- Bengali Word দরাজ, দারাজ Bengali definition [দরাজ্, দারাজ্] (বিশেষণ) ১ উদার (যেমন তার অগাধ বিদ্যা তেমনি তার দরাজ দিল-বর)। ২ অকৃপণ; দানশীল; খরচে (আজি পরীক্ষা কাহার দস্ত হয়েচে কত দরাজ-কাজী নজরুল ইসলাম)। ৩ প্রশস্ত; বিস্তৃত (দরাজ জায়গা)। ৪ বেশি; অধিক; অপরিমিত (ওঁর প্রয়োজন ছিল দরাজ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ দীর্ঘ; লম্বা (দারাজ দস্ত যেদিকে বাড়ায় সেই দিক পড়ে ভেঙে-কাজী নজরুল ইসলাম)। ৬ উদাত্ত; উচ্চস্বর বিশিষ্ট (তাঁহার গলা যেমন দারাজ তেমনি মিষ্ট-কাজী ইমদাদুল হক)। দরাজ গলা (বিশেষ্য) যে গলায় উঁচু-নিচু সুর অবাধে খেলে। দরাজদস্ত, দরাজ-হাত (বিশেষণ) মুক্ত হস্ত; অকৃপণ; দানশীল (তুই দানাদার দরাজ হস্ত এই দুনিয়ার-কালীপ্রসন্ন সিংহ; কঞ্জুশ না দরাজ-হাত চট করে বলে দিতে পারে-সৈয়দ মুজতবা আলী)। দরাজদিল, দরাজছাতি, দরাজসিনা (বিশেষণ) উদারহৃদয়; প্রশস্ত আত্মা (শুকনো খর্বুজ খোর্মা চিবায়ে উমর দারাজদিল-কাজী নজরুল ইসলাম; দরিয়ার মতো দারাজ সিনায় আজ নামে পেরেশানি-ফররুখ আহমদ)। দরাজ দিলি (বিশেষণ) দরাজ বা উদার হৃদয় যার (দারাজ-দিলীর আফগানী দিল-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দরাজ}
Closing this window will clear all results and return you back to the search section