- Bengali Word দাগ Bengali definition [দাগ্] (বিশেষ্য) ১ চিহ্ন; ছাপ। ২ কলঙ্ক; বদনাম (চরিত্রের দাগ)। ৩ ক্ষত; আঘাত (লাল ফুলসম দাগ খাওয়া দিল-কাজী নজরুল ইসলাম)। ৪ মরিচা (লোহায় দাগ ধরা)। ৫ পরিচয়; চিহ্ন (কাপড়ের থানে দাগ দেওয়া)। ৬ রেখা; আঁক; আঁচড়। ৭ জমির খণ্ড বা কিতা; plot একদাগে অনেক জমি)। ৮ গরু, মহিষ ইত্যাদির গায়ে দেওয়া লোহা-পোড়ানো ছেঁকা। ৯ ((আলঙ্কারিক)) মলিনতা; মালিন্য; কলঙ্ক; অভিমান; দুঃখ (কাতর হিয়ার দাগ ধুয়ে ফেল-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। দাগ কাটা (ক্রিয়া) মনে রেখাপাত হওয়া; কার্যকর প্রভাব বিস্তার করা (তাঁর উপদেশ আমার মনে দাগ কেটেছে)। দাগ দেওয়া (ক্রিয়া) ১ রেখাঙ্কিত করা; চিহ্নিত করা (ভাল করে গামারটা পড়বে-আমি তোমাকে দাগ দিয়ে দেখিয়ে দেব-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ তপ্ত লৌহ ইত্যাদির চিহ্ন দেওয়া (গরুটাকে দাগ দিতে হবে)। দাগনি (বিশেষ্য) যে লোহা পুড়িয়ে গরু, মহিষ ইত্যাদির গায় দাগ দেওয়া হয়। দাগবিলি (বিশেষ্য) জমি ও প্রজার বিবরণী। দাগ রাজি (বিশেষ্য) ছাদ ইত্যাদির ভাঙা বা ফাটা স্থান জোড়া দেওয়ার কাজ; জীর্ণ সংস্কার; মেরামত। {(ফারসি) দাগ}
- Bengali Word দাগড়া Bengali definition ⇒ দগড়া
- Bengali Word দাগা ১ Bengali definition [দাগা] (ক্রিয়া) ১ দাগ দেওয়া; চিহ্নিত করা (ভালো কথাগুলো দাগাও)। ২ অঙ্কিত করা। ২ তৃপ্ত লৌহাদি দিয়ে চিহ্নিত করা (গরু দাগাও)। ৪ নিক্ষেপ করা; ছোড়া (মশা মারতে কামান দাগা-প্রবাদ)। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। দাগানো (ক্রিয়া) ১ চিহ্নিত করানো। ২ অঙ্কিত করানো। ২ নিক্ষেপ করানো (কামান দাগানো)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(ফারসি) দাগ + (বাংলা) আ}
- Bengali Word দাগা ২ Bengali definition [দাগা] (বিশেষ্য) ১ গভীর মর্মবেদনা; ক্লেশ; সন্তাপ; মানসিক আঘাত (হুযুর বড় দাগা পেয়েছেন-জোখা)। ২ প্রতারণা; বঞ্চনা; বিশ্বাসঘাতকতা (খাইয়া তোমার ধন না পালায় যেন জন অবশেষে নাহি পাবে দাগা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ৩ কলঙ্ক; অপবাদ। ৪ লেখা শেখবার আদর্শ (দাগা বুলানো)। দাগাদার (বিশেষণ) ১ অনিষ্টকারী; দুষ্ট (বিশেষ বামন জাতি বড় দাগাদার-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ কলঙ্ক দান করে এমন। ৩ বিশ্বাসঘাতক। দাগাদারি বিশ্বাসঘাতকতা (মেরা সাথে করে এয়ছা দাগাদারি কাম-সৈয়দ হামজা)। ২ ক্ষতিকর কাজ। ৩ প্রতারণামূলক; ক্ষতিকর (দাগাদারি বাত কহ করিয়া বাহানা-সৈয়দ হামজা)। দাগা দেওয়া ধোঁকা দেওয়া (শয়তান তাঁহাকে দাগা দিতেছে-মোস্তফা)। দাগাবাজ (বিশেষণ) বিশ্বাসঘাতক; শঠ; প্রতারক (মারা গেল দাগাবাজ হাবশি গোলাম-সৈয়দ হামজা)। দাগাবাজি (বিশেষ্য) বিশ্বাসঘাতকতা; শঠতা; প্রবঞ্চনা; প্রতারণা (কিন্তু দাগবাজির জন্য সংসারের উপর ঈশ্বরের রাগটা রহিয়া গোল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। দাগা বুলানো (ক্রিয়া) লেখা শেখবার জন্য প্রথম শিক্ষার্থীর আদর্শ হস্তলিপির উপর রেখা আঁকা। ২ ((আলঙ্কারিক)) অন্যের বা পূর্ববর্তী লোকদের কৃতকর্ম বা আচরণের হুবহু অনুকরণ করা (বংশবলিক্রমে কেবল পূর্ববর্তীদিগের উপর দাগা বুলাইয়া চলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। দাগারি (বিশেষণ) প্রতারণামূলক (দেশময় দাগাদারী ভায়ের দাগারি কথা-মীর মশাররফ হোসেন)। দাগা ষাঁড় (বিশেষ্য) ১ হিন্দুদের শ্রাদ্ধাদিতে যে ষাঁড়কে দাগ দিয়ে উৎসর্গ করা হয়। ২ নামজাদা বদমাশ। {(ফারসি) দাগা}
- Bengali Word দাগি, দাগী Bengali definition [দাগি] (বিশেষণ) ১ চিহ্নিত; দাগযুক্ত; দাগ দেওয়া হয়েছে বা দাগ পড়েছে এমন; পচনের চিহ্নযুক্ত (দাগি আম)। ২ কলঙ্কিত। ৩ অপরাধের জন্য পূর্বদণ্ডিত; ঘাগি (দাগি আসামি)। দাগি-কাটা (বিশেষণ) মার্কা মারা; পূর্বে দণ্ডপ্রাপ্ত (খসম তাহার দাগীকাটা চোর রাতে রচিত না ঘরে-জসীমউদ্দীন)। দাগি চোর (বিশেষ্য) যে চোর ইতোপূর্বে চুরির জন্য দণ্ড লাভ করেছে। {(ফারসি) দাগ + ই, +ঈ}
- Bengali Word আদাগা Bengali definition [আদাগা] (বিশেষণ) দাগা হয়নি এমন; অচিহ্নিত। {আ+দাগা}
- Bengali Word গাব্দা, গাব্দাগোব্দা Bengali definition ⇒ গাবদা
- Bengali Word গোইন্দাগিরি Bengali definition ⇒ গোয়েন্দা
- Bengali Word দগড়া, দাগড়া Bengali definition [দগ্ড়া, দাগ্ড়া] (বিশেষ্য) ১ মাটির উপর গরুর গাড়ির চাকা ইত্যাদির ঘর্ষণের দাগ; দড়ির ন্যায় দীর্ঘ দাগ। ২ মোটা দড়ির মতো চাবুকাদির প্রহারের লম্বা ফোলা দাগ (দাগড়া দাগড়া হওয়া)। {(তুলনীয়) (হিন্দি) দগ্ড়া}
- Bengali Word সওদাগর, সদাগর Bengali definition [শওদাগর্, শদাগর্] (বিশেষ্য) বড় ব্যবসায়ী; বণিক (ইসলামের ঐ সওদা লয়ে এল নবীন সওদাগর-কাজী নজরুল ইসলাম)। সওদাগরি, সওদাগরী (বিশেষ্য) ব্যবসা-বাণিজ্য। □ (বিশেষণ) ব্যবসায় সংক্রান্ত (সওদাগরি জাহাজ)। {(ফারসি) সৱদাগর}
- Bengali Word সওদাগর, সওদাপাট Bengali definition ⇒ সওদা
- Bengali Word বেদাগ Bengali definition ⇒ বে২
- Bengali Word মন্দাগ্নি Bengali definition [মন্দাগ্নি] (বিশেষ্য) অগ্নিমান্দ্য; ক্ষুধার অপ্রাচুর্য (ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণশীর্ণ হয়ে-প্রমথ চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) মন্দ+অগ্নি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সদাগতি Bengali definition ⇒ সদা
- Bengali Word সদাগর Bengali definition ⇒ সওদাগর
Closing this window will clear all results and return you back to the search section