Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word দ্রোণ Bengali definition [দ্রোন্‌] (বিশেষ্য) ১ কুরুবংশের অস্ত্রগুরু দ্রোণাচার্য; ভরদ্বাজ মুনিবর পুত্র। ২ শস্য ইত্যাদি মাপার পাত্রবিশেষ। ৩ শস্যাদির পরিমাণ নির্দেশক শব্দ (চট্টগ্রামে ১৬ কানিতে এক দ্রোণ)। ৪ দাঁড়কাক। ৫ পুষ্পবিশেষ (আলোক লতার পাশে গন্ধ ঢালে দ্রোণ ফুল বাসকের গায়-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু+ন}
  • Bengali Word দ্রোনি, দ্রোণী Bengali definition [দ্রোনি] (বিশেষ্য) ১ ডোঙ্গা; এক প্রকার ছোট নৌকা; ডিঙ্গি। ২ দুনি; জল-সেচনী (আকাশে জলের রয়েছে যে দ্রোণি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ কলস; মাটির তৈরি জলপাত্রবিশেষ। ৪ গরুর জাব খাবার গামলা। ৫ দুই পর্বতের মধ্যস্থ নিম্নভূমি। দ্রোণিদল (বিশেষ্য) কেয়া ফুলের গাছ। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু+নি, + ঈ(ঙীষ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section