Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word পরোয়ার, পরবার Bengali definition [পরোয়ার্‌] (বিশেষ্য) প্রতিপালক; পালনকর্তা (পরোয়ারদিগার)। {(ফারসি) পরবার}
  • Bengali Word পরোয়া, পরওয়া Bengali definition [পরোয়া] (বিশেষ্য) ১ গ্রাহ্য (পরোয়া করি না বাঁচি কি না বাঁচি-কাজী নজরুল ইসলাম)। ২ ডর; ভয়; আশঙ্কা (বেদুইন মৃত্যুকে পরওয়া করে না-মোবা)। ৩ ভাবনা; চিন্তা; উৎকন্ঠা (সে জন্য কারো পরোয়া নাই-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। কুছ পরোয়া নেই-কোনো ভয় নেই। বে-পরোয়া (বিশেষণ) কোনো কিছুতেই ডর ভয় বা গ্রাহ্য নেই এমন; নির্ভীক। {(ফারসি) পরবাহ}
  • Bengali Word পরোয়ানা, পরওনা Bengali definition [পরোয়ানা] (বিশেষ্য) ১ বাজার আদালতের বা শাসকের হুকুমনামা (হাতে দিয়ে পরোয়ানা-এই বাদশাহী-পাঞ্জার ছাপ ফের তারে ডেকে আনা-মোহিতলাল মজুমদার)। ২ লিখিত আদেশ; আদেশপত্র (কর আদায়ের পরোয়ানা জারী-আসকার ইবনে শাইখ)। {(ফারসি) পর্‌বানাহ্‌ }
  • Bengali Word গরিব-পরোয়ার Bengali definition [গোরিব্‌ পর্‌ওয়ার্‌] (বিশেষণ) দরিদ্রের প্রতিপালক। {(ফারসি) গরীব + (আরবি) পররার}
  • Bengali Word বেপরোয়া Bengali definition ⇒ বে২
Closing this window will clear all results and return you back to the search section