- Bengali Word দিরহাম, দরহাম, দারহাম Bengali definition [দিরহাম্, দরহাম্, দারহাম্] (বিশেষ্য) মুদ্রাবিশেষ (লক্ষ দিরহাম তুমি দবে-ফররুখ আহমদ)। {(আরবি)দির্হাম}
- Bengali Word খাদির Bengali definition [খাদির্] (বিশেষণ) ১ খদির সংক্রান্ত। ২ খদির কাষ্ঠবির্মিত। □ (বিশেষ্য) খয়ের। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খদির + অ(অণ্)}
- Bengali Word তক্দির Bengali definition ⇒ তকদির
- Bengali Word মানমন্দির Bengali definition ⇒ মান১
- Bengali Word আদিরস , আদিরসমিশ্রিত , আদিরসাত্মক Bengali definition ⇒ আদি
- Bengali Word ইন্দিরা Bengali definition [ইন্দিরা] (বিশেষ্য) লক্ষ্মী; বিষ্ণুপত্নী; কমলা। {(তৎসম বা সংস্কৃত) Öইন্দ+ইর(কিরচ্)+আ(টাপ্)}
- Bengali Word কাদের , কাদির Bengali definition [কাদের্, কাদির্] (বিশেষণ) শক্তিমান; সক্ষম। সর্বশক্তিমান। {(আরবি) কাদির}
- Bengali Word খদিরিকা Bengali definition [খোদিরিকা] (বিশেষ্য) ১ লাক্ষা; গালা। ২ লজ্জাবতী লতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খদির+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word তকদির, তক্দির, তকদীর Bengali definition [তোক্দির্] (বিশেষ্য) ভাগ্য; অদৃষ্ট; কপাল; নসিব (বদলাবে তকদীর আমার ঘুচিবে সব অন্ধকার-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)তাকদীর্ }
- Bengali Word নগাধিপ, নগাদিরাজ Bengali definition ⇒ নগ
- Bengali Word মদির Bengali definition [মোদির্] (বিশেষণ) মত্ততা সৃষ্টি করে এমন; মত্ততাজনক; মোহকর (হয় গো মদির অধীর সুখে-সত্যেন্দ্রনাথ দত্ত)। মদিরা (বিশেষ্য) মদ; মদ্য; সুরা; বারুণী। মদিরাক্ষী, মদিরেক্ষণা (বিশেষ্য) (বিশেষণ) মত্তনয়না; সুলোচনা নারী (কত উন্মনা মদিরেক্ষণা ওড়না তুলি চমকি মিলায়-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √মদ্+ইর(কিরচ্)}
- Bengali Word মন্দির Bengali definition [মোন্দির্] (বিশেষ্য) ১ দেবালয়; পূজা বা উপাসনার গৃহ। ২ গৃহ। ভবন; বাড়ি (যার যে মন্দিরে গেলা পরম তাপিত-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) √মন্দ্+ইর(কিরচ্)}
- Bengali Word মন্দিরা Bengali definition [মোন্দিরা] (বিশেষ্য) করতালজাতীয় কাঁসা বা পিতল নির্মিত বাদ্যযন্ত্রবিশেষ; cymbals। {(তৎসম বা সংস্কৃত) মঞ্জীর>}
- Bengali Word হৃদিমন্দির Bengali definition [হৃদিমোন্দির্] (বিশেষ্য) হৃদয়রূপ মন্দির। {(তৎসম বা সংস্কৃত) হৃদি+মন্দির; (কর্মধারয় সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section