব+ Öহৃ+অ(ঘঞ্)}
  • Bengali Word অসদ্ব্যবহার Bengali definition [অশদ্‌ব্যাবোহার্] (বিশেষ্য) ১ অভদ্র আচরণ; মন্দ আচরণ। ২ দুর্ব্যবহার। ৩ অনুপযুক্ত ব্যবহার; অযথার্থ প্রয়োগ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সদ্ব্যবহার; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word আবহাওয়া Bengali definition [আব্‌হাওয়া] (বিশেষ্য) জলবায়ু; climate। {(ফারসি) আবরহারা}
  • Bengali Word দুর্ব্যবহার Bengali definition [দুর্‌ব্যাবোহার্‌] (বিশেষ্য) অভদ্র বা মন্দ আচরণ; অসদাচরণ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+ব্যবহার}
  • Bengali Word বওয়া, বহা Bengali definition [বওয়া, বহা] (ক্রিয়া) ১ বহন করা (বহিবারে দাও শকতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রবাহিত হওয়া (পূর্বের সমুদ্র হতে ধীরে বওয়া সমীরের বিশ্রান্ত পাখাতে-আবদুল গনি হাজারী)। ৩ সহ্য করা (দুঃখ বওয়া)। ৪ ধারণ করা। ৫ অতিবাহিত হওয়া; অতিক্রান্ত হওয়া (দিন বয়ে যায়)। ৬ কর্মক্ষম থাকা; চালু থাকা; তাচ্ছিল্যভাব প্রকাশ (না এলো তো বয়েই গেলো)। বয়ে যাওয়া (ক্রিয়া) ১ ক্ষতি না হওয়া (তুমি এলে না, তাতে আমার বয়েই গেল)। ২ অসৎসঙ্গে বখাটে হয়ে যাওয়া ছেলেটা বয়ে গেছে)। বওয়ানো, বহানো, (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। □ (ক্রিয়া) ১ প্রবাহিত করা (রক্তের ধারা বয়ে যায়)। ২ বহন করানো (পালকি বওয়ানো)। {(তৎসম বা সংস্কৃত) বহ্‌>}
  • Bengali Word বহস, বহাস Bengali definition বাহাছ
  • Bengali Word বেবহা, বেবাহা Bengali definition [বেবোহা, বেবাহা] (বিশেষণ) ১ অমূল্য। ২ অতি উত্তম (দরকার বেবহা রাস্তা বেবহা মাঠ-শওকত ওসমানকত ওসমান)। {(ফারসি) বে + বহা}
  • Bengali Word সদ্ব্যবহার Bengali definition [শদ্‌ব্যাবোহার্‌] (বিশেষ্য) ১ শিষ্টাচার; সদাচার। ২ সদুদ্দেশ্যে সুসংগতভাবে ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত) সৎ+ব্যবহার}
  • Bengali Word ব্যবহার Bengali definition [ব্যাবোহার্‌] (বিশেষ্য) আচরণ (আত্মীয়ের ন্যায় ব্যবহার)। ২ বাণিজ্য। ৩ বিষয়কর্ম। ৪ আইন (ব্যবহারজীবী)। ৫ প্রয়োগ। ৬ রীতি; প্রথা; আচার; বিধি; কর্তব্য। ৭ পোশাকের কাজে রিয়োগ (টুপি ব্যবহার)। □(বিশেষণ) মামলা-মোকদ্দমা। ব্যবহর্তা (বিশেষ্য) বিচার। □(বিশেষণ) ব্যবহারকারী। ব্যবহারদেশক (বিশেষ্য) অ্যাটর্নি সলিসিটর প্রভৃতি আইনজীবী। ব্যবহারশাস্ত্র (বিশেষ্য) ১ আইনশাস্ত্র; স্মৃতিশাস্ত্র। ২ আইনগ্রন্থ। ব্যবহারাজীব, ব্যবহারজীবী (বিশেষ্য) উকিল; মোক্তার; ব্যারিস্টার; আইনজীবী; attorney; solicitor। ব্যবহারিক, ব্যাবহারিক (বিশেষণ) ১ ব্যবহারের জন্য আবশ্যক বা দরকারি; কাজে লাগে এমন; applied। ২ আইন সংক্রান্ত; আইনবিষয়ক। ৩ আইনজ্ঞ। ৪ বিষয়কর্ম সম্পর্কিত; সাংসারিক। ৫ রীতিমাফিক; প্রথানুযায়ী। ৬ অবাস্তব হলেও ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন। ব্যবহার্য, ব্যবহর্তব্য (বিশেষণ) ১ ব্যবহার করতে হবে এমন। ২ ব্যবহারের উপযুক্ত। ব্যবহৃত (বিশেষণ) ব্যবহার করা হয়েছে এমন; আচরিত; অনুষ্ঠিত। {(তৎসম বা সংস্কৃত) বি+অব+√হৃ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ব্যাবহারিক = ব্যবহারিক Bengali definition ⇒ ব্যবহার
  • Bengali Word সুবহান আল্লাহ, সুভানাল্লা (বিরল) Bengali definition [সুবহান্‌আল্‌লাহ্‌, সুভানাল্‌লাহ্‌] (অব্যয়) আল্লাহর মহিমা ঘোষণা করি (নাম জপে তসবীহ পড়াতে ও বিস্ময় প্রকাশে ব্যবহৃত)। {(আরবি) সুবহান আল্লাহ্‌}
  • Bengali Word সোবহানাল্লাহ, সুবহানাল্লাহ Bengali definition [সোব্‌হানাল্‌লাহ্‌, সুব্‌হানাল্‌লাহ্‌] (বিশেষ্য) ১ আল্লাহ্‌ মহান পবিত্র; আশ্চর্য অর্থে (সোবহানাল্লা কি মজার চালই না চালা হয়েছে-মীর মশাররফ হোসেন)। ২ আল্লাহর মহিমা। {(আরবি) সুবহান আল্লাহ}
Closing this window will clear all results and return you back to the search section