Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word দুলা ১, দোলা Bengali definition ⇒ দোলা
  • Bengali Word দুলা ২, দুলহা Bengali definition [দুলা, দুল্‌হা] (বিশেষ্য) বর; নওশা; স্বামী (নতুন দুলার রূপ দেখিয়ে চক্ষে মারে তাক-জসীমউদ্‌দীন; গর্ববোধ করব যে তার দুলহা ফকির নয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দুলহিন, দুলহন, দুলাইন, দুলহানি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কনে; বিবাহের পাত্রী (তোমার আমার সাদির দুলাইন কর‌্যাছি থির-ময়মনসিংহ গীতিকা)। দুলাভাই (বিশেষ্য) ভগিনীপতি; বোনাই। দুলামিঞা (বিশেষ্য) মেয়ের স্বামী; জামাতা (তারপর দুলা মিঞা .... কি মনে করে-কাজী ইমদাদুল হক)। {(হিন্দি) দুলহা}
  • Bengali Word দুলারি, দুলারী Bengali definition [দুলারি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) আদরিণী বা সোহাগিনী কন্যা। দুলাল (পুংলিঙ্গ)। {(তুলনীয়) (হিন্দি) দুলালী}
  • Bengali Word দুলাল Bengali definition [দুলাল্‌] (বিশেষ্য) ১ আদরের বা পরম স্নেহের পাত্র। ২ আদুরে পুত্র; অতিরিক্ত যত্ন ও আদরে পালিত পুত্র। □ (বিশেষণ) ১ আদুরে; স্নেহভাজন (এক বুকের দুলাল ভাই-এয়াকুব আলী চৌধুরী; বাপের দুলাল বেটা ধীর মেঘনাদ-কৃত্তিবাস ওঝা)। ২ দোলায়িত (তরল তাল গতি দুলাল নাচে নটিনী নটন সুর-জ্ঞানদাস)। দুলালী (বিশেষণ), (স্ত্রীলিঙ্গ) আদরিণী; স্নেহের; আদরের; প্রিয়া; প্রিয়তমা। আলালের ঘরের দুলাল (বিশেষ্য) আদরে লালিত-পালিত ধনীর ছেলে। {(তুলনীয়) (হিন্দি) দুলাল}
  • Bengali Word দোলা ৩, দুলা Bengali definition [দোলা, দুলা] (ক্রিয়া) ১ ঝোলা। ২ দ্বিধায় পড়া (আত্মার সংশয়ে প্রাণ সদাই দোলে-গিরিশ চন্দ্র সেন)। {(তৎসম বা সংস্কৃত) √দুল্‌>}
  • Bengali Word দোলানো, দুলানো, দুলনো Bengali definition [দোলানো, দুলানো, দুলনো] (ক্রিয়া) দোল দেওয়া; আন্দোলিত করা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) দোল+(বাংলা) আনো; ক্রিয়ারূপ-দোলাই, দোলাও, দোলায়, দোলান; অক্রি-দুলিয়ে, দোলাতে, দোলালে ইত্যাদি}
  • Bengali Word রাজদুলাল Bengali definition [রাজ্‌দুলাল্‌] (বিশেষ্য) রাজপুত্র; রাজকুমার। রাজদুলালি/দুলালী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+ (বাংলা) দুলাল}
Closing this window will clear all results and return you back to the search section