Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word নার Bengali definition [নার্‌] (বিশেষ্য) অগ্নি; আগুন (আমি বলি নরকের ‘নার’ মেখে নেয়ে আয় জ্বালা কুণ্ড সূর্যের হাম্মামে-কাজী নজরুল ইসলাম; ফুল হয়ে ফোটে ক্ষুব্ধ নার-ফররুখ আহমদ)। নার-ই-জাহান্নাম (বিশেষ্য) জাহান্নামের তথা দোজখের আগুন। {(আরবি) নার্‌}
  • Bengali Word নারক, নারকী ১ Bengali definition [নারোক্‌, নারোকি] (বিশেষণ) নরকসংক্রান্ত দোজখ; নরক; দুঃখকষ্ট ভোগের স্থান। {(তৎসম বা সংস্কৃত) নরক+অ(অণ্‌), নারক+ইন্‌(ইনি)}
  • Bengali Word নারকলি Bengali definition ⇒ নারিকেল
  • Bengali Word নারকিনী Bengali definition ⇒ নারকী২
  • Bengali Word নারকী ১ Bengali definition ⇒ নারক
  • Bengali Word নারকী ২(-কিন্‌) Bengali definition [নারোকি] (বিশেষণ) পাপী; দোজখি; নরক ভোগের যোগ্য; মহাপাতকী; নরকের প্রাণী। নারকিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নারক+ইন্‌(ইনি)}
  • Bengali Word নারকীয় Bengali definition [নারোকিয়ো] (বিশেষণ) ১ পৈশাচিক; অত্যন্ত জঘন্য। ২ নরক সম্বন্ধীয়। ৩ নরকের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) নারক+ঈয়(ছ)}
  • Bengali Word নারকুলে, নারকেল, নারকেলি, নারকোল Bengali definition ⇒ নারিকেল
  • Bengali Word নারগিস Bengali definition ⇒ নার্গিস
  • Bengali Word নারঙ্গ, নারঙ্গি, নারাঙ্গি Bengali definition [নারঙ্‌গো, নারোঙ্‌গি, নারাঙ্‌গি] (বিশেষ্য) ১ কমলালেবু; orange (নারঙ্গ কমলা শ্যামতারা-সৈয়দ আলাওল)। ২ কমলালেবুর গাছ। {(ফারসি) নারংগ; (তৎসম বা সংস্কৃত) নাগরঙ্গ}
  • Bengali Word নারদ Bengali definition [নারোদ্‌] (বিশেষ্য) হিন্দুশাস্ত্রে নারদ মুনি নামের একজন দেবর্ষি-যিনি কলহ বিবাদ বাধান বলে খ্যাত। নারদীয় (বিশেষণ) নারদ সম্বন্ধীয়। □ (বিশেষ্য) পুরাণবিশেষ। নারদীয়া (স্ত্রীলিঙ্গ)। নারদের ঢেঁকি (বিশেষ্য) (আলঙ্কারিক) যে বাহনে নারদ স্বর্গ-মর্ত্য পরিভ্রমন করেন বলে কথিত। {(তৎসম বা সংস্কৃত) নার+√দা+অ(ক)}
  • Bengali Word নারসিংহ Bengali definition [নারোশিঙ্‌হো] (বিশেষ্য) নরসিংহ দেবের চরিত্র-বর্ণনাত্মক পুরাণ বিশেষ। □(বিশেষণ) নরসিংহ সম্বন্ধীয়। নারসিংহী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুদেবী দুর্গার মূর্তিবিশেষ; অর্ধনারী অর্ধসিংহরূপা শক্তিমূর্তি। {(তৎসম বা সংস্কৃত) নরসিংহ+অ(অণ্‌)}
  • Bengali Word নারা ১ (পদ্যে ব্যবহৃত) Bengali definition [নারা] (ক্রিয়া) না পারা (যারে দেখতে নারি তার চলন বাঁকা-প্রবাদ)। {না+পারা>}
  • Bengali Word নারা ২ Bengali definition [নারা] (বিশেষ্য) ১ আওয়াজ; ধ্বনি। ২ জিকির; জিগির; slogan। নারায়ে তকবির (বিশেষ্য) ‘আল্লাহু আকবর’ ধ্বনি। {(আরবি) নারায়ে তকবির্‌}
  • Bengali Word নারাঙ্গি Bengali definition ⇒ নারঙ্গ
  • Bengali Word নারাচ Bengali definition [নারাচ্‌] (বিশেষ্য) এক প্রকার লৌহনির্মিত বাণ; এক প্রকার প্রাচীন যুদ্ধাস্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নার+আ+√চম্‌+অ(ড)}
  • Bengali Word নারাজ, নারায Bengali definition [নারাজ্‌] (বিশেষণ) ১ অসম্মত; অস্বীকৃত (কোন প্রজা খাজনা দিতে নারাজ হয়-মীর মশাররফ হোসেন)। ২ অসন্তুষ্ট; অপ্রসন্ন (যদি তোমার পথের ধূলি হইগো প্রিয় নারাজ হয়ে গাল দিও না-কাজী নজরুল ইসলাম)। নারাজি (বিশেষ্য) ১ অসম্মতি। ২ অপ্রসন্নতা; অসন্তোষ। {(আরবি) নারাদ}
  • Bengali Word নারায়ণ Bengali definition [নারায়োন্‌] (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু; হিন্দুমতে যিনি নরনারী বা সর্বজীবনের আশ্রয়স্থল। নারায়ণক্ষেত্র (বিশেষ্য) গঙ্গার জলরেখা থেকে চার হাত বিস্তৃত তীবভূমি যেখানে মুমূর্ষু হিন্দুকে রাখা হয়। গঙ্গাতীর। নারায়ণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) নারায়ণের পত্নী; লক্ষ্মী। □ (বিশেষণ) নারায়ণের; নারায়ণ সম্বন্ধীয় (নারায়ণী সেনা)। নারায়ণী সেনা (বিশেষ্য) কৃষ্ণের সৈন্যদল। {(তৎসম বা সংস্কৃত) নার+অয়ন; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নারিকেল, নারকেল Bengali definition [নারিকেল্‌, নার্‌কেল] (বিশেষ্য) শক্ত আবরণের মধ্যে সুস্বাদু জল ও শাঁসযুক্ত ফল; ঐ ফলের গাছ। নারিকেল কাঠি (বিশেষ্য) নারকেল পাতার মধ্যকার শলাকা-এর দ্বারা ঝাঁটা তৈরি হয়। নারিকেলকুরি বা কোরা (বিশেষ্য) নারকেলের শাঁস আঁচড়িয়ে যে নরম চূর্ণ পাওয়া যায়। নারিকেল ছোবড়া (বিশেষ্য) নারকেল ফলের খোসা। নারিকেল তৈল (বিশেষ্য) নারকেলের শাঁস থেকে প্রস্তুত তেল। নারিকেলভস্ম (বিশেষ্য) নারকেল থেকে তৈরি কবিরাজি ঔষধ। নারিকেলমালা (বিশেষ্য) নারকেলের ছোবড়া ও শাঁসের মধ্যবর্তী কঠিন আবরণ। নারিকেলি, নারকলি, নারকেলি, নারকুলে (বিশেষণ) ১ নারকেলের মতো আকারযুক্ত (নারকেলি কুল)। ২ নারকেলের, নারকেল সম্বন্ধীয় (নারকলি হুক্কা ভাল করিয়া শিক করিয়া ও ধুইয়া সাজিয়া ....-আবুল মনসুর আহমদ)। ঝুনা নারিকেল (বিশেষ্য) যে নারকেলের ভিতর বাহির পেকে গেছে। {(তৎসম বা সংস্কৃত) নারিকেল}
  • Bengali Word নারিগ, নারিগো Bengali definition [নারিগো] (ক্রিয়া) না পারগো (লিখিতে নারিগ-বিদ্যাপতি)।{না+ পারি+গো}
  • Bengali Word নারিশ Bengali definition [নারিশ্] (বিশেষ্য) করাতের বাঁকানো দাঁত। {(তৎসম বা সংস্কৃত) নিরীশ>}
  • Bengali Word নারী Bengali definition [নারি] (বিশেষ্য) ১ স্ত্রীলোক; রমণী; মহিলা। ২ পত্নী। নারীজন্ম (বিশেষ্য) নারীরূপে জন্ম। নারীদেশ (বিশেষ্য) ১ নারীপ্রধান দেশ। ২ পুরুষহীন দেশ (উতরিল নারীদেশে-মাইকেল মধুসূদন দত্ত)। নারীধর্ম (বিশেষ্য) নারীর বৈশিষ্ট্য; সতীত্ব; মমত্ব; বাৎসল্য প্রভৃতি নারীসুলভ গুণ। নারীবিজিত (বিশেষণ) স্ত্রৈণ। নারীরত্ন অপূর্ব সুন্দরী বা গুণবতী রমণী। নারীসত্তমা (বিশেষ্য) সর্বোৎকৃষ্ট নারী; শ্রেষ্ঠ নারী (অপরূপ প্রেম প্রতিমা এই বিশ্বমোহিনী নারীসত্তমাকে সৃষ্টি করিয়াছেন-ইসমাইল হোসেন শিরাজী)। নারীসমাজ (বিশেষ্য) মহিলা সম্প্রদায় (নারীসমাজ জেগে উঠেছে)। নারীস্বভাব (বিশেষ্য) নারীপ্রকৃতি; নারীর মতো কোমল স্বভাব। □ (বিশেষণ) স্ত্রীস্বভাব সুলভ। {(তৎসম বা সংস্কৃত) √নৃ, নর+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word নার্গিস, নারগিস Bengali definition [নার্‌গিস্‌] (বিশেষ্য) ফুলবিশেষ; narcissus (নার্গিসফুলী আঁখ-কাজী নজরুল ইসলাম; তুমি না আসিলে নার্গিস কভু খুলতো না তার পর্ণপুট-ফররুখ আহমদ)। নার্গিসাক্ষি (বিশেষণ) নার্গিস ফুলের মতো চক্ষুবিশিষ্ট (নার্গিসাক্ষি! কি কথা আমার কোস্‌ কানে-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) নারগিস}
  • Bengali Word নার্ভ Bengali definition [নার্‌ভ্‌] (বিশেষ্য) মস্তিষ্ক থেকে দেহের সর্বত্র বিস্তৃত তন্তুবিশেষ, যার সাহায্যে অনুভূতি ও পেশিক্রিয়া সম্পন্ন হয়; স্নায়ু। {(ইংরেজি) nerve}
  • Bengali Word নার্স Bengali definition [নার্‌স্‌] (বিশেষ্য) হাসপাতালে শুশ্রূষাকারিণী; সেবিকা; সেবক (নার্সগুলোকে আমি দুচোখে দেখতে পারিনে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) nurse}
Closing this window will clear all results and return you back to the search section