- Bengali Word দেওয়ান ১, দেয়ান Bengali definition [দ্যাওয়ান্, দেয়ান্] (বিশেষ্য) খাজনাদি আদায়ের জন্য নিযুক্ত সর্বপ্রধান কর্মচারী। ২ রাজস্ব বিভাগের মন্ত্রী; রাজস্ব সচিব বা মন্ত্রী। ৩ রাজদরবার; মন্ত্রণাসভা (দুধে-ভাতে ভাল ছিল হেন বুদ্ধি কেটা দিল পাতশার দেওয়ানে আসিতে-ভারতচন্দ্র রায়গুণাকর)। দেওয়ান-ই-আবদুল মওদুদ (বিশেষ্য) ১ সাধরণ রাজদরবার; যে রাজসভায় সর্বসাধারণের প্রবেশাধিকার থাকে। ২ মোগল সম্রাট শাহজাহান নির্মিত অন্যতম দরবার গৃহ। দেওয়ান-ই-খাস (বিশেষ্য) ১ রাজা ও রাজমন্ত্রীদের দরবার গৃহ। ২ মোগল সম্রাট শাহজাহান নির্মিত অন্যতম দরবার গৃহ। দেওয়ানখানা (বিশেষ্য) কাছারি; দরবার গৃহ (নিজ দেওয়ানখানা মছনদে বসিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) দীরান}
- Bengali Word দেওয়ান ২, দিওয়ান Bengali definition [দ্যাওয়ান্, দিওয়ান্] (বিশেষ্য) কাব্য-সংগ্রহ (দিওয়ান-ই-হাফিজ)। {(ফারসি) দীরন}
- Bengali Word দেওয়ানো Bengali definition [দ্যাওয়ানো] (ক্রিয়া) ১ অন্যের দ্বারা প্রদান করা অর্পণ করানো (টাকাটা কাউকে দিয়ে দেওয়ানো)। ২ সম্পন্ন, সম্পাদন বা সমাধা করানো (কাজ করিয়ে দেওয়ানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {দেওয়া+আনো}
- Bengali Word দেওয়ানা, দীউওয়ানা, দীওয়ানা Bengali definition [দ্যাওয়ানা, দিউওয়ানা, দিওয়ানা] (বিশেষ্য) ১ পাগল; পাগলের মতো; উন্মাদ (শুনিয়া আশক ছিনু দেখিয়া দেওয়ানা হইনু জীউ মেরা হৈল বেকারার-সৈয়দ হামজা; হয়তো জ্বলন্ত তার ক্ষুব্ধ বুকে দীউয়ানা সে সুর-ফররুখ আহমদ)। ২ বিকৃতমস্তিষ্ক (মোর মালুম হয় উনা দেওয়ানা হয়েছে-টেঠা)। {(ফারসি) দীরানহ্}
- Bengali Word দেওয়ানি, দেওয়ানী Bengali definition [দ্যাওয়ানি] (বিশেষ্য) দেওয়ানের পদ কাজ বা অধিকার (১৭৫৬ খৃস্টাব্দ ইংরেজদের দেওয়ানি লাভের পূর্ব পর্যন্ত-মুঃ আবদুর রাজ্জাক; কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেন-আনিস চৌধৃরী)। □ (বিশেষণ) বিষয়াদির অধিকার বা বিষয়াদি সম্বন্ধীয় যা ফৌজদারি বা অপরাধমূলক ঘটনা সম্পর্কিত নয়; civil (দেওয়ানি আদালত)। দেওয়ানি মামলা/মোকদ্দমা (বিশেষ্য) বিষয়সম্পত্তি সম্বন্ধীয় মামলা। {(ফারসি) দীরানী}
- Bengali Word দাওনা, দেওয়ানা Bengali definition [দাওনা, দ্যাওয়ানা] (বিশেষ্য) পাগল (দাওনা তাইয়া দেওয়ান কান্দ্যা ভিজায়ে মাটি-ময়মনসিংহ গীতিকা)। {(ফারসি) দীরানি্}
Closing this window will clear all results and return you back to the search section