- Bengali Word নিবেদন Bengali definition [নিবেদন্] (বিশেষ্য) ১ জ্ঞাপন; জানানো। ২ আবেদন; আরজ। ৩ বিনীত বা নম্র উক্তি; বক্তব্য। ৪ সমর্পণ (আত্মনিবেদন)। ৫ উৎসর্গ; ত্যাগ; বিসর্জন। নিবেদনীয়, নিবেদ্য (বিশেষণ) ১ নিবেদনের যোগ্য; আবেদনের উপযুক্ত। ২ সমর্পণের যোগ্য। নিবেদিত (বিশেষণ) জ্ঞাপিত; বিনীত-ভাবে উক্ত; নিবেদন করা হয়েছে এমন; সমর্পিত। নিবেদিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নি+ √বেদি+অন(ল্যুট্)}
Closing this window will clear all results and return you back to the search section