Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word প্রধান Bengali definition [প্রোধান্‌] (বিশেষণ) মুখ্য (প্রধান বিচারপতি); শ্রেষ্ঠ। □ (বিশেষ্য) ১ নায়ক; নেতা; সর্দার; মোড়ল। ২ জগদীশ্বর; পরমেশ্বর। ৩ আদি প্রকৃতি। প্রধানা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। প্রধানতা, প্রাধান্য (বিশেষ্য) শ্রেষ্ঠত্ব। প্রধানত, প্রধানতঃ (ক্রিয়াবিশেষণ) প্রধানভাবে; মুখ্যতা; সর্বাগ্রে। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ধা+অন(ল্যুট্‌)}
  • Bengali Word অপ্রধান Bengali definition [অপ্‌প্রোধান্] (বিশেষণ) ১ মূখ্য নয় এমন; শ্রেষ্ঠ নয় এরূপ। ২ গৌণ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রধান; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section