Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word নেক Bengali definition [নেক্‌] (বিশেষ্য) পুণ্য; ভালো; মঙ্গল; সু (নেক নযরে নেক রাহে বাদিতে জঞ্জাল-সৈয়দ হামজা)। □ (বিশেষণ) পুণ্যবান (নেকবান্দা)। নেকি (বিশেষ্য) সৎকাজ; পুণ্য। {(ফারসি) নেক্‌}
  • Bengali Word নেকড়া, ন্যাকড়া Bengali definition [ন্যাক্‌ড়া] (বিশেষ্য) ছিন্নবস্ত্র; জীর্ণবস্ত্রের টুকরা; ছেঁড়া কাপড়। নেকড়ার আগুন (বিশেষ্য) যে ব্যাপার সহজে জ্বলে। {(তৎসম বা সংস্কৃত) নক্তক>; (পালি) নোক্‌রা>}
  • Bengali Word নেকড়ে Bengali definition [নেকড়ে] (বিশেষ্য) বৃক; কুকুর জাতীয় হিংস্র পশু; wolf। {(তৎসম বা সংস্কৃত) বৃক>; (তুলনীয়) (হিন্দি) লকড়া}
  • Bengali Word নেকনজর, নেক নযর Bengali definition [নেক্‌ নজোর্‌] (বিশেষ্য) ১ কৃপাদৃষ্টি; অনুকূলদৃষ্টি; অনুগ্রহদৃষ্টি; শুভদৃষ্টি; সুনজর (সরকারের খুব নেক নজরে-মনোজ বসু)। ২ (ব্যঙ্গার্থ) কুনজর; অনুগ্রহহীন দৃষ্টি; ক্রোধ। {(ফারসি) নেক + (আরবি) নজর}
  • Bengali Word নেকনাম Bengali definition [নেক্‌নাম্‌] (বিশেষ্য) সুখ্যাতি; সুনাম। □ (বিশেষণ) সুবিখ্যাত; খ্যাত; সুনামবিশিষ্ট। নেকনামি (বিশেষ্য) সুখ্যাতি; সুনাম। {(ফারসি) নেক্‌+ নাম}
  • Bengali Word নেকবক্ত, নেকবখ্‌ত Bengali definition [নেক্‌বক্‌ত, নেক্‌বখ্‌ত] (বিশেষণ) সৌভাগ্যবান, পুণ্যবান (বিবী বলে বড় নেকবক্ত এই মরদ-সৈয়দ হামজা)। {(ফারসি) নেকবখ্‌ত}
  • Bengali Word নেকরা Bengali definition ⇒ নাখরা
  • Bengali Word নেকা ১, ন্যাকা Bengali definition [ন্যাকা] (বিশেষণ) নির্বুদ্ধিতা; অজ্ঞতা ও সততার ভান করে এমন; ভণ্ড। নেকি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। নেকামো, নেকামি, নেকাপনা (বিশেষ্য) অজ্ঞতার ভান। নেকা সাজা (ক্রিয়া) জেনেও না জানার ভান করা; অজ্ঞতার ভান করা। {(ফারসি) নেক}
  • Bengali Word নেকাব Bengali definition [নেকাব্‌] (বিশেষ্য) অবগুন্ঠন; ঘোমটা (তোমার সকল প্রেম আবার লুকাতে চায় নেকাব প্রচ্ছায়-ফররুখ আহমদ)। {(আরবি) নিকাব}
  • Bengali Word নেকার, ন্যাকার Bengali definition [ন্যাকার্‌] (বিশেষ্য) বমন; বমি; উদ্‌গিরণ। {(তৎসম বা সংস্কৃত) ন্যক্কার>}
  • Bengali Word নেকি, নেকী Bengali definition [নেকি] (বিশেষণ) পুণ্য; সৎকাজ (নেকি করিলে হবে মউত আসান-সৈয়দ হামজা। {(ফারসি) নেক্‌}
  • Bengali Word নেকো, নাকুয়া Bengali definition [নেকো, নাকুয়া] (বিশেষণ) দীর্ঘ নাকযুক্ত; দীর্ঘনাসা। {নাক+উয়া>ও}
  • Bengali Word অনেক Bengali definition [অনেক্‌] (বিশেষণ) ১ একাধিক; নানা (অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট)। ২ প্রচুর; ঢের; বিস্তর(সে অনেক কথা)। ৩ বহু ব্যক্তি (অনেকে বলে)। ৪ জগৎ; বিশ্ব (অনেকের পতি তেঁইপতি মোর বাম-ভারতচন্দ্র রায় গুণাকর)। অনেক-অনেক, অনেকানেক (বিশেষণ) নানান; বিভিন্ন। অনেকধা (ক্রিয়াবিশেষণ) বহুপ্রকারে বা দিকে। অনেকবিধ, অনেক প্রকার (বিশেষণ) নানা রকম; বহু রূপ। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+এক; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word খানেক Bengali definition [খানেক্‌] (বিশেষণ) প্রায় এক; একের সামান্য কম বেশি (মাইল খানেক)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খন্ড> (বাংলা) খান+ (তৎসম বা সংস্কৃত শব্দ) এক}
  • Bengali Word অনেকান্ত Bengali definition [অনেকান্‌তো] (বিশেষণ) নিশ্চিন্ত; খাঁটি (অল্প বয়সেই অনেকান্ত জড়বাদের আশ্রয় নিয়েছিলুম-সুধীন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) অনিশ্চয়তা; সন্দেহ (এর একদেশদর্শিতাও ভিতরে ভিতরে অনেকান্ত-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অনেক+অন্ত(গোপনীয়ও নয়, প্রকাশিতও নয়); (তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+একান্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section