Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word দস্তুর Bengali definition [দোস্‌তুর্‌] (বিশেষ্য) নিয়ম; প্রথা; রীতি (ভাবল এ ক্ষেত্রে হাঁ বলাটাই পাকা দস্তুর-রবীন্দ্রনাথ ঠাকুর)। দস্তুর মতো (অব্যয়) ১ যথারীতি (সামান্য একটা পদক বা খেতাব দিয়ে নয়, দস্তুরমতো মোটা মাশুলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ বিলক্ষন; যথেষ্ট; নিতান্ত (দস্তুরমতো অন্যায়)। দস্তুর মাফিক (অব্যয়) নিয়ম বা রীতি অনুসারে। {(ফারসি) দস্তুর +(আরবি)মুরাফিক}
  • Bengali Word দস্তুরি, দস্তুরী, দস্তরি Bengali definition [দোস্‌তুরি, দোস্‌তুরি, দস্‌তোরি] (বিশেষ্য) ১ মূল্যের যে অংশ ছেড়ে দেওয়া হয়; discount। ২ দালালি; কমিশন; খরিদ্দার জুটাবার পারিশ্রমিক বাবদ প্রাপ্য দ্রব্যাদির মূল্যের অংশবিশেষ (পেমেন্টের সময় দাওয়ানজী শতকরা দু’টাকার হিসাবে দস্তুরী কেটে ন্যান-কালীপ্রসন্ন সিংহ; তা বোন দস্তরিটা কত (বিশেষ্য) হ’বে-জগলুল হায়দার আফরিক)। {(ফারসি) দস্তুরি}
  • Bengali Word বদস্তুর Bengali definition [বদোস্‌তুর্‌] (ক্রিয়াবিশেষণ) যথারীতি, যথানিয়ম; নিয়মানুসারে (কাননগো দপ্তর সাবেক বদস্তুর আমাদের খুড়া মহাশয়ের-রাম)। {(ফারসি) বদস্তুর}
  • Bengali Word পুরাদস্তুর Bengali definition পুরা১
  • Bengali Word বেদর, বেদস্তুর Bengali definition ⇒ বে২
Closing this window will clear all results and return you back to the search section