- Bengali Word পাপ Bengali definition [পাপ্] (বিশেষ্য) ১ কলুষ; দুষ্কৃতি। ২ অন্যায়; অধর্ম; শাস্ত্রবিরুদ্ধ কর্ম; গুনাহ। ৩ পাপিষ্ঠ ব্যক্তি; পাপাত্মা (নন্দী বলে তব নিন্দা করিয়াছে পাপ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ আপদ; জঞ্জাল (পাপ গেলে বাঁচি)। ৫ অশুভ; অমঙ্গল (পাপগ্রহ)। ৬ পাপজনক; পাপিষ্ঠ (পাপমুখে কি আর বলব)। পাপকৃৎ (বিশেষণ) পাপকারী; পাপিষ্ঠ। পাপগ্রহ (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) শনি ইত্যাদি অশুভ গ্রহ। পাপঘ্ন, পাপহর (বিশেষণ) পাপনাশক; পাপদূরকারী। পাপপুণ্য (বিশেষ্য) পাপ ও পুণ্য। পাপবুদ্ধি, পাপমতি (বিশেষ্য) দুর্মতি; অধর্মবুদ্ধি। পাপভাক, পাপজ (বিশেষণ) পাপী; পাপকারী; পাপিষ্ঠ (তাঁহাকে পাপভাক হইতে হয়, ইহা শ্রুতির কথা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। পাপভাগী (-গিন্) (বিশেষণ) ১ পাপী। ২ পাপের ফলগ্রাহী; পাপের অংশীদার। পাপযোগ (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) তিথি, বার প্রভৃতির অশুভ সম্মেলন। পাপযোনি (বিশেষ্য) অন্ত্যজ; নীচকুলজাত। পাপাচার (বিশেষণ) দুরাচার; পাপকারী; পাপিষ্ঠ। □ (বিশেষ্য) পাপাচরণ। পাপাচারী(-রিন্) (বিশেষণ) পাপিষ্ঠ; দুরাচার; অধর্মচারী। পাপাত্মা (বিশেষণ) পাপাত্মা; পাপচিত্ত; পাপিষ্ঠ। পাপিষ্ঠ (বিশেষণ) অতিশয় পাপী; মহাপাপী। পাপিষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পাপী(-পিন্) (বিশেষণ) পাপকারী; অধার্মিক; পাপাচারী। পাপিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পাপীয়সী (বিশেষণ) পাপিষ্ঠা; মহাপাপকারিণী; পাপচারিণী। {স.□ পা+প+অ(অচ্)}
Closing this window will clear all results and return you back to the search section