- এসেসার , আসেসর : বিচারপতির পরামর্শদাতা, যিনি দায়রার মোকদ্দমায় জজকে বিচারে সাহায্য করেন (জজ সাহেব এসেসারগণকে বিশেষভাবে মোকদ্দমা বুঝাইয়া দিলেন-নজিবর রহমান)।
- কুমন্ত্রী : অসৎ পরামর্শদাতা।
- সচিব : মন্ত্রণালয়ের প্রধান আমলা; মন্ত্রী (যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব); অমাত্য; মন্ত্রী; উজির; সহায়; পরামর্শদাতা (সচিব শ্রেষ্ঠ সারণ-মাইকেল মধুসূদন দত্ত)।
- মন্ত্র : মন্ত্রদাতা (বিশেষ্য) (বিশেষণ) দীক্ষাগুরু; পরামর্শদাতা।
- মন্ত্রী(-স্ত্রিন্) : রাজার বা রাষ্টপতির পরামর্শদাতা; উজির; সচিব; অমাত্য (রাজা কৃষ্ণচন্দ্র রায়, অতিবড় মন্ত্রী-রাজীবলোচনা মুখোপাধ্যায়)।
- হিত : হিতবাদী(-দিন্)(বিশেষণ) সদুপদেশক; সৎপরামর্শদাতা।
Closing this window will clear all results and return you back to the search section