Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word নিশান ১ Bengali definition [নিশান্‌] (বিশেষ্য) ধ্বজা; পতাকা; ঝাণ্ডা; কেতন। {(ফারসি) নিশান্‌}
  • Bengali Word নিশান ২, নিশানা, নিশানি Bengali definition [নিশান্, নিশানা, নিশানি] (বিশেষ্য) ১ নিদর্শন; চিহ্ন। ২ অভিজ্ঞান; পরিচয়। ৩ লক্ষ্য; উদ্দেশ্য। ৪ টিপ। নিশানদার (বিশেষণ) পরিচিত বলে নির্দেশ করে এমন; শনাক্তকারী (ভাইয়ের নিশানদার স্বরূপে চিনিয়া কহিতে লাগিল তাকে হাসিয়া হাসিয়া-হেয়াত মাহমুদ)। নিশানদিহি (বিশেষ্য) শনাক্তকরণ; পরিচিত বলে নির্দেশ (তাই একটা কিছু দিয়ে নিশানদিহি করার জন্যে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। নিশানবরদার, নিশানবর্দার (বিশেষ্য), (বিশেষণ) পতাকাবাহী। নিশানি (বিশেষ্য) চিহ্ন; অভিজ্ঞান; পরিচয় (নহে কি মোর নিশানি-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(ফারসি) নিশানাহ্‌}
Closing this window will clear all results and return you back to the search section