Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বন্দেগি, বন্দেগী Bengali definition [বন্‌দেগি] (বিশেষ্য) ১ বান্দার আনুগত্য; দাস্যভাব (বান্দা যাহারা বন্দেগী ছাড়া কি দিবে তাহারা শাহন্‌শাহ্‌-কাজী নজরুল ইসলাম)। ২ সশ্রদ্ধ অভিবাদন; সালাম (বন্দেগী করিবে বান্দা জামিনে ঠুকিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ বান্দা বা গোলামের কর্ম। ৪ এবাদত; প্রার্থনা (চব্বিশ ঘন্টাই যাহারা… এবাদত বন্দেগীতে ব্যস্ত-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) বন্দেগী}
Closing this window will clear all results and return you back to the search section