- Bengali Word দেনা Bengali definition [দেনা] (বিশেষ্য) ১ ধার; কর্জ; ঋণ (আমি চুকিয়ে দিয়েছি নিয়েছি সকল পাওনা-দেনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ যে অর্থ ফেরত দিতে হবে। ৩ অর্থ ইত্যাদি প্রদান (লেনা-দেনা)। দেনাদার, দেনদার (বিশেষ্য) (বিশেষণ) ঋণী; খাতক। দেনা-পাওনা (বিশেষ্য) শোধযোগ্য ও প্রাপ্তিযোগ্য অর্থ। দেনায় কুরে খাওয়া (ক্রিয়া) ঋণভারে জর্জরিত হওয়া। দেনার দায়ে মাথা বিক্রি করা (ক্রিয়া) দেনায় জর্জরিত হওয়া। {(আরবি)দায়ীন্}
Closing this window will clear all results and return you back to the search section