Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বর্ম Bengali definition [বর্‌মো] (বিশেষ্য) অস্ত্রাদির আঘাত; প্রতিরোধক; দেহাবরণ; সাঁজোয়া; কবচ; তনুত্রাণ (চর্ম বর্ম অসি-মাইকেল মধুসূদন দত্ত)। বর্মিত, বর্মী (-র্মিন্‌) (বিশেষণ) বর্মপরিহিত; বর্মধারী; বর্মাবৃত; কবচধারী। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word বর্মণ, বর্মা ১ Bengali definition [বর্‌মোন্‌, বর্‌মা] (বিশেষ্য) হিন্দু ক্ষত্রিয় সম্প্রদায়ের পদবি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বর্ম>}
  • Bengali Word বর্মা ২, বার্মা Bengali definition [বর্‌মা, বার্‌মা] (বিশেষ্য) ব্রহ্মদেশ; বর্তমান নাম মিয়ানমার বা মায়ানমার (Myanmar)। □ (বিশেষণ) ব্রহ্মদেশ বা মিয়ানমার সংক্রান্ত বা জাত। বর্মি (বিশেষ্য) ব্রহ্মদেশ বা মিয়ানমারের অধিবাসী বা ভাষা। □ (বিশেষণ) ব্রহ্মদেশ বা মিয়ানমার সংক্রান্ত বা জাত; Burmese (বর্মি ঢাল)। {(ইংরেজি) Burma}
  • Bengali Word বর্মা Bengali definition বর্মণ
  • Bengali Word বর্মী Bengali definition বর্ম ও বর্মা
  • Bengali Word গবর্মেন্ট Bengali definition গভর্নমেন্ট
Closing this window will clear all results and return you back to the search section