Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word তুরুক ১ Bengali definition [তুরুক্‌] (অব্যয়) তৎক্ষণাৎ; সেই মুহূর্তে; সঙ্গে সঙ্গে; চটপট (তুরুক লাফ, তুরুক জবাব)। তুরুক জবাব (বিশেষ্য) স্পষ্ট ও ত্বরিত উত্তর। তুরুক-সওয়ার (বিশেষ্য) ১ তুরস্কদেশবাসী ঘোড়সওয়ার বা অশ্বারোহী সৈন্য। {(তৎসম বা সংস্কৃত) ত্বরা> অথবা, (ফারসি) তুরুক; তুর্কিদের মতো দ্রুত}
  • Bengali Word তুরুক ২ Bengali definition তুরক
  • Bengali Word তুড়ুক ২, তুরুক Bengali definition [তুড়ুক্‌, তুরুক] (বিশেষ্য) ১ তুরস্কদেশীয় সৈন্য। ২ তুর্কি টুপি। ৩ তুর্কি সৈন্যের পোশাক। তুড়ুক সওয়ার (বিশেষ্য) তুরস্কদেশীয় অশ্বারোহী (তুড়ুক সওয়ার হয়ে চক্কর দিয়ে বেড়াচ্ছেন-মনোজ বসু)। {(ফারসি) তারাক্কী}
  • Bengali Word তুরক, তুরুক Bengali definition [তুরক্‌, তুরুক্‌] (বিশেষ্য) ১ তুর্কি জাতি (ঘুরছে ধাধায় হিন্দু তুরক-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ তুর্কিজাতীয় লোক; তুরস্কের লোক। ৩ তুর্কি টুপি। ৪ তুর্কি সৈন্যের পোশাক। তুরক-সওয়ার (বিশেষ্য) অশ্বারোহী তুর্কি সৈন্য। {(তৎসম বা সংস্কৃত) তুরস্ক, (ফারসি) তুর্‌ক}
Closing this window will clear all results and return you back to the search section