- Bengali Word নষ্ট Bengali definition [নশ্টো] (বিশেষণ) ১ বিনাশপ্রাপ্ত; ধ্বংসপ্রাপ্ত (নষ্ট নই নষ্ট সঙ্গে হয়েছে মিলন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অপব্যয় করা হয়েছে এমন (নষ্ট পরিশ্রম)। ৩ ব্যর্থ; বিফল; নিস্ফল (কাজ নষ্ট করা)। ৪ বিকৃত; ব্যবহারের অযোগ্য (নষ্ট দুধ)। ৫ দোষযুক্ত (নষ্ট চরিত্র)। ৬ হারিয়ে গেছে এমন; গত; লুপ্ত (নষ্টচেতন)। ৭ পণ্ড (আয়োজন নষ্ট)। ৮ অসৎ; কুচরিত্র (নষ্ট স্ত্রীলোক)। ৯ অনুদ্দিষ্ট (নষ্টোদ্ধার)। ১০ তিরোহিত (নষ্ট গৌরব)। নষ্ট কোষ্ঠী (বিশেষ্য) যে কোষ্ঠী যথাসময়ে তৈরি হয়নি। নষ্টচন্দ্র (বিশেষ্য) ভাদ্র মাসের শুক্লা ও কৃষ্ণা চতুর্থীর চাঁদ-যা দেখলে হিন্দুদের মতে দোষ বা কলঙ্ক হয়। নষ্টচেতন (বিশেষণ) চেতনাহীন; সংজ্ঞাহারা; মূর্ছিত। নষ্ট-চেতন (স্ত্রীলিঙ্গ)। নষ্টচেষ্ট (বিশেষণ) ১ জড়; স্পন্দনহীন। ২ সকল চেষ্টা রহিত হয়েছে এমন; নিশ্চেষ্ট। নষ্টচেষ্টতা, নষ্টচেষ্টত্ব (বিশেষ্য)। নষ্টচেষ্টা (স্ত্রীলিঙ্গ)। নষ্টবীজ (বিশেষণ) ১ বীজ বিকৃত বা খারাপ হয়ে গেছে এমন। ২ যার বীজ বিকৃত বা খারাপ। নষ্টমতি (বিশেষণ) ১ দুষ্টবুদ্ধি। ২ দুষ্ট চরিত্র; কুস্বভাব। নষ্টস্মৃতি (বিশেষ্য) অবলুপ্ত স্মৃতি। নষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ বিনাশপ্রাপ্তা। ২ দুষ্টা। ৩ কুচরিত্রা; ভ্রষ্টা; অসতী; ব্যভিচারিণী; কুলটা। দুষ্টামি, দুষ্টামো (বিশেষ্য) ১ দুষ্টামি; শয়তানি; বদমায়েশি (কমলাকান্তের নষ্টামি হাকিম আর সহ্য করিতে পারিলেন না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ পরিহাস। নষ্টোদ্ধার (বিশেষ্য) ১ যা নষ্ট হয়েছে তা পুনর্গঠন। ২ বিলুপ্ত বর্ণ বা শব্দের আনুমানিকভাবে লিখন। ৩ অপহৃত বস্তুর পুনঃপ্রাপ্তি। {(তৎসম বা সংস্কৃত) √নশ্+ত(ক্ত)}
- Bengali Word বিনষ্ট Bengali definition [বিনশ্টো] বিন ১ ধ্বংসপ্রাপ্ত; বিনাশপ্রাপ্ত। ২ অতীত; গত। ৩ ক্ষয়িত। বিনষ্টি (বিশেষ্য) ধ্বংস (লভিলে না বিনষ্টির শেষ স্বর্গলোক-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+নষ্ট}
- Bengali Word প্রনষ্ট Bengali definition [প্রোনশ্টো] (বিশেষণ) ১ সম্পূর্ণরূপে নষ্ট; একেবারে ধ্বংসপ্রাপ্ত। ২ বিনাশপ্রাপ্ত; বিনষ্ট। {(তৎসম বা সংস্কৃত) প্র+নষ্ট}
Closing this window will clear all results and return you back to the search section