- Bengali Word ফনি ((মদ্যযুগীয় বাংলা) ), ফনী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ফোনি](বিশেষ্য) চিরুনি (দাণ্ডাই আউল কেশে সিতা না করিব পাশে ভাঙ্গা ফনী না রাখিব ঘরে-সৈয়দ আলাওল)।
- Bengali Word ফন্দি, ফন্দী, ফন্দ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ফোন্দি,ফোন্দি,ফন্দো](বিশেষ্য) ১ ফাঁদ; চাতুরী; প্রতারণা; ছল (বুঝিতে নারিনু বিধির ফন্দ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ কূটকৌশল (শিখাও আমারে কবিতা লেখার ফন্দি-রখা)। ৩ মতলব। ফন্দি-ফিকির (বিশেষ্য) ছল; চাতুরী; কৌশল (দেশের মঙ্গলামঙ্গলের চিন্তা হইতে তাহাদিগকে দূরে রাখার জন্র ফন্দিফিকিরে থাকিত-ওয়ালি)। ফন্দিবাজ (বিশেষণ) ১ কৌশলী; ফন্দি আঁটায় দক্ষ ব্যক্তি। ২ মতলবাজ; চক্র। {(ফারসি) ফন্দি}
- Bengali Word উল্লম্ফন, উল্লম্ফ Bengali definition [উল্লম্ফন্, উল্লম্ফো] (বিশেষ্য) ১ লাফ দিয়ে অতিক্রম; উল্লঙ্ঘন; ডিঙানো। ২ লাফঝাঁপ করা। {সংস্কৃত. উৎ+লম্ফন, লম্ফ}
- Bengali Word কাফন , কাফানি , কফন Bengali definition [কাফোন্, কাফানি, কফোন্] (বিশেষ্য) মুসলমানদের মৃতদেহ আচ্ছাদনের কাপড়-স্ত্রী মৃতদেহের জন্য পাঁচখণ্ড এবং পুরুষ মৃতদেহের জন্র তিন খণ্ড কাপড় ব্যবহৃত হয়। (এজিদ পিতার মৃতদেহ … কাফন দ্বারা আবৃত করিয়া সাধারণের সম্মুখে আনয়ন করিলেন-মীর মশাররফ হোসেন)। {(আরবি) কাফন}
- Bengali Word গুম্ফন Bengali definition [গুম্ফন্] (বিশেষ্য) গ্রন্থিতকরণ; গ্রন্থন। ২ রচনা; বিন্যাস। গুম্ফিত (বিশেষণ) ১ গ্রথিত; গাঁথা। ২ রচিত; প্রস্তুত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুম্ফ্+অন(ল্যুট্)}
- Bengali Word দফন Bengali definition ⇒ দাফন
- Bengali Word দাফন, দফন Bengali definition [দাফোন্, দফন] (বিশেষ্য) মৃতদেহ গোরদান; লাশ সমাধিস্থকরণ (নবীর আশ্রমে যায় করিতে দাফন-হেয়াত মাহমুদ)। {(আরবি)দাফন}
- Bengali Word হারফনমওলা, হরফুনমৌলা Bengali definition [হার্ফোন্মওলা,হার্ফুন্মোউলা] (বিশেষ্য) (বিশেষণ) ১ সর্ববিদ্যাবিশারদ। ২ (ব্যঙ্গার্থ)সবজান্তা; সকল কাজের কাজি। {(ফারসি) হরফনমওলা}
- Bengali Word সিম্ফনি Bengali definition [সিম্ফোনি] (বিশেষ্য) ধ্বনি-সাম্য; ঐকতান (জীবনের মতো ব্যাপ্ত একটি সিম্ফনি ঝরায় ঝর্ণার পানি-শামসুর রাহমান)। {(ইংরেজি) symphony}
Closing this window will clear all results and return you back to the search section