Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word পাকা Bengali definition [পাকা] (ক্রিয়া) পক্ব হওয়া; পরিণত হওয়া; পেকে যাওয়া (আম পাকা; বুদ্ধি বা জ্ঞান পাকা)। ২ শুভ্র বা শুক্ল হওয়া (চুল পাকা)। ৩ পুঁজপূর্ণ হওয়া (ফোড়া পাকা)। ৪ বৃদ্ধ হওয়া; প্রবীন হওয়া (বয়স পাকা)। ৫ ঝানু হওয়া; নিপুণ বা দক্ষ হওয়া (বুদ্ধিতে পাকা)। □ (বিশেষণ) ১ পরিণত; পরিপক্ব (পাকা ফল; পাকা বয়স)। ২ অভিজ্ঞ; নিপুণ; পারদর্শী (পাকা চোর)। ৩ ঝানু (পাকা লোক)। ৪ নিপুণতার সঙ্গে কৃত (পাকা কাজ)। ৫ স্থায়ী (পাকা রং)। ৬ অপরিবর্তনীয়; যা নড়চড় হয় না (পাকা কথা)। ৭ পুরোপুরি; সম্পূর্ণ (পাকা তিন সের)। ৮ মজবুত; দৃঢ় (পাকা ছাদ)। ৯ এক সের পরিমাণে পুরোপুরি ৮০ তোলা আছে এমন; যথার্থ (পাকা ওজন)। ১০ ইটের তৈরি (পাকা বাড়ি)। ১১ আইন অনুযায়ী সম্পাদিত (পাকা দলিল)। ১২ নিখাদ; খাঁটি (পাকা সোনা)। ১৩ পরিশ্রমে অভ্যস্ত; পরিণতিপ্রাপ্ত (পাকা হাড়)। ১৪ ইষ্টকাদি দ্বারা বাঁধানো (পাকা রাস্তা)। ১৫ চূড়ান্ত (পাকা দেখা)। ১৬ উৎকৃষ্ট বা উঁচু মানের (পাকা ফলার)। পাকা আম দাঁড়কাকে খাওয়া (ক্রিয়া) সেরা জিনিস অযোগ্যের ভোগে আসা (হায় বিধি, পাকা আম্র দাঁড়কাকে খায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। পাকা ঘুঁটি কেচে যাওয়া (ক্রিয়া) সমাপ্তপ্রায় কাজ নষ্ট হয়ে যাওয়া। পাকা দেখা (ক্রিয়া) বিবাহ নির্ধারণ করার পর বর বা কনেকে আশীর্বাদ করবার জন্য দেখা। পাকা ধানে মই দেওয়া (ক্রিয়া) সুসম্পন্ন কাজ নষ্ট করা; মারাত্মক ক্ষতি করা। পাকানো (ক্রিয়া) ১ পক্ব করা। ২ মোচরানো; ঘুরানো (দড়ি পাকানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পাকাপাকি (বিশেষণ) ১ স্থিরীকৃত; নির্ধারিত। ২ সুনিশ্চিত। পাকাপোক্ত (বিশেষণ) ১ সুদক্ষ; সুচতুর; সেয়ানা। ২ বলিষ্ঠ; সুদৃঢ়; মজবুত। ৩ পরিপক্ব; পরিণত। ৪ স্থায়ী; কায়েমি (এসে পাকাপোক্ত কর্মী হয়ে যায়-মনোজ বসু; অধিকারকে আইনানুগ করিয়া লইয়া পাকাপোক্ত হইয়া বসে-সৈয়দ ওয়ালিউল্লাহ)। পাকামাথা (বিশেষ্য) প্রবীণ ব্যক্তির মস্তক বা বুদ্ধি। পাকামো, পাকামি (বিশেষ্য) অপরিণত বয়সে প্রবীণ ব্যক্তির ন্যায় আচরণ (ডলুর মনের ন্যাকামি পাকামি সবই জানি-বিষ্ণু দে)। পাকা লেখা (বিশেষ্য) স্থায়ী লেখা। ২ নিপুণ রচনা। পাকা সোনা (বিশেষ্য) খাঁটি বা বিশুদ্ধ বা খাদহীন সোনা। পাকা হাড় (বিশেষ্য) বুড়ো মানুষের হাড়, যা পরিণত বুদ্ধির ও অভিজ্ঞতার প্রতীক। □ (বিশেষণ) পরিশ্রমে অভ্যস্ত; সুদৃঢ়। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word পাকা Bengali definition [পাকা] (ক্রিয়া) পক্ব হওয়া; পরিণত হওয়া; পেকে যাওয়া (আম পাকা; বুদ্ধি বা জ্ঞান পাকা)। ২ শুভ্র বা শুক্ল হওয়া (চুল পাকা)। ৩ পুঁজপূর্ণ হওয়া (ফোড়া পাকা)। ৪ বৃদ্ধ হওয়া; প্রবীন হওয়া (বয়স পাকা)। ৫ ঝানু হওয়া; নিপুণ বা দক্ষ হওয়া (বুদ্ধিতে পাকা)। □ (বিশেষণ) ১ পরিণত; পরিপক্ব (পাকা ফল; পাকা বয়স)। ২ অভিজ্ঞ; নিপুণ; পারদর্শী (পাকা চোর)। ৩ ঝানু (পাকা লোক)। ৪ নিপুণতার সঙ্গে কৃত (পাকা কাজ)। ৫ স্থায়ী (পাকা রং)। ৬ অপরিবর্তনীয়; যা নড়চড় হয় না (পাকা কথা)। ৭ পুরোপুরি; সম্পূর্ণ (পাকা তিন সের)। ৮ মজবুত; দৃঢ় (পাকা ছাদ)। ৯ এক সের পরিমাণে পুরোপুরি ৮০ তোলা আছে এমন; যথার্থ (পাকা ওজন)। ১০ ইটের তৈরি (পাকা বাড়ি)। ১১ আইন অনুযায়ী সম্পাদিত (পাকা দলিল)। ১২ নিখাদ; খাঁটি (পাকা সোনা)। ১৩ পরিশ্রমে অভ্যস্ত; পরিণতিপ্রাপ্ত (পাকা হাড়)। ১৪ ইষ্টকাদি দ্বারা বাঁধানো (পাকা রাস্তা)। ১৫ চূড়ান্ত (পাকা দেখা)। ১৬ উৎকৃষ্ট বা উঁচু মানের (পাকা ফলার)। পাকা আম দাঁড়কাকে খাওয়া (ক্রিয়া) সেরা জিনিস অযোগ্যের ভোগে আসা (হায় বিধি, পাকা আম্র দাঁড়কাকে খায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। পাকা ঘুঁটি কেচে যাওয়া (ক্রিয়া) সমাপ্তপ্রায় কাজ নষ্ট হয়ে যাওয়া। পাকা দেখা (ক্রিয়া) বিবাহ নির্ধারণ করার পর বর বা কনেকে আশীর্বাদ করবার জন্য দেখা। পাকা ধানে মই দেওয়া (ক্রিয়া) সুসম্পন্ন কাজ নষ্ট করা; মারাত্মক ক্ষতি করা। পাকানো (ক্রিয়া) ১ পক্ব করা। ২ মোচরানো; ঘুরানো (দড়ি পাকানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পাকাপাকি (বিশেষণ) ১ স্থিরীকৃত; নির্ধারিত। ২ সুনিশ্চিত। পাকাপোক্ত (বিশেষণ) ১ সুদক্ষ; সুচতুর; সেয়ানা। ২ বলিষ্ঠ; সুদৃঢ়; মজবুত। ৩ পরিপক্ব; পরিণত। ৪ স্থায়ী; কায়েমি (এসে পাকাপোক্ত কর্মী হয়ে যায়-মনোজ বসু; অধিকারকে আইনানুগ করিয়া লইয়া পাকাপোক্ত হইয়া বসে-সৈয়দ ওয়ালিউল্লাহ)। পাকামাথা (বিশেষ্য) প্রবীণ ব্যক্তির মস্তক বা বুদ্ধি। পাকামো, পাকামি (বিশেষ্য) অপরিণত বয়সে প্রবীণ ব্যক্তির ন্যায় আচরণ (ডলুর মনের ন্যাকামি পাকামি সবই জানি-বিষ্ণু দে)। পাকা লেখা (বিশেষ্য) স্থায়ী লেখা। ২ নিপুণ রচনা। পাকা সোনা (বিশেষ্য) খাঁটি বা বিশুদ্ধ বা খাদহীন সোনা। পাকা হাড় (বিশেষ্য) বুড়ো মানুষের হাড়, যা পরিণত বুদ্ধির ও অভিজ্ঞতার প্রতীক। □ (বিশেষণ) পরিশ্রমে অভ্যস্ত; সুদৃঢ়। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>}
  • Bengali Word পাকাটি Bengali definition ⇒ পেঁকাটি
  • Bengali Word পাকাটে, প্যাকাটে Bengali definition [পাকাটে, প্যাকাটে] (বিশেষণ) রুগ্ন; পাতলা; অসুন্দর; পাটকাঠির মতো হালকা-পাতলা দেহ। {পাটকাঠি>}
  • Bengali Word পাকানো ১, পাকান Bengali definition [পাকানো] (ক্রিয়া) ১ পাক দেওয়া; মোচড়ানো; জড়ানো; ঘুরানো (সুতা পাকানো)। ২ জটিল করা; গোলমেলে করা (জট পাকানো)। ৩ বর্তুলাকার বা গোলাকার করা (বড়ি পাকানো)। ৪ জটলা করে কোনো অভিসন্ধি নির্ধারণ করা (দল পাকানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পাকানো/পাকোয়ান পিঠা (বিশেষ্য) গোলাকার করে প্রস্তুত পিঠা (নকসি করা পাকান পিঠা সবাই তারে হারে-জসীমউদ্‌দীন)। {পাক+আনো}
  • Bengali Word পাকানো ২ Bengali definition [পাকানো] (ক্রিয়া) রান্না করা (ভাত পাকানো)। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>পাক+আনো}
  • Bengali Word পাকাশয় Bengali definition [পাকাশয়্‌] (বিশেষ্য) পাকস্থলী; stomach। পাকাশয়িক (বিশেষণ) পাকাশয় সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) পাক+আশয়; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word আপাকা Bengali definition [আপাকা] (বিশেষণ) ১ অপক্ব; কাঁচা। ২ আধপাকা; ঈষৎ পক্ব। { (বাংলা) আ+(তৎসম বা সংস্কৃত) পক্ব>}
  • Bengali Word আলপাকা Bengali definition [আল্‌পাকা] (বিশেষ্য) ১ মেষ জাতীয় পশুর মসৃণ ও উজ্জ্বল লোমজাত কাপড় বিশেষ (অষ্টাদশ শতাব্দীর দিকে আঙ্কারা আলপাকা শিল্পের জন্য খ্যাতি অর্জন করিয়াছিল-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। ২ দক্ষিণ আমেরিকার প্রসিদ্ধ মেষ জাতীয় পশু বিশেষ। {(ইংরেজি) alpaca}
Closing this window will clear all results and return you back to the search section