Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word পাক ১ Bengali definition [পাক্‌] (বিশেষ্য) ১ রন্ধন; রন্ধনকার্য (পাকের ঘর), অগ্নিতাপে সিদ্ধকরণ (সতীত্বে সাবিত্রী পাকে দ্রৌপদী সুন্দরী-দ্বিজেন্দ্রলাল রায়)। ২ অগ্নির উত্তাপে তৈরি করা (কবিরাজি তৈলাদির পাক)। ৩ হজম। ৪ পরিণতি; পরিণাম (বিপাক)। ৫ পক্বতা; শুক্লতা; শুভ্রতা (কেশে আমার পাক ধরেছে বটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। পাক করা (ক্রিয়া) রান্না করা। পাকঘর (বিশেষ্য) রান্নাঘর। পাক ধরা (ক্রিয়া) ১ পক্বতা প্রাপ্ত হওয়া; পেকে ওঠা (আমে পাক ধরেছে)। ২ সাদা হতে শুরু করা (চুলে পাক ধরেছে)। পাকযন্ত্র (বিশেষ্য) পাকস্থলী; পাকাশয়; stomach। পাকশালা (বিশেষ্য) রন্ধনশালা; রান্নাঘর। পাকস্থলী (বিশেষ্য) পাকাশয়; উদরের যে অংশে খাদ্যদ্রব্যাদি জীর্ণ হয়; stomach। পাকস্থালী, পাকপাত্র (বিশেষ্য) রান্নার বা রন্ধনপাত্র। পাকস্পর্শ (বিশেষ্য) ১ বউভাত। ২ বাঙালি বিবাহ অনুষ্ঠানের একটি অঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্‌+অ(ঘঞ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section