Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word দেখা Bengali definition [দ্যাখা] (ক্রিয়া) ১ দর্শন করা; চোখে পড়া (চাঁদ দেখা)। ২ দৃষ্টিপাত করা; তাকানো; চাওয়া (অন্যদিকে দেখা)। ৩ তত্ত্ব নেওয়া; তত্ত্বাবধান করা। ৪ সেবা শুশ্রূষা করা (রোগীকে দেখার মতো লোক নেই)। ৫ চিকিৎসা করা (তোমাকে কোন ডাক্তার দেখছে?)। ৬ অভিজ্ঞতা থাকা; প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (এ বয়সে কতো দেখেছি)। ৭ পরীক্ষা বা পর্যবেক্ষণ করা; বিচার-বিবেচনা করা (নাড়ি দেখা, অবস্থা দেখা)। ৮ বিলম্ব করা; অপেক্ষা করা (দেখো কী হয়)। ৯ খুঁজে বের করা; সন্ধান নেওয়া (বাসা দেখা, গাড়ি দেখা)। ১০ চেষ্টা করা (আর দেখে কী হবে?)। ১১ জব্দ করা; হুমকি দেওয়া; ভয় দেখানো; চোখ রাঙানো (তোমাকে দেখে নেব)। ১২ স্থির করা; বোঝা; সিন্ধান্তে আসা (ভেবে দেখো এ কাজ পারবে কিনা)। ১৩ সাবধান হওয়া (দেখো ভুল যেন না হয়)। ১৪ উপভোগ করা (খেলা দেখা)। ১৫ অনুসরন করা; অবলম্বন করা (গুরুর পথ দেখা)। ১৬ পাঠ করা (খবরের কাগজ দেখা)। ১৭ সাক্ষাৎ করা (একবার ওকে দেখে যাও)। ১৮ ধারণা করা (এ তো দেকছি আস্ত গাধা)। ১৯ দর্শন; সাক্ষাৎ (দেখা পাওয়া, চোখের দেখা)। □ (বিশেষণ) দৃষ্ট (দেখা জিনিস)। দেখই ((ব্রজবুলি)) (ক্রিয়া) দেখে। দেখতে না দেখতে-অত্যন্ত অল্প সময়ের মধ্যে; অতি দ্রুত। দেখব ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) ১ দেখব। ২ দেখবে। দেখবি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) ১ দেখবে। ২ দেখবি। দেখ-ভাল করা (ক্রিয়া) অনুসন্ধান করা; উত্তমরূপে দেখা; খোঁজখবর করা। দেখ-মার করা (ক্রিয়া) দেখতে পেলেই প্রহার করা। দেখলি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখলে। দেখলু, দেখলু ((মধ্যযুগীয় বাংলা)) দেখলাম। দেখিয়ে/দেখাইয়া দেওয়া (ক্রিয়া) ১ শেখানো; বাতলিয়ে দেওয়া; পড়া দেখিয়ে দেওয়া; পথ দেখিয়ে দেওয়া। ২ জব্দ করা; ভীতি প্রদর্শন করা। (আমাকে মারলে দেখিয়ে দেবো)। দেখাদেখি (বিশেষ্য) ১ পরস্পর দেখা-সাক্ষাৎ। ২ পরস্পর অনুকরণ (পরীক্ষার হলে খাতা দেখাদেখি করো না)। □ (ক্রিয়াবিশেষণ) অনুকরণে; নকলে (ওর দেখাদেখি তুমিও একাজ করলে)। দেখানো (ক্রিয়া) প্রদর্শন করা; অন্যের দৃষ্টি আকর্ষণ করা (কাপড়টা ওকে দেখাও)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। দেখায়লি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখালে (হসইতে কব তুঁহু দর্শন দেখায়লি-বিদ্যাপতি)। দেখায়সি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখাও। দেখাশুনা, দেখাশোনা (বিশেষ্য) ১ তত্ত্বাবধান; খোঁজখবর। ২ দেখা-সাক্ষাৎ। দেখা-সাক্ষাৎ (বিশেষ্য) পরস্পর সাক্ষাৎ ও আলাপ। দেখতে/দেখিতে (ক্রিয়াবিশেষণ) নিমেষের মধ্যে; অল্প সময়ের মধ্যে; চোখের সম্মুখে। দেখিল ((মধ্যযুগীয় বাংলা)), দেখিলুঁ ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখলাম (আহ্মে দেখিলুঁ বড়ায়ি-বড়ু চণ্ডীদাস; শ্যামেরে দেখিলুঁ যাইয়া-জয়দেব)। দেখে নেওয়া (ক্রিয়া) প্রতিশোধ নেওয়ার ভয় দেখানো। চোখের দেখা ⇒ চোখ। লোক দেখানো ⇒ লোক। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌>√দেখ্‌+আ}
  • Bengali Word অদেখা, আদেখা, আদেখ Bengali definition (মধ্যযুগীয় বাংলা)[অদ্যাখা, আদেখা, আদেখ্‌] (বিশেষণ) দেখা হয়নি বা যায়নি এমন; অদৃশ্য; অদৃষ্ট (আনাচ-কানাচই নেই আর অদেখা-অচিন্ত্য কুমার সেনগুপ্ত; আদেখা সেই জগৎ থেকে –ড, মুহম্মদ শহীদুল্লাহ; উদ্যান মেদিনী জথ হইল আদেখ-দৌলত উজির বাহরাম খান)। {(বাংলা) অ,আ+দেখা; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word আদেখা Bengali definition অদেখা
Closing this window will clear all results and return you back to the search section