Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word দেও ১ Bengali definition [দেও] (বিশেষ্য) দৈত্য। {(ফারসি) দের}
  • Bengali Word দেও ২ Bengali definition [দেও] (ক্রিয়া) দাও। {(তৎসম বা সংস্কৃত) √দা}
  • Bengali Word দেওদার Bengali definition [দেওদার্‌] (বিশেষ্য) পাইন জাতীয় গাছ (দেওদার তরু সারে সারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) deodar; (ফারসি) দেব + দার(বৃক্ষ); (তৎসম বা সংস্কৃত) দেবদারু}
  • Bengali Word দেওদাশা Bengali definition [দ্যাওদাশা] (বিশেষ্য) দৈত্য; দানব (দেওদাশা আইল বুঝি মারবারে-জসীমউদ্‌দীন)। {দেও+দাস>?}
  • Bengali Word দেওয়া ১ Bengali definition ⇒ দেয়া১
  • Bengali Word দেওয়া ২, দেয়া Bengali definition [দ্যাওয়া] (ক্রিয়া) ১ প্রদান করা (ঋন দেওয়া)। ২ জোগানো; সরবরাহ করা (ভাত কাপড় দেওয়া)। ৩ দান করা (ভিক্ষা দেওয়া)। ৪ বিবাহে কন্যা সম্প্রদান করা (মেয়ে দেওয়া)। ৫ জন্মানো; উৎপন্ন করা (সূর্য কিরণ দেয়)। ৬ ন্যস্ত করা; নিযুক্ত করা; অর্পণ করা (কাজ দেওয়া; কাজের ভার দেওয়া)। ৭ বিসর্জন করা; উৎসর্গ করা (জীবন দেওয়া)। ৮ পাঠানো (চিঠিটা ডাকে দেওয়া)। ৯ সেচন করা (গাছে পানি দেওয়া)। ১০ প্রয়োগ করা (দৃষ্টান্ত দেওয়া)। ১১ বিক্রয় করা; বিনিময় করা (এক টাকার চাল দাও)। ১২ জ্ঞাপন করা; জানানো; বলা (সংবাদ দেওয়া, ধন্যবাদ দেওয়া)। ১৩ আরোপ করা (উপাধি দেওয়া)। ১৪ ক্ষমতা বা যোগ্যতা দেখানো (পাল্লা দেওয়া, পরীক্ষা দেওয়া)। ১৫ স্থাপন করা; বসানো (রোদে দেওয়া, বেড়া দেওয়া)। ১৬ অনুষ্ঠানাদি সম্পাদন বা শেষ করা (মেয়েটার বিয়ে দিয়েছি)। ১৭ প্রতিষ্ঠা বা নির্মাণ করা (মসজিদ বা স্কুলে দেওয়া)। ১৮ পরিধান করা (গায়ে জামা দেওয়া, মাথায় ছাতা বা টুপি দেওয়া)। ১৯ প্রবিষ্ট করা; ভর্তি করা (জেলে দেওয়া, স্কুলে দেওয়া)। ২০ ফেলা; নিক্ষেপ করা (পানিতে দেওয়া, নজর দেওয়া)। ২১ মঞ্জুর করা (ছুটি দেওয়া)। ২২ অনুমতি দান করা; বাধার সৃষ্টি না করা (যাইতে দেওয়া)। ২৩ বন্ধ করা; আটকানো (খিল দেওয়া)। ২৪ বপন করা (জমিতে বীজ দেওয়া)। ২৬ লেখা বা আঁকা (দাগ দেওয়া, ফোঁটা দেওয়া)। ২৬ স্পর্শ করা; স্পৃষ্ট করা (হাত দেওয়া)। ২৭ বুলানো (ছবিতে রং দেওয়া)। ২৮ ঘর্ষণ করা; লাগানো (ঝাড়ু দেওয়া)। ২৯ মারা (চড় দেওয়া)। ৩০ রাখা (বাদ দেওয়া)। ৩১ সৃষ্টি করা; তৈরি করা (গানে সুর দেওয়া)। ৩২ শেষ করা; সমাপ্ত করা (ফেলে দেওয়া)। ৩৩ প্রবেশ করানো; ঢুকানো (মুখে আঙুল দেওয়া)। ৩৪ সঞ্চার করা (বল দেওয়া)। ৩৫ ভার বা দায়িত্ব দেওয়া (কাজে হাত দেওয়া)। ৩৬ প্রতিশ্রুতি দান করা (কথা দেওয়া)। ৩৭ চ্যুত হওয়া (জাত দেওয়া)। ৩৮ জ্বালানো (উনানে আগুন দেওয়া)। ৩৯ সন্নিবেশ করা (দাড়ি বা কমা দেওয়া)। □ (বিশেষণ) ১ প্রদত্ত (দেওয়া জিনিস)। ২ উক্ত সকল অর্থে। □ (বিশেষ্য) ১ দান বা দত্ত সামগ্রী (দেওয়া থোওয়া)। ২ উক্ত সকল অর্থ। {(তৎসম বা সংস্কৃত) √দা>দি+আ}
  • Bengali Word দেওয়ান ১, দেয়ান Bengali definition [দ্যাওয়ান্‌, দেয়ান্‌] (বিশেষ্য) খাজনাদি আদায়ের জন্য নিযুক্ত সর্বপ্রধান কর্মচারী। ২ রাজস্ব বিভাগের মন্ত্রী; রাজস্ব সচিব বা মন্ত্রী। ৩ রাজদরবার; মন্ত্রণাসভা (দুধে-ভাতে ভাল ছিল হেন বুদ্ধি কেটা দিল পাতশার দেওয়ানে আসিতে-ভারতচন্দ্র রায়গুণাকর)। দেওয়ান-ই-আবদুল মওদুদ (বিশেষ্য) ১ সাধরণ রাজদরবার; যে রাজসভায় সর্বসাধারণের প্রবেশাধিকার থাকে। ২ মোগল সম্রাট শাহজাহান নির্মিত অন্যতম দরবার গৃহ। দেওয়ান-ই-খাস (বিশেষ্য) ১ রাজা ও রাজমন্ত্রীদের দরবার গৃহ। ২ মোগল সম্রাট শাহজাহান নির্মিত অন্যতম দরবার গৃহ। দেওয়ানখানা (বিশেষ্য) কাছারি; দরবার গৃহ (নিজ দেওয়ানখানা মছনদে বসিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) দীরান}
  • Bengali Word দেওয়ান ২, দিওয়ান Bengali definition [দ্যাওয়ান্‌, দিওয়ান্‌] (বিশেষ্য) কাব্য-সংগ্রহ (দিওয়ান-ই-হাফিজ)। {(ফারসি) দীরন}
  • Bengali Word দেওয়ানো Bengali definition [দ্যাওয়ানো] (ক্রিয়া) ১ অন্যের দ্বারা প্রদান করা অর্পণ করানো (টাকাটা কাউকে দিয়ে দেওয়ানো)। ২ সম্পন্ন, সম্পাদন বা সমাধা করানো (কাজ করিয়ে দেওয়ানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {দেওয়া+আনো}
  • Bengali Word দেওয়ানা, দীউওয়ানা, দীওয়ানা Bengali definition [দ্যাওয়ানা, দিউওয়ানা, দিওয়ানা] (বিশেষ্য) ১ পাগল; পাগলের মতো; উন্মাদ (শুনিয়া আশক ছিনু দেখিয়া দেওয়ানা হইনু জীউ মেরা হৈল বেকারার-সৈয়দ হামজা; হয়তো জ্বলন্ত তার ক্ষুব্ধ বুকে দীউয়ানা সে সুর-ফররুখ আহমদ)। ২ বিকৃতমস্তিষ্ক (মোর মালুম হয় উনা দেওয়ানা হয়েছে-টেঠা)। {(ফারসি) দীরানহ্‌}
  • Bengali Word দেওয়ানি, দেওয়ানী Bengali definition [দ্যাওয়ানি] (বিশেষ্য) দেওয়ানের পদ কাজ বা অধিকার (১৭৫৬ খৃস্টাব্দ ইংরেজদের দেওয়ানি লাভের পূর্ব পর্যন্ত-মুঃ আবদুর রাজ্জাক; কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেন-আনিস চৌধৃরী)। □ (বিশেষণ) বিষয়াদির অধিকার বা বিষয়াদি সম্বন্ধীয় যা ফৌজদারি বা অপরাধমূলক ঘটনা সম্পর্কিত নয়; civil (দেওয়ানি আদালত)। দেওয়ানি মামলা/মোকদ্দমা (বিশেষ্য) বিষয়সম্পত্তি সম্বন্ধীয় মামলা। {(ফারসি) দীরানী}
  • Bengali Word দেওয়া-নেওয়া Bengali definition [দ্যাওয়ান্যাওয়া] (বিশেষ্য) দান ও গ্রহণ {দেওয়া-নেওয়া}
  • Bengali Word দেওয়াল Bengali definition ⇒ দেয়াল
  • Bengali Word দেওয়ালি, দেওয়ালী, দেয়ালি Bengali definition [দ্যাওয়ালি, দ্যাওয়ালী, দেয়ালি] (বিশেষ্য) দীপাবলি; দীপান্বিতার উৎসব (আঙিনাতে জ্বাল্‌রে তোরা অরুণ দেয়ালী-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) দীপালোকে শোভিত; প্রদীপযুক্ত (দেওয়ালি উৎসব)। দেওয়ালি পোকা, দেওয়ালিমক্ষী (বিশেষ্য) দেওয়ালির সময়ে আলোতে পড়ে পুড়ে মরে এমন পতঙ্গ বা পোকাবিশেষ; শ্যামা পোকা (দেয়ালি মক্ষীরা প্রেমের গুঞ্জন শত হৃদয় আলোর পাশে ঘোরে বর্ষকাল-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) দীপাবলী>দীপালি>দেওয়ালি>}
  • Bengali Word দেওর Bengali definition [দ্যাওর্‌] (বিশেষ্য) দেবর; স্বামীর ছোট ভাই। দেওর-ঝি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দেবরকন্যা। দেওর-পো (বিশেষ্য) দেবর-পুত্র। {(তৎসম বা সংস্কৃত) দ্বিতীয়বর>}
  • Bengali Word আস্কারা, আস্কারা দেওয়া Bengali definition আশকারা
  • Bengali Word গালে গালে চড়ানো, গালে চুনকালি দেওয়া Bengali definition গাল
  • Bengali Word দাওনা, দেওয়ানা Bengali definition [দাওনা, দ্যাওয়ানা] (বিশেষ্য) পাগল (দাওনা তাইয়া দেওয়ান কান্দ্যা ভিজায়ে মাটি-ময়মনসিংহ গীতিকা)। {(ফারসি) দীরানি্‌}
  • Bengali Word দেবর, দেওর Bengali definition [দেবোর্‌, দ্যাওর্‌] (বিশেষ্য) স্বামীর ছোট ভাই (তোমর দেওর বল্লে; ঘটকদের কথাবার্তা নাকি খুব ভাল-আও)। {(তৎসম বা সংস্কৃত) √দ্বিতীয়বর; (তুলনীয়) গ্রিক deor}
  • Bengali Word দেয়া ১, দেওয়া Bengali definition [দেয়া, দ্যাওয়া] (বিশেষ্য) ১ আকাশ; গগন। ২ আকাশের মেঘ (আসমানেতে কাল মেঘ দেওয়ার ডাকে ঘন-পূর্ববঙ্গ গীতিকা)। দেয়া ডাকে (ক্রিয়া) মেঘ গর্জন করে। {(তৎসম বা সংস্কৃত) দেব>দেও>দেয়া}
  • Bengali Word দেয়াল, দেওয়াল Bengali definition [দেয়াল্‌, দেওয়াল্‌] (বিশেষ্য) ১ প্রাচীর; ইট বা মাটি দ্বারা গাঁথা বেষ্টনী। ২ প্রাচীরগাত্র (দেয়ালে লাগানো)। দেয়ালগির, দেয়ালগিরি, দেয়ালগিরী, দেওয়াগীর (বিশেষ্য) প্রাচীরগাত্রে সংলগ্ন চিমনিযুক্ত ঝুলন্ত প্রদীপবিশেষ (সাপের মেজে, সাপের কড়ী, সাফের মণির দেওয়ালগিরি-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; দেয়ালগীর শোভিছে সুন্দর শ্রেণীমত-কায়কোবাদ)। দেয়াল তুলে দেওয়া (ক্রিয়া) ((আলঙ্কারিক)) ব্যবধান সৃষ্টি করা; দেখা-সাক্ষাৎ বন্ধ করা। দেয়ালেরও কান আছে-গোপন কথা কাহারো শোনার অত্যন্ত সম্ভাবনা অর্থে। {(ফারসি) দিরার}
Closing this window will clear all results and return you back to the search section