Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word পরী, পরি Bengali definition [পোরি] (বিশেষ্য) ১ পক্ষবিশিষ্টা কল্পিত সুন্দরী (খুঁজিছে দৈত্য, দানব, দেবতা, জিন, পরী, হুর পাগল প্রায়-কাজী নজরুল ইসলাম)। ২ অতিশয় সুশ্রী নারী। ডানা কাটা পরী (আলঙ্কারিক) (বিশেষ্য) নিখুঁত সুন্দরী নারী। {(ফারসি) পরি}
  • Bengali Word পরীক্ষক Bengali definition [পোরিক্‌খক্‌] (বিশেষণ) পরীক্ষা করে এমন; পরীক্ষাকারী। {(তৎসম বা সংস্কৃত) পরি+ঈক্ষ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word পরীক্ষণ Bengali definition [পোরিক্‌খন্‌] (বিশেষ্য) পরীক্ষাকরণ; কোনো বস্তুর দোষগুণ নিরূপণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+ঈক্ষ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পরীক্ষণীয় Bengali definition [পোরিক্‌খোনিয়ো] (বিশেষণ) ১ পরীক্ষার উপযোগী। ২ অনুসন্ধেয়। ৩ বিচার্য। {(তৎসম বা সংস্কৃত) পরি+ঈক্ষ্‌+অনীয় (অনীয়র্‌)}
  • Bengali Word পরীক্ষা Bengali definition [পোরিক্‌খা] (বিশেষ্য) ১ দোষগুণ ভালোমন্দের যথার্থ বিচার। ২ ছাত্রদের বিদ্যাবত্তা নির্ণয়; examination। ৩ যাচাই (স্বর্ণাদি পরীক্ষা)। ৪ স্বরূপ নিরূপণ (রোগ পরীক্ষা)। ৫ গবেষণা (বৈজ্ঞানিক পরীক্ষা)। ৬ অনুসন্ধান। ৭ প্রয়োগ বা ব্যবহারের মাধ্যমে গুণাগুণ বিচার (ঔষধটার পরীক্ষা প্রার্থনীয়)। ৮ ক্রিয়া দ্বারা স্বরূপ বা প্রকৃতি নিরূপণ (ভাগ্য পরীক্ষা)। পরীক্ষাকেন্দ্র, পরীক্ষাগার (বিশেষ্য) ১ যেখানে পরীক্ষা দেওয়া বা করা হয়। ২ ছাত্রদের পরীক্ষা দেওয়ার জায়গা। ৩ বৈজ্ঞানিক গবেষণার জায়গা; laboratory। পরীক্ষাধীন (বিশেষণ) ১ পরীক্ষিত হচ্ছে এমন। ২ বিচারাধীন। ৩ পরীক্ষাসাপেক্ষ; পরীক্ষার উপর নির্ভর করছে এমন। পরীক্ষার্থী (বিশেষণ) ১ পরীক্ষার জন্য প্রস্তুত বা পরীক্ষা দিবে এমন। পরীক্ষার্থীনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পরীক্ষিত (বিশেষণ) পরীক্ষা করা হয়েছে এমন। পরিক্ষোত্তীর্ণ (বিশেষণ) পরীক্ষায় উত্তীর্ণ বা সফল হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ইক্ষ্‌+আ(টাপ্‌)}
  • Bengali Word পরীক্ষিৎ, পরীক্ষিৎ, পরিক্ষিত Bengali definition [পোরিক্‌খিত্‌] (বিশেষ্য) অভিমন্যুর পুত্র-তক্ষক দংশনে যাঁর মৃত্যু হয়। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ক্ষি+ক্বিপ্‌}
  • Bengali Word পরীণাহ্‌ Bengali definition ⇒ পরিণাহ
  • Bengali Word পরীত Bengali definition [পোরিতো] (বিশেষণ) ১ পরিবৃত; বেষ্টিত। ২ যুক্ত; বিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) পরি+ই+ত(ক্ত)}
  • Bengali Word অপরীক্ষিত Bengali definition [অপোরিক্‌খিতো] (বিশেষণ) পরীক্ষা করে দেখা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত )অ(নঞ্)+পরীক্ষিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word পরিণাহ, পরীণাহ Bengali definition [পোরিনাহো] (বিশেষ্য) ১ বিস্তার; প্রসার; ব্যাপ্তি। ২ সীমান্তরেখা; contour। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নহ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পরিবাদ, পরীবাদ Bengali definition [পোরিবাদ্‌] (বিশেষ্য) নিন্দা; অপবাদ; কুৎসা; দুর্নাম (একি পরমাদ দেয় পরিবাদ-চণ্ডীদাস)। পরিবাদক, পরিবাদী (বিশেষণ) নিন্দাকারী; অপবাদ দেয় এমন; কুৎসা রটনাকারী। পরিবাদিনী (স্ত্রীলিঙ্গ) নিন্দাকারিণী। ২ সপ্ততন্ত্রী বীণা। {(তৎসম বা সংস্কৃত) পরি+বাদ}
  • Bengali Word বিপরীত Bengali definition [বিপোরিত্‌] (বিশেষণ) ১ বিরুদ্ধ; প্রতিকূল; বিপর্যয়। ২ উল্টা। ৩ উৎকট; উগ্র; বিষম; অস্বাভাবিক (বিপরীত ব্যাপার)। বিপরীতা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অসতী; কামুকী। {(তৎসম বা সংস্কৃত)বি+পরি+√ই+ত(ক্ত)}
  • Bengali Word বৈপরীত্য Bengali definition [বোইপোরিত্‌তো] (বিশেষ্য) ১ বিপরীত বা উল্টাভাব। ২ বিপর্যয়। ৩ বিরুদ্ধতা। বিপরীত বিণ। {(তৎসম বা সংস্কৃত) বিপরীত+য(ষ্যঞ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section