- এবাদত, ইবাদত : এবাদতখানা (বিশেষ্য) (ফতেপুর সিক্রিতে) আকবরের বিখ্যাত ধর্মচর্চার আসর।
- কথা : কথাচালাচালি (ক্রিয়া) গোপন সংবাদের লেনদেন বা লেনদেনের মারফতে গোপন সংবাদ বিস্তার।
- কিল্লা , কেল্লা : কেল্লা ফতে (বিশেষণ) উদ্দেশ্য সিদ্ধ হয়েছে এমন (কিল্লা ফতে কইর্যা দীনের নাম বাঁচাও-রওশন ইজদানী)।
- কেল্লা, কিল্লা : কেল্লাফতে (বিশেষ্য) ১ দুর্গজয়।
- খেলাফত, খিলাফত : রাজত্ব বা খিলাফতের আমল (ক্রুর জুলমতে সে খোঁজে খোতায় উমরের খিলাফত-ফররুখ আহমদ)।
- তকসিম, তকসীম : মুঘল আমলে প্রশাসনিক বিভাগ বা division অর্থে প্রচলিত শব্দ (মুল্লুক ফতেয়াবাদ বাঙ্গবোড়া তকসিম-বিজয় গুপ্ত)।
- দ্বারা : [দারা] (অব্যয়) সাহায্যে; মারফতে; দিয়ে; কর্তৃক; যোগে।
- ফাতেহা : মৃতব্যক্তির আত্মার কল্যাণের জন্য সুরা ফাতিহা ইত্যাদি পড়ে প্রার্থনা ও দরিদ্র ভোজনাদি অনুষ্ঠান (করিব ফতেহা আদি কান্দির বিস্তর-হেয়াত মাহমুদ)।
- বাগদি, বাগদী : [বাগ্দি] (বিশেষ্য) হিন্দু জাতিবিশেষ (এই পত্রবাহিকা এলোকেশী বাগ্দীর মারফতেই খুব চুপি চুপি চিঠি পাঠালাম-কাজী নজরুল ইসলাম)।
- মদত, মদৎ, মদদ : মদতগার (বিশেষণ) সাহায্যকারী; সহায়তাকারক (এক মর্দ যায় ময়দান করতে ফতে ইয়ার মদদগার কেউ নাই সাতে-অবনীন্দ্রনাথ ঠাকুর)।
- মহিম : [মোহিম্] (বিশেষ্য) যুদ্ধ; সংগ্রাম (রামজীর কুদরতে মহিম হৈল ফতে-ভারতচন্দ্র রায়গুণাকর)।
- মাধ্যম : মাধ্যমে (ক্রিয়াবিশেষণ) মারফতে; মধ্যস্থতায়।
- মারফত ১, মারফৎ : [মার্ফত্] (অব্যয়) মাধ্যম, দ্বারা (তার মারফত টাকাটা পাবে; প্রধানত গদ্যের মারফতেই ব্যক্ত হয়েছে-কাজী আবদুল মান্নান)।
Closing this window will clear all results and return you back to the search section