Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word ধান ১ Bengali definition [ধান্‌](বিশেষ্য) সুপরিচিত শস্যবিশেষ; ধান্য (ধান সিদ্ধ করা)। ২ ধান গাছ (ধান কাটা)। ৩ এক ধান পরিমান ভার; ওজনবিশেষ; সিকি রতি; এক গ্রেনের মতো। ধানি (ধানি জমি), ধেনো (ধেনো মদ) বিণ। ধান কাঁড়া (ক্রিয়া) তুষ পৃথক করে চাল বের করা। ধান কাটা (ক্রিয়া) ধান পাকলে ধান গাছ কেটে আঁটি বাঁধা (রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধান কাড়ানো (ক্রিয়া) ধানক্ষেত কর্ষণ দ্বারা আগাছা দূর করা। ধানকুটনি (বিশেষ্য), (বিশেষণ) যে স্ত্রীলোক ধান ভানে; ধান ভানুনি। ধান কোটা (ক্রিয়া) ধান ভানা। ধান গাছের তক্তা (বিশেষ্য) যা অবাস্তব; অসম্ভব বস্তু। ধান ঝাড়া (ক্রিয়া) কাটা ধান পাটায় আছড়ে ঝাড়া। ২ কুলা দিয়ে ঝেড়ে পরিষ্কার করা। ধান-ঠেঙ্গানো (ক্রিয়া) কাটা ধান পাটায় আছড়িয়ে ঝাড়া। ধান দিয়ে লেখাপড়া শেখা (ক্রিয়া) ১ কম খরচে (পল্লিগ্রামের শিক্ষকের নিকট থেকে) সামান্য বিদ্যালাভ করা। ২ পয়সা খরচ না করার ফলে অল্প বিদ্যা শিক্ষা; অত্যন্ত অল্প বা মূল্যহীন বিদ্যা শেখা। ধানদূর্বা (বিশেষ্য) ১ ধান ও দূর্বা ঘাস। ২ হিন্দু সমাজে বরণ ও আশীর্বাদ (ধান দূর্বা দিয়ে আশীর্বাদ)। ধান নেড়ে দেওয়া (ক্রিয়া) ধানের চারা গজালে ঐগুলো উঠিয়ে অন্যত্র ফাঁক ফাঁক করে লাগানো। ধান পালা দেওয়া (ক্রিয়া) ধানগাছ সুশৃঙ্খলভাবে গাদি করা। ধান বাড়ি (বিশেষ্য) ঋণস্বরূপ দেওয়া ধান, যা পরিশোধের সময়ে বেশি দিতে হয়। ধান বোনা (ক্রিয়া) জমিতে ধান বীজ ছড়ানো (এরূপ চারা পুনরায় তুলে রোপণ করা হয় না)। ধানভানা (ক্রিয়া) ঢেঁকিতে কুটে ধানের তুষ ছাড়িয়ে চাল বের করা। ধান ভানতে শিবের গীত (বিশেষ্য) অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। ধান মাড়াই (বিশেষ্য) বিছানো ধানগাছের উপর গরু চালিয়ে শিষ থেকে ধান পৃথক করা। ধান শুকানো (ক্রিয়া) সিদ্ধ ধান রোদে শুকিয়ে ভানার যোগ্য করা। আউস ধান (বিশেষ্য) যে ধান বর্ষাকালে কাটা হয়। আমন ধান (বিশেষ্য) যে ধান হেমন্ত কালে হয়; শালিধান। ইরিধান (বিশেষ্য) আউশ আমন বোরো সব মৌসুমে উৎপন্ন উচ্চ ফলনশীল (উফশী) ধান; IRRI। উড়কি ধানের মুড়কি, উড়ি ধানের মুড়ি (বিশেষ্য) অজ্ঞাত বস্তু, যার নাম করে ছেলে ভুলানো হয় (উড়কি ধানের মুড়কি দেব-ছড়া)। উড়ি ধান (বিশেষ্য) বন্য ধানবিশেষ; এটা সাধারণত পেকে ঝরে পড়ে এবং সময়মতো তা থেকে পুনরায় গাছ হয়; ঝরা ধান। কত ধানে কত চাল ১ কোন ধানে কী পরিমাণ চাল হয় তা জানা, বোঝা বা সে খবর রাখা। ২ (আলঙ্কারিক) ওয়াকিফহাল হওয়া। ৩ ধমক বা ভীতি প্রদর্শনবিশেষ। ঝরাধান (বিশেষ্য) যে ধান পাকলে জমিতে ঝরে পড়ে। ধানি জমি (বিশেষ্য) ধান উৎপাদনের উপযোগী জমি; যে জমিতে ধান উৎপন্ন হয় (পাঁচ বিঘে ধানী জমি নিষ্কর লিখে দিচ্ছি-মীর মশাররফ হোসেন)। ধানি মরিচ, ধানি লঙ্কা (বিশেষ্য) প্রায় ধানের মতো ছোট অথচ খুব ঝাল মরিচ (গায়ে ধানী লঙ্কা ঘষে দেবে-কাজী নজরুল ইসলাম)। বীজধান (বিশেষ্য) যে পাকা ধান বোনার জন্য রাখা হয়। ষাট বা ষেটে ধান (বিশেষ্য) গ্রীষ্মকালীন ধান; বোরো ধান। {(তৎসম বা সংস্কৃত) ধান্য>}
  • Bengali Word ধান ২ Bengali definition [ধান্‌](বিশেষ্য) ১ আধার; আশ্রয়; নিধান; ভাণ্ডার। ২ স্থান;জায়গা। ধানী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধান+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ধানক Bengali definition [ধানক্‌](বিশেষ্য) ধনে। {ধান+ক}
  • Bengali Word ধানশি, ধানসি Bengali definition [ধান্‌শি](বিশেষ্য) সঙ্গীতের একটি রাগিণী। {(তৎসম বা সংস্কৃত) ধানশ্রী>}
  • Bengali Word ধানাইপানাই Bengali definition [ধানাইপানাই](বিশেষ্য) অসংবদ্ধ কথা; আবোলতাবোল; নানা অপ্রাসঙ্গিক উক্তি (সত্যের নাই ধানাইপানাই, সত্য যাহা সমজ তাই-কাজী নজরুল ইসলাম)। {অজ্ঞাতমূল}
  • Bengali Word ধানি Bengali definition [ধানি](বিশেষণ) ১ কাঁচা ধানের মতো সবুজ রং বিশিষ্ট; হালকা সবুজ (অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল তাদের ধানী রঙের শাড়ীর ঢেউ-কাজী নজরুল ইসলাম)। ২ ধানযুক্ত (ধানী চাউল)। ৩ ধানের মতো চোট (ধানি লঙ্কা)। {ধান+ই}
  • Bengali Word ধানিকী Bengali definition [ধানিকি](বিশেষ্য) ক্ষুদ্র আধার বা স্থান। {(তৎসম বা সংস্কৃত) ধান+ক(কন্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word ধানী Bengali definition [ধানি] বি.(স্ত্রীলিঙ্গ) স্থান; আবাস (রাজধানী)। ২ আধার (পুষ্পধানী)। {(তৎসম বা সংস্কৃত) ধান+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word ধানুকি, ধানুকী Bengali definition [ধানুকি](বিশেষ্য),(বিশেষণ) ধনুকধারী; ধনর্ধর। {(তৎসম বা সংস্কৃত) ধানুষ্ক>(প্রাকৃত) ধাণুক্ক>ধানুকী, ধানুকি}
  • Bengali Word ধানুষ্ক Bengali definition [ধানুশ্‌কো](বিশেষণ) ১ ধনুর্ধর; ধনুর্বিদ্যায় পারদর্শী। ২ ধনুর্বাণধারী সৈন্য। {(তৎসম বা সংস্কৃত) ধনুস্‌+ইক(ঠক্‌)}
  • Bengali Word ধান্দ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ধান্‌দো](বিশেষ্য) ধাঁধা; সংশয় (দেখিলু বদনচান্দ ঘুচিল মনের ধান্দ, এত জানি আইলু দেখিবার-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) দ্বন্দ্ব সমাস>}
  • Bengali Word ধান্দা, ধান্ধা Bengali definition [ধান্‌দা,ধান্‌ধা](বিশেষ্য) ১ ধাঁধা; ধোঁকা; প্রতারণা; বিভ্রম সৃষ্টি। ২ সংশয়; সন্দেহ। ৩ কাজকর্মের সন্ধান (যুদ্ধের পূর্বে লণ্ডনে অগুণিত ভারতীয় নানা ধান্দায় ঘোরাঘুরি করত-সৈয়দ মুজতবা আলী)। ৪ জীবিকার প্রচেষ্টা; রোজগারের ফিকির (তবু কেন অবিশ্রাম আপন ধান্ধায় বিবর্ণ খেয়ালে করো অস্থির নিখিল-বিষ্ণু দে)। ৫ কষ্টে জীবিকা অর্জন (দুঃখ-ধান্দা করে খায়-কাজী নজরুল ইসলাম)। ৬ নেশা; খেয়াল (কেউ কাজকে দেখছে সুন্দর, যে দিনরাত কাজের ধান্ধায় ছুটছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √ধন্ধ্‌>; দ্বন্দ্ব>}
  • Bengali Word ধান্য Bengali definition [ধান্‌নো](বিশেষ্য) ১ ধান ও ধান গাছ; যে শস্য থেকে চাল হয়। ২ তুষযুক্ত শস্য; যব, গম, মুগ প্রভৃতি (যবধান্য)। ৩ পরিমাণবিশেষ; রতির চার ভাগের এক ভাগ। ধান্যক, ধান্যাক (বিশেষ্য) ধনিয়া। ধান্য চমস (বিশেষ্য) চিড়া। ধান্যত্বক (বিশেষ্য) তুষ। ধান্যপঞ্চক (বিশেষ্য) শালী, ব্রীহি, শূক, শিম্বি, ও ক্ষুদ্র-এই পাঁচ প্রকার ধান। ধান্যবীজ (বিশেষ্য) ধানের বীজ। ধান্যবীর (বিশেষ্য) মাষকলাই। ধান্যরাজ (বিশেষ্য) যব। ধান্যশীর্ষক (বিশেষ্য) ধানের শিষ। ধান্যম্ল (বিশেষ্য) কাঁজি; আমানি। ধান্যারি (বিশেষ্য) মূষিক। ধান্যাস্থি (বিশেষ্য) তুষ। আশু ধান্য (বিশেষ্য) বর্ষাকালীন ধান; আউশ ধান। ((তৎসম বা সংস্কৃত) ধন+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ধান্যেশ্বরী Bengali definition [ধান্‌নেশ্‌শোরি](বিশেষ্য) (ব্যঙ্গার্থ) চাল থেকে প্রস্তুত দেশি মদ; ধেনো মদ (দু’ বোতল ধান্যেশ্বরী শেষ করে বুঁদ হয়ে বসে আছে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) ধান্য+ঈশ্বরী}
  • Bengali Word অনবধান Bengali definition [অনবধান্‌] (বিশেষ্য) ১ অমনোযোগ; উপেক্ষা। □ (বিশেষণ) অমনোযোগী; যত্নহীন। অনবধানতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অবধান; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনুসন্ধান Bengali definition [ওনুশন্‌ধান্] (বিশেষ্য) ১ অন্বেষণ; খোঁজ। ২ গবেষণা (অনুসন্ধান-বিশারদ)। অনুসন্ধানী (বিশেষণ) অনুসন্ধানে পটু। অনুসন্ধাতা, অনুসন্ধায়ক, অনুসন্ধায়ী (-য়িন্) (বিশেষণ) অন্বেষণকারী। অনুসন্ধেয় (বিশেষণ) অনুসন্ধানযোগ্য। {(তৎসম বা সংস্কৃত)অনু+সন্ধান; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অন্তর্ধান Bengali definition [অন্‌তোর্‌ধান্‌/অন্‌তর্‌ধান্‌] (বিশেষ্য) তিরোধান; অদৃশ্য হয়ে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) অন্তঃ + √ধা+অন(ল্যুট্)}
  • Bengali Word অপ্রধান Bengali definition [অপ্‌প্রোধান্] (বিশেষণ) ১ মূখ্য নয় এমন; শ্রেষ্ঠ নয় এরূপ। ২ গৌণ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রধান; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবধান Bengali definition [অবোধান্] (বিশেষ্য) ১ প্রণিধান। ২ বিশেষ মনোনিবেশ। ৩ মনোযোগের সাথে শ্রবণ (কারো অবধান-রবীন্দ্রনাথ ঠাকুর; ব্রাহ্মণ বলেন কন্যা কর অবধান-ক্ষেমানন্দ দাস)। ৪ শুনতে আজ্ঞা হোক অর্থে (কহে মন্ত্রিবর, জুড়ি দুই কর, অবধান মহিপতি-রঙ্গলাল সেন)। {(তৎসম বা সংস্কৃত)অব+√ধা+অন(ল্যুট্)}
  • Bengali Word অবিধান Bengali definition [অবিধান্] (বিশেষ্য) ১ অন্যায় নির্দেশ; অশাস্ত্রীয় ব্যবস্থা। ২ অব্যবস্থা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিধান; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অব্যবধান Bengali definition [অব্যাবোধান্] (বিশেষ্য) ১ ব্যবধানহীনতা। ২ মোটেই ফাঁক বা বিরাম নেই এমন অবস্থা; immediacy । {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যবধান; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অভিধান Bengali definition [ওভিধান্] (বিশেষ্য) ১ অর্থসহ শব্দকোষ; dictionary। ২ পরিচয়; নাম (এই হেতু অপর্ণা হইল অভিধান-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ বাক্য; নির্দেশ। আভিধানিক (বিশেষণ) ১ শব্দকোষ সম্বন্ধীয়। ২ শব্দার্থবিদ; lexicographer। {(তৎসম বা সংস্কৃত) অভি+ √ধা+অন(ল্যুট্)}
  • Bengali Word অসাবধান Bengali definition [অশাব্‌ধান্] (বিশেষণ) ১ অসতর্ক; অনবধান। ২ অমনোযোগী; অনবহিত। অসাবধানতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সাবধান; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word আধান Bengali definition [আধান্] (বিশেষ্য) ১ আধার; পাত্র। ২ উৎপাদন (গর্ভাধান)। ৩ ধারণ; গ্রহণ (গৌরী কোলে করিল আধান-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ স্থাপন (অগ্ন্যাধান)। □ (বিশেষণ) সঞ্চার (প্রকৃতিতে তেজপ্রভ করিল আধান-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) আ + √ধা+অন}
  • Bengali Word উপধান, উপাধান Bengali definition [উপোধান্, উপাধান্] (বিশেষ্য) ১ উপাধান; বালিশ। ২ ধারণ। ৩ প্রণয়। ৪ ব্রতবিশেষ। উপধানীয় (বিশেষ্য) বালিশ; উপাধান। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √ধা+অন(ল্যুট্)}
Closing this window will clear all results and return you back to the search section