Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word পরামর্শ Bengali definition [পরামর্‌শো] (বিশেষ্য) ১ মন্ত্রণা; যুক্তি (পরামর্শ করা)। ২ উপদেশ (পরামর্শ দেওয়া)। ৩ বিচার; বিবেচনা। {(তৎসম বা সংস্কৃত) পরা+√মৃশ্‌+অ(ঘঞ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word অপরামর্শ Bengali definition [অপরামর্‌শো] (বিশেষ্য) কুপরামর্শ; কুমন্ত্রণা। □ (বিশেষণ) পরামর্শযোগ্য নয় এমন; অনুচিত (বিলম্ব করাই অপরামর্শ ও অকর্তব্য-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরামর্শ; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word কুপরামর্শ Bengali definition [কুপরামর্‌শো] (বিশেষ্য) মন্দ বা অহিতকর কার্য করার জন্য শলা বা যুক্তি; অনিষ্টকর উপদেশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+পরামর্শ; (কর্মধারয় সমাস) }
Closing this window will clear all results and return you back to the search section