- Bengali Word ধন Bengali definition [ধন্] (বিশেষ্য) ১ টাকাকড়ি; অর্থ। ২ স্থাবর-অস্থাবর সম্পত্তি। ৩ সম্পদ; সোনা-রুপা-মণি-মাণিক্যাদি; wealth। ৪ স্নেহ-সম্বোধন (বাপধন, বাছাধন)। ৫ সম্বল (কাঙালের ধন)। ৬ (জ্যোতির্বিজ্ঞান) ধনিষ্ঠা নক্ষত্র। ৭ (গণিত.) যোগচিহ্ন (+), plus। ধনকষ্ট (বিশেষ্য) টাকা-পয়সার অভাবজনিত কষ্ট। ধনকাম, ধনগধ্নু (বিশেষণ) অর্থলোভী। ধনকুবের (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত ধনদেবতা কুবেরের ন্যায় ধনী ব্যক্তি। ২ অত্যন্ত ধনবান; অপরিমিত অর্থশালী। ধনক্ষয় (বিশেষ্য) অর্থ-ব্যয়; ধননাশ; অপচয়। গর্ব (বিশেষ্য) ঐশ্বর্যের অহঙ্কার; টাকা-পয়সা অধিক হওয়ার জন্য গর্ব। ধনগর্বী, ধনগর্বিত (বিশেষণ) ধনের অহঙ্কারী। ধনগর্বিতা( স্ত্রীলিঙ্গ) । ধনগৌরব (বিশেষ্য) ধনগর্ব। ২ ধনের মহিমা। ধন-ঘড়া (বিশেষ্য) ধনপূর্ণ কলস (বড় আশার ধন- ঘড়া তোর যায় তলিয়ে ঘাটের কাছে এসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ধনজন (বিশেষ্য) অর্থবল ও লোকবল। ধনঞ্জয় (বিশেষ্য) ধন জয়কারী। ২ মহাভারতোক্ত; তৃতীয় পাণ্ডব অর্জুন। ৩ পক্ষীবিশেষ। ৪ অর্জুন বৃক্ষ। ৫ বায়ুবিশেষ। ৬ অগ্নি। ধনঞ্জয়ের পালা (বিশেষ্য) ১ বিলক্ষণ প্রহারের পালা। ২ প্রহারের দ্বারা তাড়ানোর পালা। ধনতন্ত্র (বিশেষ্য) ধনিক শ্রেণির শাসন। ধনতৃষা, ধনতৃষ্ণা (বিশেষ্য) অর্থলোভের প্রবল আকাঙ্খা; ধনের পিপাসা। ধনদ (বিশেষ্য) ১ হিন্দুমতে ধনের দেবতা কুবের; mammon (ধনদের হৈমাগারে রত্ন রাজী যথা-মাইকেল মধুসূদন দত্ত) । ২ ধনদাতা। ৩ ধন উৎপাদনকারী। ৪ হিজল গাছ। ধনদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ধনদান করে যে এমন (নারী)। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুমতে ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্ণী। ধনদণ্ড (বিশেষ্য) অর্থের অহংকার; টাকার দেমাক। ধনদাতা(-তৃ), ধনদায়ক (বিশেষণ) ধনদানকারী। ধনদাত্রী, ধনদায়িকা( স্ত্রীলিঙ্গ) । ধনদায়ী(-য়িন্) (বিশেষণ) ধনদাতা। ধনদায়িনী( স্ত্রীলিঙ্গ) । ধনদাস (বিশেষ্য) ১ ধন যার উপাস্য; ধনলাভের জন্য যে সকল প্রকার হীনতা স্বীকার করে। ২ অতিশয় কৃপণ; অত্যন্ত অর্থলোভী ব্যক্তি। ধনদাসী( স্ত্রীলিঙ্গ) । ধনদেব, ধনদেবতা (বিশেষ্য) হিন্দু পুরাণ অনুযায়ী ধনের দেবতা কুবের; mammon। ধনদেবী( স্ত্রীলিঙ্গ) । ধনদৌলত, ধনসম্পদ, ধনসম্পত্তি (বিশেষ্য) অর্থ ও সম্পত্তি; ঐশ্বর্য। ধনধান্য (বিশেষ্য) টাকা-পয়সা ও শস্যের প্রাচুর্য বা আধিক্য। ধননাশ (বিশেষ্য) অর্থের অপব্যয়; টাকা-পয়সার ক্ষতি। ধননিয়োগ, ধনপ্রয়োগ (বিশেষ্য) ১ অর্থের প্রয়োগ; ধন ব্যবহার। ২ ব্যবসা-বাণিজ্যে টাকা-পয়সা লাগোনো বা খাটানো; investment। ধনপতি (বিশেষ্য) ১ বহু ধনের মালিক; ধনী ব্যক্তি। ২ চণ্ডীমঙ্গল কাব্যের জনৈক সওদাগর। ধনপাল (বিশেষ্য) ১ ধনের জিম্মাদার। ২ তহবিলদার। ধনপিপাসা (বিশেষ্য) ধন লাভের জন্য প্রবল আকাঙ্খা; ধনতৃষ্ণা। ধনপিশাচ (বিশেষণ) অত্যন্ত ধনলোভী ও কৃপণ; অতিশয় ব্যয়কুন্ঠ। ধনপ্রাণ (বিশেষ্য) সম্পত্তি ও জীবন (ধনপ্রাণ বিপন্ন)। ধনবত্তা (বিশেষ্য) ধনশালিতা; বৈভবশালিতা। ধনবান (বিশেষণ) ধনী; ধনশালী। ধনবতী( স্ত্রীলিঙ্গ) । ধনবিজ্ঞান, ধনবিদ্যা (বিশেষ্য) অর্থের ব্যুৎপত্তি ও প্রসার-বিষয়ক বিদ্যা; জাতীয় ধনের উৎপাদন ও ব্যবহারবিষয়ক শাস্ত্র; অর্থনীতি; economics। ধনবিজ্ঞানী, ধনবৈজ্ঞানিক (বিশেষ্য) ধনবিজ্ঞানশাস্ত্রে অভিজ্ঞ; ধনবিজ্ঞানবিদ; অর্থনীতিবিদ। ধনবিনিয়োগ (বিশেষ্য) ব্যবসা-বাণিজ্যে মূলধনরূপে টাকা খাটোনো। ধনবিভাগ (বিশেষ্য) ১ ধনের বন্টন বা বাটোয়ারা। ২ উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বন্টন। ধনবৃদ্ধি (বিশেষ্য) আয় বৃদ্ধি; সম্পত্তি বৃদ্ধি। ধনভাণ্ডার (বিশেষ্য) ১ ধন রাখবার স্থান; ধনাগার; কোষাগার; treasury। ২ তহবিল; fund। ধনমদ (বিশেষ্য) প্রচুর টাকা-পয়সা থাকার জন্য অহংকার; টাকার গর্ব। ধনমান (বিশেষ্য) ধন-সম্পদ ও সম্মান। ধনলালসা, ধনলিপ্সা (বিশেষ্য) ধনের জন্য লোভ; অর্থতৃষ্ণা। ধনলুব্ধ (বিশেষণ) ধন-লোভে অন্ধ; ধনমুগ্ধ। ধনশালী (বিশেষণ) ধন আছে এমন; ধনাঢ্য; ধনে ঋদ্ধ; বহু ধনের মালিক; বড় ধনী। ধনশালিনী( স্ত্রীলিঙ্গ) । ধনশালিতা বি। ধনশ্রী (সনৃ) (বিশেষ্য) সঙ্গীতের একটি রাগিণী; ধানশী। ধনসম্পত্তি, ধনসম্পদ (বিশেষ্য) টাকা-পয়সা ও ভূ- সম্পত্তি; ধন-দৌলত। ধনস্থান (বিশেষ্য) (জ্যোশ্) লগ্ন থেকে দ্বিতীয় স্থান। ধনহর, ধনহারী (বিশেষ্য) চোর। ধনহরি (বিশেষ্য) গন্ধদ্রব্যবিশেষ। ধনহানি (বিশেষ্য) অর্থনাশ। ধনহীন (বিশেষণ) দরিদ্র; নির্ধন। ধনহীনা( স্ত্রীলিঙ্গ) । ধনাকাঙ্ক্ষা (বিশেষ্য) ধনলাভের বাসনা; ধনস্পৃহা; অর্থাভিলাষ। ধনাগম (বিশেষ্য) অর্থাগম; আয়; উপার্জন; income। ধনাগার (বিশেষ্য) ধনভাণ্ডার; কোষাগার; treasury। ধনাঢ্য (বিশেষণ) ধনশালী; বহুধনবিশিষ্ট; ধনী; বড়লোক। ধনাঢ্যা( স্ত্রীলিঙ্গ) । ধনাত্মক (বিশেষণ) ১ বিদ্যমানজ্ঞাপক; সত্তাত্মক; positive। ২ (গণিত.) যোগ চিহ্ন; যুক্ত রাশি; ‘+’- এই চিহ্ন দ্বারা ধনাত্মক এবং ‘-’ চিহ্ন দ্বারা ঋণাত্মক ভাব জ্ঞাপন করা হয়। ধনাত্মিকা( স্ত্রীলিঙ্গ) । ধনাধার (বিশেষ্য) সিন্দুক; ধন রাখার পাত্র; treasure-chest। ধনাধিকার (বিশেষ্য) ১ ধনপ্রাপ্তি; ধনের মালিকানা। ২ উত্তাধিকার সূত্রে অর্থলাভের স্বত্ব; দায়াধিকার। ধনাধিকার বিণ। ধনাধিকারিণী( স্ত্রীলিঙ্গ) । ধনাধিকৃত (বিশেষণ) ধন রক্ষার ভারপ্রাপ্ত। □ (বিশেষ্য) ধনাধ্যক্ষ; treasurer। ধনাধিকৃতা( স্ত্রীলিঙ্গ) । ধনাধিপ, ধনাধিপতি, ধনাধ্যক্ষ (বিশেষ্য) হিন্দুপুরান মতে কুবের; ধনের অধিপতি। ২ ধনবান ব্যক্তি। ধনাধিপা( স্ত্রীলিঙ্গ) । ধনাধ্যক্ষ (বিশেষ্য) ১ হিন্দুদেবতা কুবের। ২ কোষাধ্যক্ষ; ধন-ভাণ্ডারের ভারপ্রাপ্ত কর্মচারী; treasurer। ৩ তহবিলদার; খাজাঞ্চি; cashier। ধনাপহারী (-রিন্) (বিশেষণ) চোর। ধনাপহারিণী( স্ত্রীলিঙ্গ) । ধনার্চিত (বিশেষ্য), (বিশেষণ) ধন আছে বলে লোকে যাকে সম্মান করে; ধনী হিসেবে আদৃত; ধনাঢ্য। ধনার্চিতা( স্ত্রীলিঙ্গ) । ধনার্জন (বিশেষ্য) অর্থোপার্জন; রোজগার। ধনার্জিত (বিশেষণ) ধনের দ্বারা প্রাপ্ত; অর্থলব্ধ। ধনার্থী(-থিন্) (বিশেষণ) ধনের ভিক্ষুক; অর্থাভিলাষী; ধনাকাঙ্ক্ষী। ধনার্থিনী( স্ত্রীলিঙ্গ) । ধনেপ্রাণে মজা, ধনে প্রাণে মরা (ক্রিয়া) অর্ত ও জীবন দুইই নষ্ট হওয়া। ধনেশ্বর (বিশেষ্য)১ হিন্দুমতে কুবের। □ (বিশেষণ) ধন-স্বামী; ধনের অধিকারী। ধনৈষী(-ষিন্) (বিশেষণ) ধনকামী; মহাজন। {(তৎসম বা সংস্কৃত) √ধন্+ অ(অচ্)}
Closing this window will clear all results and return you back to the search section