Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • অধ্যেষণ : [ওদ্‌ধেশন্] (বিশেষ্য) প্রার্থনা; সবিনয় জিজ্ঞাসা; আরজ।
  • অনুনয় : [ওনুনয়] (বিশেষ্য) মিনতি; অনুরোধ; বিনীত অনুরোধ বা প্রার্থনা; কাতরোক্তি (অনুনয় করিবে না কেউ-কাজী নজরুল ইসলাম)।
  • অনুরুদ্ধ : প্রার্থনা করা হয়েছে এমন; প্রার্থিত; যাচিত।
  • অনুরোধ : [অনুরোধ্] (বিশেষ্য) প্রার্থনা; সুপারিশ (অনেকেই অনুরোধে ঢেঁকি গেলে)।
  • অভিলাষ : অভিলাষিণী (বিশেষণ) স্ত্রীলিঙ্গ ইচ্ছামতী; আকাঙ্ক্ষিণী (উপবন-বিহারে অভিলাষিণী হইয়া পিতার অনুমতি প্রার্থনা করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
  • অযাচক : [অজাচোক্] বিশেষণ, (বিশেষ্য) প্রার্থনা করে না যে; প্রার্থী নয় এমন।
  • অযাচনীয় , অযাচ্য : [অজাচোনিয়ো, অজাচ্‌চো] (বিশেষণ) প্রার্থনার অনুপযুক্ত।
  • অযাচিত : [অজাচিতো] (বিশেষণ) প্রার্থনা করা হয়নি এমন; অপ্রার্থিত (অনাবশ্য, অনাদৃত, এনে দাও অযাচিত-রবীন্দ্রনাথ ঠাকুর)।
  • অর্থ ১ : ইচ্ছা; অভিলাষ; প্রার্থনা (মোক্ষার্থে তপস্যা)।
  • অর্থী (-র্থিন্‌) : প্রার্থনাকারী; যাচক (অর্থী প্রার্থী বাদী প্রতিবাদী-রবীন্দ্রনাথ ঠাকুর)।
  • আকুতি, আকুত, আকূত (মধ্যযুগীয় বাংলা) : আকুল প্রার্থনা।
  • আজিজি , আযিযি : [আজিজি] (বিশেষ্য) অনুনয়-বিনয়; বিনম্র প্রার্থনা (আজিজি করিনু তব না রাখিলা বাত-সৈয়দ হামজা)।
  • আন্নাকালী : [আন্‌নাকালি] (বিশেষ্য) অনাকাঙ্ক্ষিত কন্যাসন্তান যেন আর না জন্মে তার জন্যে হিন্দুদের কালীদেবীর নিকট প্রার্থনামূলক নামকরণ।
  • আবেদন : প্রার্থনা; নিবেদন।
  • আমিন ২ , আমীন ২ , আমেন : [আমিন্, আমিন্‌, আমেন্] (অব্যয়) প্রার্থনা পূর্ণ হোক; তাহাই হোক; (সকলেই আমিন আমিন বলিয়া... অশ্বারোহণে রাজপথে আসিয়া উপস্থিত হইলেন-মীর মশাররফ হোসেন; আমরাও দু’হাত তুলে ‘আমেন আমেন’ (তথাস্তু তথাস্তু) বললুম-সৈয়দ মুজতবা আলী)।
  • আরজ , আরয : [আরজ্] (বিশেষ্য) আবেদন; প্রার্থনা (সে যাইয়া আরজ করিল-রামরাম বসুরাম বসু)।
  • আরজি , আর্জি : প্রার্থনা; অনুরোধ (নিষ্ঠুর করুণ সে আরজী কানে না শুনলে ঠাওর করা অসম্ভব-শওকত ওসমান)।
  • আরতি ১ : আশা; আকাঙ্ক্ষা; প্রার্থনা (ধনকা আরতি না পূরল-বিদ্যাপতি)।
  • আরাধনা , আরাধন : প্রার্থনা; উপাসনা।
  • আর্দাশ , আরদাশ, আদ্দাশ, আদ্দাস : আবেদন; প্রার্থনা (তাদের আর্দাশ নাহি শুনিলে কানে–ঈগু)।
  • আশীর্বাদ, আশীর্বচন : [আশির্‌বাদ্, আশির্‌বচন্] (বিশেষ্য) কল্যাণ প্রার্থনা; শুভেচ্ছা; মঙ্গল কামনা; দোয়া (সমস্ত অন্তর দিয়ে আশীর্বচন উচ্চারণ করেন প্রৌঢ় ভদ্রলোক-নীলিমা ইব্রাহীম)।
  • আস্তাগফেরুল্লাহ : [আস্‌তাগ্‌ফেরুল্‌রাহ্] আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি-কোনো গুনাহর কাজ করলে একথা বলতে হয়।
  • ইস্তিগফার : [ইস্‌তিগ্‌ফার্] (বিশেষ্য) আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা।
  • উপযাচক : উপযাচিকা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যে রমণী আপনা থেকে আসক্তি প্রকাশ করে বা সম্ভোগ প্রার্থনা করে।
  • উপার্থন : [উপার্‌থোন্] (বিশেষ্য) অনুকূল মত বা সমর্থন প্রার্থনা; canvassing।
Closing this window will clear all results and return you back to the search section