Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word দস্তরখান, দস্তরখানা Bengali definition [দস্‌তোরখান্‌, দস্‌তোরখানা] (বিশেষ্য) যে বস্ত্রখণ্ড বিছিয়ে তার উপর খাওয়া হয় (সব খাবার মাঝারি সাইজের প্লেটে করে সেই দস্তরখানে সাজিয়ে দেয়-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) দস্তরখান}
  • Bengali Word দস্তরি Bengali definition ⇒ দস্তুরি
  • Bengali Word দস্তুরি, দস্তুরী, দস্তরি Bengali definition [দোস্‌তুরি, দোস্‌তুরি, দস্‌তোরি] (বিশেষ্য) ১ মূল্যের যে অংশ ছেড়ে দেওয়া হয়; discount। ২ দালালি; কমিশন; খরিদ্দার জুটাবার পারিশ্রমিক বাবদ প্রাপ্য দ্রব্যাদির মূল্যের অংশবিশেষ (পেমেন্টের সময় দাওয়ানজী শতকরা দু’টাকার হিসাবে দস্তুরী কেটে ন্যান-কালীপ্রসন্ন সিংহ; তা বোন দস্তরিটা কত (বিশেষ্য) হ’বে-জগলুল হায়দার আফরিক)। {(ফারসি) দস্তুরি}
Closing this window will clear all results and return you back to the search section