- Bengali Word বশ্য Bengali definition [বোশ্শো] (বিশেষণ) ১ বশ করার উপযুক্ত; বশীভূত করা যায় এমন। ২ বশবর্তী। বশ্যা( স্ত্রীলিঙ্গ) । বশ্যতা, বশতা (বিশেষ্য) অধীনতা; আনুগত্য; বশবর্তিতা। {(তৎসম বা সংস্কৃত) বশ+য(যৎ)}
- Bengali Word অনাবশ্য Bengali definition [অনাবোশ্শো] (বিশেষণ) অপ্রয়োজনীয়; আবশ্যক নয় এমন (অনাবশ্য, অনাদৃত এনে দাও অযাচিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অবশ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অত্যাবশ্যক; অত্যাবশ্যকীয় Bengali definition [ওত্তাবোশ্শোক্; ওত্তাবোশ্শোকিয়ো] (বিশেষণ) অতি প্রয়োজনীয়; অত্যন্ত দরকারি। {(তৎসম বা সংস্কৃত) অতি+আবশ্যক, আবশ্যকীয়; প্রাদি.}
- Bengali Word অনাবশ্যক Bengali definition [অনাবোশ্শোক্] (বিশেষ্য) অপ্রয়োজন; অদরকার; বেদরকার (অনাবশ্যকের ভাঙা ঘাটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) অপ্রয়োজনীয়; অদরকারি; বেদরকারি। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আবশ্যক; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অবশ্য ১ Bengali definition [অবোশ্শো] (বিশেষণ) অবাধ্য; বশ করা যায় না এমন। অবশ্যতা (বিশেষ্য)। { (তৎসম বা সংস্কৃত)অ+বশ্য}
- Bengali Word অবশ্য ২ , অবশে Bengali definition (মধ্যযুগীয় বাংলা)[অবোশ্শো, অবশে](অব্যয়) যদিও; তবে। □ (ক্রিয়াবিশেষণ) নিশ্চয়; নিশ্চিতরূপে (বড়ই সাহসী তুঞি,অবশে জানিলু মুঞি-ভবানন্দ)। □ (বিশেষণ) অপরিহার্য; অনিবার্য (অবশ্য কর্তব্য)। অবশ্য অবশ্য (ক্রিয়াবিশেষণ) নিশ্চয়ই; অন্যথা না করে। অবশ্যস্তব, অবশ্যম্ভাবী (-বিশেষণ) (বিশেষণ) নিশ্চই ঘটবে বা না ঘটে পারে না এমন (সকল অনিবার্য কারণ একই হইয়া ছিল যাহাতে গ্রন্থের এই বিচিত্র পরিণাম অবশ্যম্ভব হইয়া উঠিয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অবশ্যম্ভাবিতা (বিশেষ্য)। অবিশ্যি অব্য ‘অবশ্যই’ (নিশ্চিতার্থে ব্যবহৃত) শব্দের আধুনিক বিকৃতি; প্রথম বিকৃতি-অবশ্যি> অবিশ্যি (স্বরসঙ্গতিতে)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বশ্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word আবশ্যক Bengali definition [আবোশ্শোক্] (বিশেষ্য) প্রয়োজন; দরকার। □ ((বিশেষণ)) ১ প্রয়োজনীয়; দরকারি। ২ অপরিহার্য। আবশ্যকতা ((বিশেষ্য)) প্রয়োজনীয়তা। আবশ্যকীয় ((বিশেষণ)) প্রয়োজনীয়; দরকারি। {(তৎসম বা সংস্কৃত) অবশ্যম্+অক(বুঞ্)}
- Bengali Word আবশ্যিক Bengali definition [আবোশ্শিক্] (বিশেষণ) আবশ্যকরণীয়; বাধ্যতামূলক; compulsory (আবশ্যিক বিসংবাদে বারংবার হই পণ্ডশ্রম-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অবশ্য+ষ্ণিক>ইক}
- Bengali Word পারবশ্য Bengali definition [পারোবোশ্শো] (বিশেষ্য) পরবশতা; পরাধীনতা; অধীনতা। {(তৎসম বা সংস্কৃত) পরবশ+য(ষ্যঞ্)}
Closing this window will clear all results and return you back to the search section