Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word দজ্জাল Bengali definition [দজ্‌জাল্‌] (বিশেষ্য) ১ মিথ্যাবাদী। ২ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দুর্দান্ত অত্যাচারী ব্যক্তি, যে কেয়ামতের অব্যবহিত পূর্বে ইমাম মেহদির সময়ে জন্মগ্রহণ করে নিজেকে আল্লাহ বলে দাবি করবে বলে কথিত আছে। □ (বিশেষণ) ১ দুর্দান্ত অত্যাচারী, দুষ্ট (তোমার পিছনে মরিছে ডুবিয়া ফেরাউন দজ্জাল-কাজী নজরুল ইসলাম)। ৩ দুরন্ত; দস্যি; শাসনের বহির্ভূত (দজ্জাল মেয়ে)। {(আরবি)দজ্‌জাল}
  • Bengali Word খারেদজ্জাল Bengali definition [খারেদজ্‌জাল্‌] (বিশেষ্য) প্রবল উৎপীড়ক যার বাহন গর্দভ। □ (বিশেষণ) প্রবল অত্যাচারী। {(আরবি) খর + দজ্জাল}
  • Bengali Word খরে দজ্জাল, খারে-দজ্‌জাল, খারে দয্‌যাল Bengali definition [খরেদজ্‌জাল, খাদজ্জাল, খারে-দজ্‌জাল] (বিশেষ্য) দজ্জালের গাধা; দজ্জাল যে গাধায় চড়ে আসবে (খারে দয্‌যাল আসবার আর ........ বাকিনাই-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) খরে (আরবি) + দজ্জাল}
Closing this window will clear all results and return you back to the search section