Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word দম ১ Bengali definition [দম্‌] (অব্যয়) লঘু দুম আওয়াজ। দম দম (অব্যয়) ক্রমাগত দম শব্দ; বাদ্যাদির ধ্বনি (মন ভোরঙ্গ ভম ভম দামামা দম দম-ভারতচন্দ্র রায়গুণাকর)। দমাদম (ক্রিয়াবিশেষণ) জোরে; প্রবল দমদম শব্দ করে (ঢেঁকিতে দমাদম পাড় পড়িতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word দম ২ Bengali definition [দমো] (বিশেষ্য) ১ শাসন; দমন। ২ কুকর্ম থেকে (নিবৃত্তি, ইন্দ্রিয় দমন, জিতেন্দ্রিয়তা (শমদম)। {(তৎসম বা সংস্কৃত) √দম্‌}
  • Bengali Word দম ৩ Bengali definition [দম্‌] (বিশেষ্য) ১ শ্বাস নিঃশ্বাস-প্রশ্বাস (দম বন্ধ হওয়া)। ২ প্রাণ; জীবন; প্রাণবায়ু; জীবনী শক্তি (দম বাহির হওয়া)। গৃহীত শ্বাস বা প্রশ্বাস (দম ফুরানো)। ৪ ধূমপানের টান; জোর টানে ধূম পান (গাঁজায় দম)। ৫ ঘড়ি মেশিন ইত্যাদির স্প্রিংয়ে পাক (ঘড়িতে দম দেওয়া)। ৬ ধাপ্পা; প্রতারণা, ভাঁওতা (দমবাজি)। ৭ অল্প উত্তাপ; ভাপ (দমে বসানো মাংস)। ৮ মসলাযোগে সিদ্ধ ব্যঞ্জনবিশেষ (আলুর দম)। দম টানা (ক্রিয়া) ১ শ্বাস টানা; নিঃশ্বাস গ্রহণ করা। ২ এক নিঃশ্বাসে হুঁকা বা বিড়ি-সিগারেটের ধোঁয়া টানা। দম দেওয়া (ক্রিয়া) ১ ঘড়ি মেশিন ইত্যাদির স্প্রিংয়ে পাক দেওয়া; শক্তি অনুপ্রবিষ্ট করানো। ২ ধোঁকা দেওয়া; প্রতারণা করা। দম নেওয়া (ক্রিয়া) বিশ্রাম করে শক্তি সঞ্চয় করা। দম ফাটা (ক্রিয়া) ১ শ্বাস ত্যাগ করতে না পারায় বুক ফেটে যাওয়া। ২ ((আলঙ্কারিক)) আবেগে অত্যন্ত চঞ্চল হওয়া। ৩ হিংসায় জ্বলে মরা। □ (বিশেষণ) নিদারুণ (দমফাটা হাসি)। দম ফুরানো (ক্রিয়া) ক্লান্ত হওয়া। দমবাজ (বিশেষণ) ধাপ্পাবাজ; প্রতারক; শঠ। দমবাজি বি। দম বের/দম বাহির হওয়া (ক্রিয়া) ১ অত্যধিক ক্লান্ত হওয়া। ২ মৃত্যু হওয়া; প্রাণবায়ু নির্গত হওয়া। দম রাখা (ক্রিয়া) শ্বাসরোধ করে অনেক ক্ষণ থাকা। দম নেওয়া (ক্রিয়া) বিশ্রাশ নেওয়া। দম লাগানো (ক্রিয়া) তামাক গাঁজা ইত্যাদির ধোঁয়া একেবারে যথাশক্তি গলাধঃকরণ করা। দমের গাড়ি (বিশেষ্য) মোটরগাড়ি; motor car (কোথাকার বাবুরা সব দমের গাড়ী চড়ে এসেছিল-অমৃব)। একদম (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) একেবারেই; মোটেই। একদমে (ক্রিয়াবিশেষণ) রুদ্ধশ্বাসে; দ্রুত-গতিতে। {(ফারসি) দম}
  • Bengali Word দম ৪ Bengali definition [দম্‌] (বিশেষ্য) ভার; গাম্ভীর্য; গুরুত্ব (যে সাহিত্যে দম নেই তাতে অন্ততঃ কম থাকা আবশ্যক-প্রথম চৌধুরী)। {ফারসি}
  • Bengali Word দমক ১ Bengali definition [দমোক্‌] (বিশেষণ) ১ দমন করে এমন; দমনকারী। ২ শাসক; শাসককর্তা। {(তৎসম বা সংস্কৃত) √দম্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word দমক ২ Bengali definition [দমোক্‌] (বিশেষ্য) ১ ধমক; বেগ; আকস্মিক প্রবল ধাক্কা। ২ চমকানি (ওর হাসির দমকে মীনার মনের গুমোট কেটে যায়-নীলিমা)। □ (বিশেষণ) হঠাৎ ঘটে বা ঘটেছে এমন; আকস্মিক; বেগবান (এক দমক মেঘ-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) √দম্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word দমকল Bengali definition [দম্‌কল্‌] (বিশেষ্য) ১ পুকুর ইত্যাদি থেকে পানি তোলার যন্ত্রবিশেষ; পাম্প। ২ আগুন নেভানোর জন্য পানি নিক্ষেপের যন্ত্রবিশেষ; fire engine (বুকের ভিতর জ্বলছে আগুন দমকল ডাক, ওলো সই-কাজী নজরুল ইসলাম)। দমকল বাহিনী (বিশেষ্য) ফায়ার ব্রিগেড বা দমকলের সাহায্যে আগুন নিভানোর সরকারি প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ। {(ফারসি) দম + কল}
  • Bengali Word দমকা Bengali definition [দম্‌কা] (বিশেষণ) সহসা প্রবলবেগে আগত; আকস্মিক সংঘটিত (দমকা হাওয়া)। □ (ক্রিয়াবিশেষণ) মাত্রাতিরিক্ত পরিমাণে; ঝটিকাবেগে (এত দমকা খাটলে শরীরে কুলাবে কেন-কাজী আবদুল ওদুদ)। দমকা খরচ (বিশেষ্য) হঠাৎ ব্যয়; বৃথা অতিরিক্ত ব্যয় (দমকা খরচ করছে বেনের দল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) দনীদাহ}
  • Bengali Word দমদম Bengali definition ⇒ দম১
  • Bengali Word দমদমা Bengali definition [দম্‌দমা] (বিশেষ্য) ধনুর্বাণ বন্দুক ইত্যাদির দ্বারা যুদ্ধকৌশ অভ্যাস করার জন্য নির্মিত মাটির স্তূপ; চাঁদমারির জন্যে তৈরি মাটির ঢিবি। {(আরবি)দমদমহ্‌}
  • Bengali Word দমন ১ Bengali definition [দমোন্] (বিশেষ্য) ১ শাসন; দণ্ডদান (করিলেন কালিয় দমন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ রোধ; নিবারণ (জ্বর দমন)। ৩ সংযমন; ইন্দ্রিয় নিগ্রহ (ইন্দ্রিয় দমন)। দমনীয় (বিশেষণ) দমনযোগ্য; শাসনীয়। দমনীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। দময়িতা (-তৃ) (বিশেষণ) ১ দমন করে এমন; দমনকারী। ২ শাসক; শাসনকর্তা। দময়িত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √দম্‌+অন}
  • Bengali Word দমন ২ Bengali definition ⇒ দামন
  • Bengali Word দমবাজ, দমবাজি Bengali definition ⇒ দম৩
  • Bengali Word দময়ন্তী Bengali definition [দমোয়োন্‌তি] (বিশেষ্য) মহাভারতোক্ত নল রাজার মহিষী ও বিদর্ভ রাজকন্যা। {(তৎসম বা সংস্কৃত) √দম্‌+ণিচ্‌(=√দমি)+ অৎ(শতৃ)+ ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word দময়িতা, দময়িত্রী Bengali definition ⇒ দমন
  • Bengali Word দমসম Bengali definition [দম্‌শম্‌] (বিশেষণ) গুরুভোজন, গুরুভার বহন ইত্যাদির জন্য পেট ফুলে রুদ্ধশ্বাস; অত্যধিক পরিশ্রম হেতু নিঃশ্বাস ফেলতে অসমর্থ (পেট দমসম হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) সমদম (পদ বিপর্যয়ে)}
  • Bengali Word দমা Bengali definition [দমা] (ক্রিয়া) ১ দমিত বা অবদমিত হওয়া; বশ মানা; পরাজয় স্বীকার করা; হার মানা (শত্রু এবার দমেছে)। ২ নিরুৎসাহ হওয়া; হতাশ হওয়া; উদ্যম হারানো (বিপদ দেখে দমে গেলে চলবে না)। ৩ বসে যাওয়া। দমানো/দমান (ক্রিয়া) ১ দমন করা; পরাজিত করা; বশে আনা। ২ নমিত করা; পরাজিত করা; বশে আনা। ৩ নিরুৎসাহ করা; উৎসাহ ভঙ্গ করা। {√দম্‌+(বাংলা) আ}
  • Bengali Word দমিত Bengali definition [দোমিতো] (বিশেষণ) শাসিত; বশীকৃত; নিগৃহীত; সংযত। {(তৎসম বা সংস্কৃত) √দম্‌+ণিচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word দমী (-মিন্‌) Bengali definition [দোমি] (বিশেষণ) ১ দমন করে এমন; দমনকারী; দমনশীল; দময়িতা। ২ সংযমী; জিতেন্দ্রিয়। {(তৎসম বা সংস্কৃত) √দম্‌+ইন(ইনি)}
  • Bengali Word দম্প ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দম্‌পো] (বিশেষ্য) ১ সর্প; দম্ভ; অহঙ্কার; তেজ (আশরাফ নাম দম্প দুর্জনের কম্পভয়ে ধায় শত্রু বলবান-কাজী দৌলত)। □ (বিশেষণ) দাম্ভিক; অহঙ্কৃত (দম্প কথা বলিছে রাজা আমার বরাবর-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) দম্ভ>}
  • Bengali Word দম্পতি, দম্পতী Bengali definition [দম্‌পোতি] (বিশেষ্য) ১ পতি-পত্নী; স্বামীও স্ত্রী। ২ গৃহপতি (চকা-চকীরে জিনি রজনী দম্পতি বিনি একাকিনী জাগি প্রেম ত্রাসের-দৌকা)। {(তৎসম বা সংস্কৃত) জায়া+পতি; (দ্বন্দ্ব সমাস)}
  • Bengali Word দম্ফ Bengali definition [দম্‌ফো] (বিশেষ্য) ১ অহঙ্কার (দম্ফ লম্ফ মারে-কাশীরাম দাস)। ২ এক প্রকার বাদ্য। {(তৎসম বা সংস্কৃত) দম্ভ>}
  • Bengali Word দম্বদার Bengali definition [দম্‌বোদার্‌] (বিশেষ্য) ১ হক্‌স-ই-দম্‌ (গবাক্ষ ধারণ রূপ এক প্রকার যোগ) অভ্যাসের ফলে পীর-মাদার দীর্ঘজীবন লাভ করেন বলা হয় (নিরঞ্জন নিরাকার হৈলা ভেস্ত অবতার মুখেত বলেত দম্বদার-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {দম্‌+মাদার= দম্মাদার>দম্বদার}
  • Bengali Word দম্বল ১ Bengali definition [দম্‌বোল্‌] (বিশেষ্য) দধিবীজ; দইয়ের সাজা; দইয়ের যে অংশ দুধে মিশিয়ে নতুন দই পাতা হয়। {(তৎসম বা সংস্কৃত) দধ্যম্ল>}
  • Bengali Word দম্বল ২ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দমররবল্‌] (বিশেষ্য) নকির; পেয়াদা (রথ বলে সাজে রথী বীর বলে সেনাপতি রথ আগে ধাইল দম্বল-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দম্‌+বল}
Closing this window will clear all results and return you back to the search section