Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word নবাব, নওয়াব Bengali definition [নবাব্‌, নওয়াব্‌] (বিশেষ্য) ১ শাসনকর্তা; রাজপ্রতিনিধি (ঢাকার নবাব তথ্য পাঠান-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ রাজন্য; মুসলমান সামন্ত রাজা। ২ মুসলমান ভূস্বামীদের প্রদেয় ব্রিটিশ সরকারের উপাধি বিশেষ। ৪ ধনী ও সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তি। ৫ (ব্যঙ্গার্থ) আরামপ্রিয়; বিলাসী ও অমিতব্যয়ী ব্যক্তি (একবার ওগো বাক্যনবাব, চল দেখি কথা শুনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নবাবজাদা, নবাবযাদা (বিশেষ্য) নবাবের পুত্র; রাজপুত্র। নবাবজাদি (স্ত্রীলিঙ্গ)। নবাব-নাজিম, নবাব-নাযিম (বিশেষ্য) নওয়াব-প্রতিনিধি; প্রদেশ শাসক/পালক ও বিচারক। নবাবপুত্র, নবাবপুত্তুর (বিশেষ্য) ১ নবাবের ছেলে। ২ (ব্যঙ্গার্থ) নবাব পুত্রের মতো বিলাসী ও আড়ম্বরপ্রিয়। নবাবি, নবাবী, নওয়াবি (বিশেষ্য) ১ নবাবের পদ বা কাজ (মীর জাফরালি খাঁ নবাবি চাহিয়াছে-রাগা)। ২ নবাবের মতো আচার-ব্যবহার ও আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা (এদেরই পয়সায় জীপ চড়ে নবাবি করে এসেছি-মনোজ বসু)। ¨(বিশেষণ) ১ নবাবসম্পর্কিত; নবাবের (নবাবি আমল)। ২ নবাবের উপযুক্ত; নবাবসূলভ বড়মানুষি (নবাবি মেজাজ; নবাবি চাল)। {(আরবি) নবাব}
Closing this window will clear all results and return you back to the search section