Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word নহবত, নহবতখানা Bengali definition ⇒ নওবত
  • Bengali Word নওবত, নহবত Bengali definition [নওবত্‌, নহোবত্‌] (বিশেষ্য) ১ প্রত্যহ সকালে ও সন্ধ্যায় বা প্রহরে প্রহরে রাজা বা বিশেষ পদস্থ ব্যক্তির দ্বারে বিশেষ বাদ্যধ্বনি করার জন্য গোলাকার বড় ঢোলকবিশেষ (তুর্ক তোরণে নহবৎ বাজে গুলজার গুলশান-শাহাদাত হোসেন; অদূরে নৌবতে বাজে ইমন ভূপালি-কাজী নজরুল ইসলাম; নবোৎসাহে নৌবৎ বাজায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সানাই ইত্যাদির সুমিষ্ট ঐকতান বাদ্য; দুন্দুভি বা বাদ্য। নওবতখানা (বিশেষ্য) যে স্থানে বা মঞ্চে বসে নওবত বসানো এবং বাজানো হয় (নহবৎখানায় তারই বিসর্জনের বাজনা বাজছে-কাজী নজরুল ইসলাম)। জানের উপর নওবত তোলা (ক্রিয়া) অত্যন্ত বিব্রত করা। {(আরবি) নরবত}
  • Bengali Word শাহি নহবত Bengali definition [শাহি নহোবত্‌] (বিশেষ্য) বাদশাহর প্রধান ফটকে প্রহর বা সময়জ্ঞাপক যে বাদ্য বাজে (বেলা পড়ে এল শাহী নহবত প্রহর ঘন্টা মহলে বাজে-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) শাহী+ (আরবি) নৱবত}
Closing this window will clear all results and return you back to the search section